![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী দেহ—ভোরের প্রথম উষ্ণতা,
যেখানে আঙুল ছুঁলেই জেগে ওঠে শরীরের কুয়াশা।
চোখে তার মদির নিশা, ঠোঁটে লুকোনো আগুন,
শব্দ ছাড়াই সে বলে দেয়, “এসো, আমাকে ছুঁইয়ে দাও।”
স্তনের গোলাপ দুটি—যেন অতল টান,
পলক ফেললেই হারিয়ে যেতে চায় চেতনার মানচিত্র।
নাভির গহ্বরে গোপন এক নিমন্ত্রণ,
যেখানে কামনারা বুনে চলে স্বপ্নের বিছানা।
উরুর ভাঁজে আছে ব্যাকুল সময়,
যেখানে প্রেম আর পাপ খেলে রাত্রির খেলা।
সে শুধু শরীর নয়, সে এক অমোঘ আকর্ষণ,
যাকে স্পর্শ করলেই জেগে ওঠে কবিতা,
আহ্বান জানায় হারিয়ে যেতে এক অজানা দুনিয়ায়।
নারী দেহ—নির্বাক এক ভাষা,
যার প্রতিটি রেখা, প্রতিটি কম্পন
চায় অনুভবের পাগলপারা পাঠক।
©somewhere in net ltd.