![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না।-নির্মলেন্দু গুণথাকি রাজশাহীতে। ইমেল: ajomraj[at]gmail.com ফেসবুক: www.facebook.com/ajomma
অনেক কষ্টের পর শেষ পর্যন্ত নিজের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরীতে সক্ষম হলাম। বিষয়টি প্রথম অবস্থায় ছিলো স্বপ্নের মতো। কম্পিউটার ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে বন্ধুরা ভিজিট করতে পারেন। আর একটি কথা, আমার উক্ত ওয়েবসাইট ওপেন করলেই অটোমেটিক বিভিন্ন জনপ্রিয় বাংলা গান শুনতে পাবেন, নন-স্টপ চলছেই সব প্রিয় সুন্দর গানগুলো। সবার অবশ্যই ভালো লাগবে। ভিজিট করতে এখানে ক্লিক করুন ।
২| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৯
আজম মাহমুদ বলেছেন: না তো বিরক্ত হবার মতো কিছু বলেন নি তো। জানার তো থাকতেই পারে। আসলে ট্রাবলশুটিং ব্যাপারটা হচ্ছে কম্পিউটার নিজে নিজে অনেক সময় কোন কোন সমস্যা সলভ করে নিতে পারে। আবার কখনও সাজেশন দিয়ে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা নিজে নিজে কাজ করতে গিয়ে হিতে বিপরীত করে ফেলে। সো সব কিছু নিজে করায় ভালো। প্রয়োজনে অভিজ্ঞ কাউকে প্রশ্ন করে জেনে নিতে পারেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: বললেন গানের সাইট। গানের লিস্ট তো খুজে পেলাম না।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৯
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: শুভকামনা এবং একইসাথে ধন্যবাদ ভাই.... আপনার পিসি ক্রাশের পোস্টটা পড়ে নতুন জিনিষ জানলাম
পরে প্রোগ্রামটা আনইনস্টল করে দিসি অবশ্য। কিন্তু এমন হবার কারণটা দয়া করে জানাবেন???

কিন্তু ড্রাইভের এরর চেকিং এর যে বিষয়টা বললেন- আমি উইন্ডোজ সেভেন ব্যাবহার করি- ওখানে এরর চেকিং এর পাশে ট্রাবলশুটিং এর চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা কোন সমস্যা করবে কী???? মূলত ট্রাবলশুটিং ব্যাপারটা কী???
কিছুদিন আগে আমার অটোক্যাড সেভেন সফটওয়্যারটা আপনাআপনি ওপেন হচ্ছিল না। তাড়াহুড়োয় ট্রাবলশ্যুটের ওখানটায় ক্লীক পড়ে যাওয়ায় কী না কী হল....পুরাই গুবলেট হয়ে গেসে
প্রচুর বকবক করলাম! বিরক্ত হবেন না প্লীজ..