![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না।-নির্মলেন্দু গুণথাকি রাজশাহীতে। ইমেল: ajomraj[at]gmail.com ফেসবুক: www.facebook.com/ajomma
লালন সাঁই যখন বেঁচে ছিলেন, তখন প্রতি দোলপূর্ণিমায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ভক্ত আর অনুসারীদের নিয়ে মরমি তত্ত্বালোচনা ও গানের আসর করতেন। ১৮৯০ সালে লালন সাঁইয়ের তিরোধানের পর থেকে ভক্তরা দোলপূর্ণিমায় তাঁর সমাধি চত্বরে মহাধুমধামের সঙ্গে তাঁকে স্মরণ করে আসছেন। সাঁইজির সমাধির পাশে সমবেত হয়ে ভক্তি নিবেদন, গানবাজনা, সাধুসঙ্গ করে সাঁইজিকে স্মরণ করেন তাঁরা। এক দিনের আয়োজন পরবর্তী সময়ে দুই দিন, তিন দিন করে এখন পাঁচ দিনে পরিণত হয়েছে। আগামী ২৫ মার্চ সোমবার থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়ায় আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে স্মৃতিচারণ, লালনসংগীত ও লালন মেলা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে লালন স্মরণ উৎসবের সব প্রস্তুতি প্রায় শেষের পথে।
প্রতিবছরের মতো এবারও লাখো মানুষের সমাগম হবে লালন স্মরণ উৎসবে। পাঁচ দিনের আয়োজন আগামী ৩০ মার্চ শনিবার গভীর রাতে গানের মধ্য দিয়ে শেষ হবে।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
আজম মাহমুদ বলেছেন: ভালো ভাবে গিয়ে অনুষ্ঠান উপভোগ করুন এই শুভকামনা।
২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
সোহানী বলেছেন: প্রানের মেলা.....আমাদের ঐতিয্য.....
@ s r jony ....মন্তব্য নাই ...কারন সবাই খুব সিরিয়াসলি অফিসের কাজে মনোযোগ দিয়েছে
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬
আজম মাহমুদ বলেছেন: প্রানের মেলা.....আমাদের ঐতিয্য.....
একদম ঠিক কথা বলেছেন।
৩| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১
বাংলাদেশের আইডল বলেছেন: মানব ধর্ম ! বাংলাদেশে ? হাহাপগে
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
আজম মাহমুদ বলেছেন: কেন বাঙলাদেশে কি মানুষ নেই!
হবে এভাবেই একদিন হবে।
৪| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
সন্দীপ হালদার বলেছেন: মানব ধর্মের জয়ের ব্যাপারে আমার তেমন আশা নেই। সব কিছু নষ্টদের দখলে গিয়েছে।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
আজম মাহমুদ বলেছেন: সহমত।
৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩
ক্যাপটেন বলেছেন: যাওয়ার ইচ্ছে আছে। কিনতু দেশের যে পরিস্হিতি! ভয় হয়। ধন্যবাদ শেয়ার করার জন্য
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮
আজম মাহমুদ বলেছেন: দেশের অবস্থা ঠিক হবে বলে আশাো নেই। তবু সিদ্ধান্ত নিলে হয়তো যাওয়া যেতো।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
s r jony বলেছেন: ইনশাআল্লাহ, আমি যাব।
নির্বাচিত পোস্টে মন্তব্য নাই দেখে অবাক হইলাম।