নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন গতিমান।

আফসানানাজনীন

আমি একজন ছাএী।

আফসানানাজনীন › বিস্তারিত পোস্টঃ

আমার ইদ

০৬ ই জুন, ২০১৮ রাত ২:০২

ইদ মানেই আনন্দ। এক মাস রোজা রাখবার পরে মুসলিম ধর্মের প্রধান উৎসব ইদ। ইদ্দের সবচেয়ে বড় খুশি পরিবারবর্গ নিয়ে ইদ র সময় তাহ উদযাপন করা।ইদ মানেই ছোটবেলার ওইদিন গুলা মনে পরা,ইদ কে কেন্দ করে আরকি আহানা বাহানা শুরু করা। ইদ এ আমার সবচাইতে মজার ব্যাপার ছিল ইদের জামাটা লুকিয়ে রাখা, আর জামাটা কাওকে না দেখানো পুরাতন হয়ে যাবে বলে। ইদ মানেই নিজের মন মত জামা কিনা, জুতা কিনা। আর আম্মু কেহ জালানি। এখন দিন দিন বড় হচ্ছি আর ইদের আমেজ তাহ বদলে যাচ্ছে। ইদ বলতে এখন অনার্স লাইফ এ পড়া কালিন সময় এ ছোট ছোট দায়িত্বপালন করা।আমার বড় আপু যেহেতু ইনকাম করছেন উনি যখন আব্বু আম্মার জন্য ইদ এ গিফট দিতো তখন আমার ইচ্ছে করতো আমিও কিছু করি তাদের জন্য। সুতরাং নিজের ইনকাম দিয়ে পরিবারকে কিছু দিতে চাই। আর আনদ তখনি বাড়বে যখন সেটাকে ভাগ করা যায়। আর আনন্দ হবে নিরবশেষ, ধনি, গরিব, এতিম,দুস্ত, সব রকম মানুষ এর জন্য।তাই এইবার ইদ এ আমি গরিব মানুস কে শাড়ি, লুঙ্গি, সেমাই, ইত্তাদি দিয়ে সাহায্য করতে চ্চাই। খুশি যখন দিগুন হ্য় আমেজ উপভোগ করা যায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ রাত ২:১০

কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে স্বাগতম। শুভ কামনা আপনার জন্য। নিয়মিত ব্লগে সময় দেন, লেখালেখি করেন। আশা করি অল্পদিনেই সেফ হবেন। শুভ কামনা রইলো। B-) B-) B-)

২| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:১৫

লাবণ্য ২ বলেছেন: ব্লগে স্বাগতম আপি।শুভকামনা রইল।

৩| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:২১

আফসানানাজনীন বলেছেন: ধন্যবাদ আপু।

৪| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৩

শামচুল হক বলেছেন: স্বাগতম, লিখতে থাকেন সাথে আছি।

৫| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: "পরাজয় যে পরাজয়, সেটা নির্ধারণ করে কে? জয়ী হোল যে? জয় -ই যে জয়, সেটা জানলে কী করে? জয়ের সংজ্ঞা কী? কে সেটা নির্ধারণ করে? এমন ও তো হতে পারে হেরে গিয়ে আমি যা শিখলাম তা জয়ী -মানুষের আত্মতৃপ্তির চাইতে অনেক বড় প্রাপ্তি!...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.