| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ফেনা
	মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
 
একটা ফুল;
              বিলাসী স্বপ্ন
তুমি ফুল,
             নষ্ট হবেই জানি।
তাই- তোমাকে, 
             কঁচলাতে চাই।
এটাই- 
            তোমার জন্য আমার,
কলিজা ছেঁড়া ভালবাসা।
 
১৬ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪২
ফেনা বলেছেন: রবিঠাকুর-ছোট গল্পের  ক্ষেত্রে বলেছেন-  "হইয়াও হইল না শেষ।"
কবিতাই ও তাই হোক.....
২| 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৩:৩৩
আখেনাটেন বলেছেন: একটি ছোট;
ব্লগীয় কাব্য
ভালোই কিন্তু---
আর একটু লম্বা করে লেখার নেই কি সাধ্য?  
 
 
১৬ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪৬
ফেনা বলেছেন: ছোট সাধ্যের মঝে সবটুকু আফসোস।
৩| 
১৪ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:৫৫
স্রাঞ্জি সে বলেছেন: ফুলটারে যে কঁচলাইবা। ফুলটা কি কষ্ট না পাইয়া থাকব।  
ইস! ইহায় কি পিউর লাভ।
 
১৬ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪৭
ফেনা বলেছেন: যে কচঁলানিতে কষ্ট পাবে সেটা আঘাত, কলিজা ছেঁড়া ভালবাসা হতে পারে না।
৪| 
১৪ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
 
১৬ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪৮
ফেনা বলেছেন: আপনাকে ধন্যবাদ জনাব রাজীব নূর।
৫| 
১৫ ই জুলাই, ২০১৮  রাত ১:০৩
ভ্রমরের ডানা বলেছেন: রোমান্টিক!
 
১৬ ই জুলাই, ২০১৮  সকাল ১১:৪৯
ফেনা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৮  দুপুর ২:৫০
কাইকর বলেছেন: এতো ছোট কেন ???