নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
তুমি এক গুচ্ছ আর্শিবাদ পুষ্ট হও
আমি সেই পুষ্ট তুমিকে এক গুচ্ছ কদম ফুল দিব,
তুমি কদমের গুচ্ছটা হাতে নিয়ে
আকাকী বারান্দায় বসে বৃষ্টির রিমঝিম শব্দের সাথে
আমাকে ভাববে।
সেই সময়-
আমি তোমার শরীরে বৃষ্টির শিহরণ হয়ে মিশে যাব।
ভালবেশে যাব পাজরের ভিতর দক দক দক শব্দের সাথে।
০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৮
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
জি আমি ভাল আছি। আশা করি এখন থেকে নিয়মিত পাবেন।
আর জানাও বন্ধ হয়নি। আসলে টেকনিক্যাল কিছু সমস্যা আর হঠাত করেই ভিজিটর অনেক বেড়ে যাওয়াতে কিছু সমস্যা হয়েছিল।
এখন আর সমস্যা নাই।
আবারও ধন্যবাদ।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: বহু দিন পর আপনাকে ব্লগে দেখলাম।
কবিতা খুব সুন্দর লাগলো।
০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯
ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজিব ভাই। আসলেই অনেক দিন পর আসলাম। এখন থেকে নিয়মিত থাকব।
তা কেমন আছেন আপনি??
৩| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:১৪
নেওয়াজ আলি বলেছেন:
০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৬
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: সেই কোন এককালে কদমের ডালে
পাখি বসে ছিল বলেছিল- পৃথিবীতে ভালবাসা কই.......
কেমন আছেন। অনেক দিন পর দেখলাম। আপনার জানাও কি বন্ধ হয়ে গেছে। মাঝে কিছুদিন ঢুকতে পারিনি এখন আর তাই ট্রাই কিরনা।