নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ডায়েরীর ছেড়া পাতা

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:০৩

তুমি আমার,
বিলাসী স্বপ্নের –
মৃত কান্না।

তুমি আমার,
কান্নার জলে লেখা-
নীল কন্ঠ ডায়েরী।

হাজারো বকুল ফুলের
গাথা মালা।
-মৃত বকুল ফুল।
আমার নীরব কান্নার জলে লেখা-
ডায়েরীর পৃষ্ঠায় চাপায় পিষ্ট বকুল ফুলের নীরব কষ্ট।

তুমি আমার,
খেয়ালী জীবনের-
অতৃপ্ত বন ফুল।

তুমি আমার,
নোনা জলে ভাসানো
জীবন-
ডায়েরীর ছেড়া পাতা।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৬

আকতার আর হোসাইন বলেছেন: কবিতা ভালো লেগেছে। কবি বোধ হয় ছ্যাকা খেয়েছিলেন। তাই তো আহত আহত সুরে প্রেয়সীকে নিয়ে কাব্য লিখা।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২৬

ফেনা বলেছেন: হা হা হা হা....
ভাল বলেছেন।
- তবে গোপনকে গোপন রাখলাম।

২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

সৈয়দ ইসলাম বলেছেন: যাকে উৎসর্গ করে লেখা এ কবিতা তার তো চরম সৌভাগ্য!

কবিতা ভাল লেগেছে অনেক।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

ফেনা বলেছেন: যাকে উৎসর্গ করলাম সেই তো বুঝল না।

৩| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২১

বিজন রয় বলেছেন: ছেঁড়া বানানটি ঠিক করে দিন।

ডায়েরীর পাতা প্রত্যেক মানুষের জীবনে মূল্যবান ভূমিকা রাখে।

+++

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

ফেনা বলেছেন: জি পড়ার জন্য ধন্যবাদ।
এবং পরামর্শের জন্যও।
ঠিক করে নিচ্ছি।

৪| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২৪

নিশাচড় বলেছেন: অনেক সুন্দর কবিতা। ডায়রী পাতা সেটা আমার জীবনে এক অন্য রকম স্মৃতি।





আমার ব্লগে বেড়ানোর আমন্ত্রন রইলো।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
জি আমি সময় করে আপনার ব্লগে বেড়ায়ে আসব।

৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪১

সামু স্টার বক্স নিউজঅ বলেছেন: কবিতায় মুগ্ধতা ।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪

ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।
সুস্থ থাকবেন সতত।

৬| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৬

ফেনা বলেছেন: ধন্যবাদ গুরুজী।
কেমন আছেন?

৭| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১১

লাবণ্য ২ বলেছেন: অসাধারণ কবিতা।

৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১৬

ফেনা বলেছেন: পড়ার জন্য অনেক অনেকধন্যবাদ আপু।

বাল এবং সুস্থ থাকবেন সবসময়।

৮| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৩০

ফেনা বলেছেন: ধন্যবাদ।

৯| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৫২

তারেক_মাহমুদ বলেছেন: ভাল ই লিখেছেন ফেনা ভাই।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ তারেক_মাহমুদ ভাই।

১০| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

ফেনা বলেছেন: তাই.....
ধন্যবাদ আপনাকে। উতসাহ দেওয়ার জন্য।

১১| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩২

কাইকর বলেছেন: বাহ.....ভাল লাগলো

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.