নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ছবিঃ গুগল মামা থেকে।
"একশত তম নারীর সঙ্গমে আমি প্রিয় হয়েছি প্রকৃতির। প্রকৃতি আমাকে শিখিয়েছে নারী পুরুষের মানসিক রোগের এন্টবায়টিক। এমন কি শরীরের জন্য ও এন্টবায়টিকের কাজ করে।
আবার অতিরিক্ত গ্রহণে ঊল্টাও ঘটে। মানসিক রোগ সারার বদলে মানসিক রোগী বানিয়ে দেয়। শরীর সুস্থ করার বদলে অসুস্থ বানায় দেয়। এমন কি মৃত্যুও ঘটায় দেয়।"
--- ভারসাম্যহীন রাস্তার পাগল।
আমি কথাগুলি শুধুমাত্র একটু গুছিয়ে লিখেছি। প্রথমে তাঁর কথা শুনে একটু হেসেছিলাম। কিন্তু পরে ভাবে দেখলাম যে আসলে এই পাগল ত কোন ভূল বলে নাই। সে পাগল হলেও প্রকৃতির সাথে একটা যোগসুত্র আবশ্যই আছে।
সবই স্রষ্টার কৃপা।
২৩ শে জুন, ২০২০ দুপুর ১:১৪
ফেনা বলেছেন: হা হা হা হা .....
মানিকের কথা পড়েই হাসি পেল যদিও আমি এই বিষয়টা জানি না।
জানালে খুশি হতাম।
সুভ কামনা।
২| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেনা ভাই কাম কাম এত কাম ভালানা
খাও আবার নিষেধ আছে তাই তার নাম খানা।
সব কিছু খাওয়া যাবে কম করে খেও ভাই
পাগলের কথাতে কান নিয়ে লাভ নাই।
২৩ শে জুন, ২০২০ দুপুর ১:৩৭
ফেনা বলেছেন: হা হা হা ....
ভাল বলেছেন, একদম সঠিক।
৩| ২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৪৭
নেওয়াজ আলি বলেছেন: শিরোনাম দেখে ধর্ষক মানিকের কথা মনে পড়লো
২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:১৫
ফেনা বলেছেন: বুঝলাম মানিক কেডা।
৪| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: শক্তিশালী শিরোনাম।
২৩ শে জুন, ২০২০ বিকাল ৫:২২
ফেনা বলেছেন: হা হা হা তাই নাকি???
তা কেমন আছেন আপনি?
৫| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
অক্পটে বলেছেন: আমারও মানিকের কথা মনে পড়ছে এই কবিতা পড়ে। মানিক যেদিন ভোগের সেঞ্চুরী করে পার্টি দিয়েছিল সেদিন তাকে কোন এক ওলিআল্লাহ মাথায় হাত বুলিয়ে 'নটিবয়' বলে আশির্বাদ করেছিল। বিদ্রোহীভৃগু বোধহয় জানেন সেই সেঞ্চুরিয়ানের বর্তমান পজিশান কি।
২৪ শে জুন, ২০২০ সকাল ১১:৩৮
ফেনা বলেছেন:
৬| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২০
সপ্তম৮৪ বলেছেন: বহু নারীর সাথে সঙ্গমে মনে হয় আয়ু বৃদ্ধি পায়। রাজাবাদশারা বেশিরভাগই দীর্ঘজীবী ছিলেন। সৌদি রাজারা ১০০+ আয়ু নিয়ে মরে। তাদের একেকটার ৩০/৪০ টার উপরে বৌ।
২৪ শে জুন, ২০২০ সকাল ১০:২০
ফেনা বলেছেন: হা হা হা হা
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: পাগল সবাই
কেউ ভোগের কেউ ত্যাগের ....
দা রোড নট টেকেনের মতো ত্যাগের পাগল কমই হতে চায়
শততম পড়েই সেঞ্চুরী মানিকের কথা মুনে পইড়ল
হা হা হা