নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গকৃত জীবন ( কষ্ট )

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:২০

আমার আমিকে উৎসর্গ করেছিলাম তোমায়
ভেবেছিলাম তুমি খুব খুশি হবে-
বলবে-
“আমি খুশি। আর কিছু চাইনা।
তুমি সুস্থ থাক ভাল থাক। এবং মনে রেখ….
আমি তোমাকে ভালবাসি।”
কিন্তু কই-
তোমার রাগ আর অভিমান বেড়ে গেছে অনেক
বেড়েছে আমার প্রতি তোমার ঘৃণা-
তোমার অযোগ্য বলে দূরে ঠেলেছ
লেবু চিপার মত তেতু করে।
কিসে আমার অযোগ্যতা???
যন্ত্রনা পোষা বেকার জীবন???
বিশ্বাস কর সাবাহ্-
আমি তোমাকে খুব বেশি ভালবেসেছিলাম বলেই
তোমার প্রতিটা মূহূর্তকে আমার স্পর্শের বাইরে রাখতে চাইনি।
চেয়েছি…. চেয়েছি…..
তুমি হবে আমার প্রতিটা শ্বাসের প্রাণ
হবে তুমি আমার জীবনের শওকত শান
তোমার স্পর্শ হবে আমার হৃদয়ের দারকান।
আমার থেকে তোমার মুখ ফিরিয়ে নেওয়াটা
আমি মানতে পারছিনা।
আমার কাছে মনে হয়-
একটা প্রলয়ঙ্কারী ঘুর্নী ঝড় আমার সব কিছু শেষ করে দিয়েছে।
আমি এখন নিঃস্ব।
একা।
মাথাটা ভীষণ ঝিম ঝিম করে
বুকের ভিতর কি যেন একটা মোচড়ে উঠে-
কষ্ট অনুভব হয়।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:২৬

বিজন রয় বলেছেন: সাংঘাতিক ঘূর্ণিঝড়!

প্রেমে এসব থাকবেই।

+++

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৩৫

বিজন রয় বলেছেন: আপনি তো অনেক পুরানো ব্লগার, নিয়মিত লিখুন।

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৫৫

ফেনা বলেছেন: ভাই জব করে সব সময় নেটে সময় বের করা অনেক কঠিন হয়ে যায়।
তবে ভাল লাগার জায়গা, সময় পেলেই চলে আসি।
দোয়া রখবেন।

সুস্থ ও সুন্দর থাকুন।

৩| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:১২

মোঃ হাসান মাহমু৯৮ বলেছেন: সুন্দর

২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:১৭

ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।

৪| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৪০

লাবণ্য ২ বলেছেন: খুব সুন্দর।

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:১০

ফেনা বলেছেন: ধন্যবাদ আপু।

৫| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪

কাইকর বলেছেন: খুব ভাল লিখেছেন

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:১০

ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।
কেমন আছেন?

৬| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: দারুন ভালোবাসা ! সুন্দর কবিতা

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:১৩

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন সতত

৭| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: কষ্টের কবিতা পড়লাম। কিন্তু আমার মোটেও কষ্ট লাগলো না। বরং হাসি পেল।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯

ফেনা বলেছেন: জনাব রাজীব নূর আমি আপনাকে বলছি- আমি কোন বড় মাপের কবি নই। মনের খেয়ালে চেষ্টা করি মাত্র। আপনার অনেক মন্তব্য পাচ্ছি কিন্তু আমার বা অন্য কারো বুঝে আসছে কি না আমি জানি না।
যা বলার পরিষ্কার করে বলেন।

নিজেকে কবিতার বিশাল পন্ডিত মনে করার কিছু নাই।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.