নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
তুমি আমার,
বিলাসী স্বপ্নের –
মৃত কান্না।
তুমি আমার,
কান্নার জলে লেখা-
নীল কন্ঠ ডায়েরী।
হাজারো বকুল ফুলের
গাথা মালা।
-মৃত বকুল ফুল।
আমার নীরব কান্নার জলে লেখা-
ডায়েরীর পৃষ্ঠায় চাপায় পিষ্ট বকুল ফুলের নীরব কষ্ট।
তুমি আমার,
খেয়ালী জীবনের-
অতৃপ্ত বন ফুল।
তুমি আমার,
নোনা জলে ভাসানো
জীবন-
ডায়েরীর ছেড়া পাতা।
৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২৬
ফেনা বলেছেন: হা হা হা হা....
ভাল বলেছেন।
- তবে গোপনকে গোপন রাখলাম।
২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৮
সৈয়দ ইসলাম বলেছেন: যাকে উৎসর্গ করে লেখা এ কবিতা তার তো চরম সৌভাগ্য!
কবিতা ভাল লেগেছে অনেক।
৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩১
ফেনা বলেছেন: যাকে উৎসর্গ করলাম সেই তো বুঝল না।
৩| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২১
বিজন রয় বলেছেন: ছেঁড়া বানানটি ঠিক করে দিন।
ডায়েরীর পাতা প্রত্যেক মানুষের জীবনে মূল্যবান ভূমিকা রাখে।
+++
৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩
ফেনা বলেছেন: জি পড়ার জন্য ধন্যবাদ।
এবং পরামর্শের জন্যও।
ঠিক করে নিচ্ছি।
৪| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২৪
নিশাচড় বলেছেন: অনেক সুন্দর কবিতা। ডায়রী পাতা সেটা আমার জীবনে এক অন্য রকম স্মৃতি।
আমার ব্লগে বেড়ানোর আমন্ত্রন রইলো।
৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪
ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
জি আমি সময় করে আপনার ব্লগে বেড়ায়ে আসব।
৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪১
সামু স্টার বক্স নিউজঅ বলেছেন: কবিতায় মুগ্ধতা ।
৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪
ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।
সুস্থ থাকবেন সতত।
৬| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।
৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৬
ফেনা বলেছেন: ধন্যবাদ গুরুজী।
কেমন আছেন?
৭| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১১
লাবণ্য ২ বলেছেন: অসাধারণ কবিতা।
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১৬
ফেনা বলেছেন: পড়ার জন্য অনেক অনেকধন্যবাদ আপু।
বাল এবং সুস্থ থাকবেন সবসময়।
৮| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৩০
ফেনা বলেছেন: ধন্যবাদ।
৯| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৫২
তারেক_মাহমুদ বলেছেন: ভাল ই লিখেছেন ফেনা ভাই।
৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪
ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ তারেক_মাহমুদ ভাই।
১০| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭
ফেনা বলেছেন: তাই.....
ধন্যবাদ আপনাকে। উতসাহ দেওয়ার জন্য।
১১| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩২
কাইকর বলেছেন: বাহ.....ভাল লাগলো
৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৬
আকতার আর হোসাইন বলেছেন: কবিতা ভালো লেগেছে। কবি বোধ হয় ছ্যাকা খেয়েছিলেন। তাই তো আহত আহত সুরে প্রেয়সীকে নিয়ে কাব্য লিখা।