নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তেমন কেউ নই । জানি আমি মানুষ আর বাচতে চাই মানুষের মত মানুষ হয়ে..................

আহমাদ জামীল

অন্ধকারে খুজে বেড়াই আলোর দিশা

আহমাদ জামীল › বিস্তারিত পোস্টঃ

প্রেম উপদেশ

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

প্রেম টা হতে হবে সলিড । না থাকবে কোন ফরমালিন, না থাকবে কোন কিছুর সংমিশ্রণ । উপরে অনেক ভাল কিন্তু তলে দিয়ে আমি একসাথে চার পাচটারে ম্যানেজ করতে পারি । এহেন কর্মের মাঝে আমার কোন বীরত্ব নেই । কাহিনী জানাজানি হলে সেই তুমিই হবে লুইচ্চা নাম্বার ওয়ান ।

কোন রেষ্টুরেন্ট এ ঘন্টার পর ঘণ্টা বসে থেকে আজইরা পেচাল পারার দরকার নেই । খুব প্রয়োজনে বাদামওয়ালার কাছ থেকে বাদাম কিনে প্রেম করা যেতে পারে । এতে করে উভয়পক্ষই সুবিধা ভোগ করবে ।

কয়দিন পর পর লিটন দাদার ফ্ল্যাট ভাড়া করার দরকার নেই । চুলকানি বেশি হলে পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন করে নিলে সেটিই ওষুধ এর কাজ করবে । আর তাতেও চুলকানি না কমলে অকালে মরে যাওয়া শ্রেয় ।

প্রেম করার ক্ষেত্রে অনেকের ঈর্ষা হতে পারে । হতে পারে বফ গফ এর বন্ধু বান্ধবী সিঙ্গেল এর কষ্টে গালি গালাজ করবে । এক্ষেত্রে তাদের নাকের ডগার সামনে দিয়ে প্রেয়সীর হাতখানা ধরে এগিয়ে যাওয়াই অতি উত্তম ।

আরেকটি কথা, প্রেমের সময় টাকা আর শারীরিক সম্পর্ক এই দুই জিনিস হতে দূরে থাকতে পারলে ভাল । টাকা নিয়ে থাকলেও প্রেমে যাতে ঘাটতি না হয় খেয়াল রাখবেন ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১২

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: সবচেয়ে ভালো হয় বিয়ের আগে প্রেম না করলে। সব প্রেম ভালবাসা বউয়ের জন্য জমা থাক।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৯

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: একদম ঠিক

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:০৯

একজন সত্যিকার হিমু বলেছেন: পরবর্তী প্রেম করার আগে এসব উপদেশ মনে রাখবো ।থ্যাংকস দাদা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.