নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি

১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৫


(ছবি- গুগল)

ভীষণ কষ্টে বলছি- আমার উপলব্ধি

"সম্পর্ক" সেটা হোক পারিবারিক বা একটা ছেলে বা মেয়ের সাথে, বাবা মা, ভাই বোন যাই হোক সবই নির্ভর করে অর্থের মানদন্ডে।
আর বস্তুত সম্পর্ক বলতেই কিছু নেই। সবই হল স্বার্থের কারণে আবদ্ধ কারেন্ট জাল।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: ওকে।

১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৬

ফেনা বলেছেন: @???

২| ১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৯

খায়রুল আহসান বলেছেন: কোন বিশেষ কারণে বোধকরি এটা আপনার ক্ষণিকের ভাবনা। কালক্রমে হয়তো বা আপনার এ ভাবনার পরিবর্তন হয়ে যেতে পারে।
অর্থ অনুঘটক হতে পারে ক্ষেত্র বিশেষে, কিন্তু কোন ক্ষেত্রেই সেটা শেষ পরিণতির নিয়ামক নয়।
সব সম্পর্কের ভরকেন্দ্র হচ্ছে মানবিক ভালবাসা। এটা আমার 'দুই পাই'।

১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

ফেনা বলেছেন: প্রিয় খায়রুল আহসান ভাই এই বোধ আমার সম্পুর্ণ জীবনের সারাংশ। আমার আশেপাশে আমি দেখেছিও তাই। আপনি যা বলেছে তাই ত বাস্তবে হওয়া উচিত। কিন্তু কি জানেন, আপনার ভাবনাটুকু গোবরে পদ্ম ফুলের মত; গুটি কয়েক জনের জন্য হয়ে থাকে।

ভাল থাকবেন সতত।

৩| ১২ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যার মন মানষিকতা যেমন তার উপলব্ধি তেমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.