নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
আমার জীবনের যত উত্থান পতন আছে তাঁর সিংহ ভাগই জড়িয়ে আছে এই কুলসুম নাম। যদিও নাম একটা কিন্তু সত্তা একাধীক।
আমার মনের যত বেদনা আছে তাঁর পিছনে রয়েছে এই কুলসুম। আবার কিছু সম্মান হারানোর পিছনেও রয়েছে এই কুলসুম নাম। এই কুলসুম নামটি আবার আমার জীবনের বড় কিছু আনন্দের সাথেও জড়িত। বলতে গেলে এই নামটা আমার জীবনের শুরু থেকেই কেমন যেন লেপ্টে গেছে। না পারি রাখতে, না পারি ঝেরে ফেলতে।
আমার জীবনে কুলসুম নামটা পীড়া, ঘৃনা, বিরক্তি, ধব্বংস, অসহায়ত্ত, একাকীত্ত, এতিমত্ত, ঋগ্রস্থ সব যেন মিশে একাকার হয়ে গেছে। অন্য দিকে এই নাম আমার জীবনের ভাল কিছু পট পরিবর্তন করে দিয়েছে। যা সামনে এগুতে অনেক সহায়ক হয়েছে। দিয়েছে আমার জীবনের সব থেকে বড় একটা আনন্দ; যার সাথে অন্য কিছুর তুলনা হয় না।
এই কুলসুম নাম আমার বাকী জীবনটায় আর কি কি নিয়ে আসবে সে আল্লাহই ভাল জানে। আল্লাহ এই নামটা দিয়ে আমাকে আর কি তেলেস্মতি দেখাবেন।
২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:২২
ফেনা বলেছেন: মানুষ বেশী নরমেই কিন্তু ধব্বংস হয়, জানেন ত??
২| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: কুলসুমকে ক্ষমা করে দিন।
২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:২৪
ফেনা বলেছেন: কুলসুম নামটাই ত বেশামাল। নামকে ক্ষমা করব নাকি নামের মানুষটাকে??
৩| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:২৫
জগতারন বলেছেন:
এই লিখাটি পড়িলাম।
আগামাথা কিচ্ছুই বুঝিলামনা।
আরও একটু বিস্তারিত লিখা দরকার ছিল।
২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:২৮
ফেনা বলেছেন: কিছুটা অধরাই থাক।
৪| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৩২
জেন রসি বলেছেন: অস্তিত্বের সংকট? বা তেমন কিছু?
২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫
ফেনা বলেছেন: জীবনের কথা আর বাস্তব প্রেক্ষাপট কখনোই মানুষের এক হয় না। মানুষ যা বলে যা করে যা দেখায়, আসলে বাস্তবে কি তাঁর জীবন তেমন???
৫| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৪১
জেন রসি বলেছেন: জীবনের কথা আর বাস্তব প্রেক্ষাপট কখনোই মানুষের এক হয় না। মানুষ যা বলে যা করে যা দেখায়, আসলে বাস্তবে কি তাঁর জীবন তেমন???
না। তেমন নয়। কারন মানুষ যা হতে চায় এবং সে যা তার ভেতর একটা দ্বন্দ্ব চলতেই থাকে। কাম্যু যেমন বলেছিল মানুষ নিজেকেই নিজে মেনে নিতে পারেনা। সে অর্থে অস্তিত্বের সংকটের কথা বলেছি।
২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:১১
ফেনা বলেছেন: হুম। ধন্যবাদ সুন্দর ভাবে বিস্তারিত বলার জন্য।
ভাল থাকবেন সতত।
৬| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
কুলসুম, কুমকুম
২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৩৬
ফেনা বলেছেন: হা হা হা হা .....
দাদা কেমন আছেন??
৭| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কল্পনা থেকে পরিকল্পনা ভাল।
২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৩৬
ফেনা বলেছেন: একদম সঠিক বলেছেন।
৮| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১০
নৃ মাসুদ রানা বলেছেন: বাহ! দারুণ নাম তো।
২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৩৭
ফেনা বলেছেন: ধন্যবাদ শুধু মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:০৮
বিজন রয় বলেছেন: কুলসুম নামটি বড়ই কোমল আর নরম।