![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধন্যবাদ কাওসার, নাসির ও মতিউরকে আজকের পার্টির জন্যে।
আজকের পার্টিটা নদীর পার হওয়ায় শো-রুমের চেয়ে ভালোই এনজয়েবল হয়েছে।খাবারের বেলায় কিছুটা ব্যতিক্রমী ছিল আজকের পার্টিটা।কিছুটা ডিফ্রেনশিয়েটের জন্যে সত্যিই ধন্যবাদ।
নদীর পার,গাছ তলায় ঘাসের ওপর দাঁড়িয়ে আড্ডা দিয়ে পার্টির স্বাধই আলাধা।
যারা মিস করলে তারা জেনে রাখবে লাইফ থেকে এনজয়েবল একটা দিন মিস করলে।
আজকের পার্টির স্পন্সর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, সিলেটের অন্যতম মডেল,ফটোগ্রাফার কাওসার আহমেদ ও নাসির উদ্দিন এবং বিভিন্ন প্রতিভার অধিকারী অনলাইন এক্টিভিস্ট মতিউর রহমান।
©somewhere in net ltd.