নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
আগামী প্রতিটা দিনই কঠিন থেকে কঠিনতর হবে; এইটা আমার অনুমান। সারা দুনিয়ার বর্তমান যা অবস্থা সাথে বাংলাদেশের মানুষের অবহেলা আর অসচেতনতা আমাদের খুব কঠিক এক পরিস্থিতির সামনে এনে দাড় করাবে।
মাননীয় প্রধানমন্ত্রির উচিত হবে আরো কঠোর হওয়া সাথে দেশের সবার খাদ্য এবং মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। এবং তা অবশ্যই বাংলাদেশ সেনা বাহিনীর মাধ্যমে পরিচালনা করতে হবে।
২০ কোটি মানুষের দেশে ২হাজার মানুষকে টেষ্ট করে বলার উপায় থাকেনা বাংলাদেশে করোনা নাই। আপনারা অনেকটা "নো টেষ্ট নো করোনা " পদ্ধতির মত চলছেন। যা খুবই দুঃখজনক।
বাংলাদেশে কত জন প্রবাসী এসেছে গত দুই মাসে তাদের খুজে বের করুন। তাদের সবাইকে টেষ্টের আওতায় আনুন।
এবং তা খুব দ্রুতই করতে হবে। না হলে পরিস্থিতি ভীষণ রকম খারাপ হবে। বর্তমান দুনিয়ার পরিস্থিতি তাই ইংগিত করে। সুতরাং আমাদের এখনই সর্বোচ্চ সতর্কতায় থাকা উচিত।
আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশ বাংলাদেশ যেন ইতালি বা স্পেন বা আমেরিকার মত না হয়। তারা এত উন্নত হওয়ার পরও এই অবস্থা হলে এক বার চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশের অবস্থা কি হতে পারে???
করোনাকে ভয় নয়, সচেতনতায় এবং ধর্মীয় অনুসাশনই এক মাত্র সমাধান।
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:২২
ফেনা বলেছেন: জি। তবে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। দোয়া রাখবেন।
২| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: অপেক্ষা করি আর দেখি। এছাড়া তো আর কিছু করার নাই।
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:২৩
ফেনা বলেছেন: জি জনাব। কথা সঠিক বলেছেন।
ভাল থাকবেন সতত।
৩| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি অনলাইনে আর কোথাও লিখতেন? মাঝে মাঝে পোষ্ট শেয়ার করতে চাইতেন মনে আছে কি?
০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৩
ফেনা বলেছেন: শব্দনীড়ে লিখতাম, লিখালিখিতে ছিলাম, প্রথম আলো ব্লগে ছিলাম। আর এখানে ত আছিওই।
তা ঠাকুর দা কেমন আছেন।
আর একটা কথা জানাও ডট কম আমার সাইট, এইটার জন্য আপনার থেকে একবার একটা লেখা নিছিলাম।
৪| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন: আমি জানাও ডট কমে লেখা দিবো। আমি যোগাযোগ করবো আপনার সাথে।
১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৮
ফেনা বলেছেন: [email protected]
এই ঠিকানায় মেইল দিলেই হবে।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
করোনা আক্রমণে বাংলাদেশের মানুষ কতোটা সচেতন জানি না। জানা সম্ভব ও না, তবে এতোটুকু বুঝতে পারছি বাংলাদেশী জনগণ করোনা সম্পর্কত এতো জ্ঞান রাখেন যে বিশ্বে বিজ্ঞানী মহা বিজ্ঞানী সহ সয়ং করোনা ভাইরাস নিজেও নিজেকে এতোটা চেনে না জানে না। - সাবাস বাংলাদেশ।
আপনি কি ব্লগে ইদানিং অনিয়মিত ?