নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অথৈ আকাশ জুড়ে অরূপ শূণ্যতা শুধু,

আজম মাহমুদ

আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না।-নির্মলেন্দু গুণথাকি রাজশাহীতে। ইমেল: ajomraj[at]gmail.com ফেসবুক: www.facebook.com/ajomma

আজম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

এন্ড্রোয়েড বিশেষজ্ঞদের কাছে হেল্প চাই। প্লিজ, হেল্প মি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০

আমি যে ফোনটি ব্যবহার করছি তার RAM মাত্র ২৫৬ হওয়াতে গুগল এর হ্যাংআউট ইনস্টল করতে পারছি না। কিন্তু গুগলের পুরোনো Google Talk প্লেষ্টোর সহ অন্য কোথাও পাচ্ছি না। আবার পেলেও তা কাজ করছে না। এটা পেলেও ভয়েস কল না করতে পারলেও মেসেজিং করে বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারতাম। এক্ষেত্রে কোন এক্সপার্ট ভাই কাজ করবে এমন Google Talk এর সন্ধান দিলে অনেক উপকৃত হতাম। উল্লেখ্য আমার ফোনটিতে ডিফল্ট ভাবে Talk এ্যাপসটি দেয়া নেই।

আর একটি বিষয়- আমি ফোনে যেসকল এ্যাপস চালাচ্ছি তাতে বিভিন্ন রকম এ্যাড এসে অনেক যন্ত্রণা দিচ্ছে। যেমন- আপনার মোবাইল স্লো কাজ করছে, এটা ডাউনলোড করুন, অমুক এ্যাপস ডাউনলোড করবেন কি না ইত্যাদি। আমি কি করে এইসব এ্যাডওয়্যারগুলোকে ব্লক করতে পারি? প্লিজ হেল্প করে কৃতজ্ঞ করবেন। শুভেচ্ছা সবাইকে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩

কৈশর বলেছেন: ১) বেশি র্যাম ওয়ালা মুবাইল কিনইন ।
২) পেইড এ্যপ ব্যবহার করেন ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

আজম মাহমুদ বলেছেন: বাঙালীর অতো টাকা কোথায় রে ভাই। রাজনীতি করলে না হয় একটা কথা ছিলো।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপাতত এই দুইটা লিংক দিলাম,
দেখুন কাজ হয় কিনা।

লিংক ০১

লিংক ০২

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২১

আজম মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। দুইটি লিংক থেকেই নামাচ্ছি। হচ্ছে কি না পরে জানাচ্ছি।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

আজম মাহমুদ বলেছেন: কাজ হচ্ছে না ভাই। একটা সাপোর্ট করছে না। আর একটা ইন্সটল হবার পর ওপেন হয়েই কেটে যাচ্ছে। এরপর প্লেষ্টোরে যেতে বলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.