| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখা লিখি আমার বেশ পছন্দ। অনেক আগে থেকে কিছু না কিছু টুকটাক লিখা হত। কিন্তু সেই লিখা গুলি কখন ও কাউকে দেখানও হয়নি। খুব আচমকা আমার একজন ভাইয়া সাথে কথা হয়, উনি আমাকে সাম হয়ার ইন ব্লগ র কথা বলেন। আমার শুরুতে কেমন যেন লাগছিল কি লিখব? কেমন ভাবে গুচ্ছেয়ে লিখবো বুঝে উঠতে পারলাম নাহ। ভাইয়া খুব ধমক দিয়ে বলেছিল একতাহ একাউন্ট খুলে লিখা লিখা করলে টাকা লাগছে নাহ। নিজের ইচ্ছা নাহ থাকা সই ও আমার প্রথম ব্লগতো লিখে ফেললাম, লিখা শেষ এ খুব অন্য রকমভাবে ভালো লাগছিলো। লিখা তাহ যদিওবা জরাজরি করে শুরু করানো হলেও এখন কিন্তু মন মতন করে, নিজের ভালো লাগা থেকে আজকে লিখা লিখি করে সবার সাথে আমার ভাললাগা প্রকাশ করা।অনেক অনেক ধন্যবাদ আমার ভাইয়া কেহ বকা দিয়েও নতুন কিছু ভালো ব্লগিং শিখাবার জন্য। সামনে সময় গুলোতে আমি অনেক লিখা লিখি করতে চাই। মনের কথা গুলো সবার সাথে শেয়ার করতে চাই। নিজের লিখা গুলা সুন্দর করে বলতে চাই, তাহ পরে যেন সবার ভালো লাগে। 
২|
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:২৮
আফসানানাজনীন বলেছেন: লাবন্য ২ ধন্যবাদ আপু ![]()
৩|
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭
মাহি রহমান বলেছেন: আরো লিখালিখি করেন।শুভকামনা রইল।
৪|
০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:০৪
মারিয়াতাসনিম বলেছেন: onek sondor hoyse...shovo kamona roilo
৫|
২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: বোন আপনার জন্য অনেক শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:১৩
লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল আপি।