নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
তোমাতে আমি সবসময় হয়ে থাকি বিলীন
নিঃশব্দে পথ চলা প্রজাপতির ডানার মতন।
উষ্ণ আলিঙ্গনের অভাবে ছটপট করে কাটে রাত
তাই তো বিলীন হয়ে থাকা -
নিঃশব্দে প্রজাপতির ডানার মতন আমার এই পথ চলন।
তাই তো –
জীবিনের ইতিহাস-ঐতিহ্য কোন
চিকিৎসা বিদ্যা নয়, নয় কোন দেশের হয়ে মুক্তিযুদ্ধ
যে যুদ্ধ করে শেষ করে দিব তোমাতে আমার বিলীন হওয়া।
কষ্টকে লাঘবের আশায়; তোমার উষ্ণ আলিঙ্গনের আকাখাংকা
সেটাও যদি অক্টেন দেহে জ্বলনীতে সাজিঁয়ে রাখ
তাহলে কি – অতিক্রম করতে পারব আমি
ছটপট করা ভয়ংকর উত্তাল রাত?
©somewhere in net ltd.