নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ছবিঃ গুগল থেকে
প্রিয়,
উম্মে কুলসুম কেমন আছ তুমি। জানি না তোমার জীবনের কত শত বাক আর কত টেনশন নিয়ে কেমন চলছে তোমার দিন। তার পরও আশা করি ভালই আছে।
যাই হোক, তোমাকে লিখা এই ছোট্ট চিঠিতে মূল কথাটা সরাসরি বলেই ফেলি। হুম, তোমার আমার পিছনে ফেলে আশা হাজারো স্মৃতি যা ছিল কিছু কষ্টের আবার কিছু ছিল খুবই মধুময়। জানি না তোমার কতটুকু মনে আছে। বা আজো তোমার মনে আমার জন্য কতটুকু জায়গায় আমি রয়েছি। তবে আমার মন জুড়ে তুমিই আছে বেশ। তাই ত তুমিহীনা আমি মাঝে মাঝে মৃত্যুময় হয়ে উঠি। পেতে চায় মন। তোমাকে পেতে চাই নিজের করে। কুলসুম তোমাকে অনেক বার বলেছি। কিন্তু তুমি অনেক অযুহাত দেখিয়ে পাশ কেটে গেছ। প্রতিবারই বলেছে এখন যে অবস্থা তাতে তুমি আমার জীবনে একেবারে চলে আসাটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে তোমার জন্য। এই এক কথা বলার পর আমি আর কোন কথা কোমাকে বলিনি।
আজ একটা কথা বলতে চাই।
কুলসুম সারা জীবন না হয় অন্তত চব্বিশটা ঘন্টার জন্য হলেও আমার বউ হবে??? এই চব্বিশটা ঘন্টার স্মৃতি নিয়ে বাকী জীবনটা হাশি মুখে পাড়ি দিয়ে দিব।
প্লিজ প্লিজ ..... আমার বেঁচে থাকার জন্য এই রশদটুকু দাও.....
অবশেষে তোমার ভালবাসাময় প্রতিউত্তরের আশায় তোমারই আমি।
ইতি
ফেনা
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭
ফেনা বলেছেন: প্রথমেই মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ত চব্বিশ ঘন্টার পর কি হবে তা ত ভেবে দেখিনি।
তবে একবার আটকাতে পারলে কি আর ছেড়ে দিব!!!!
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
সোনাগাজী বলেছেন:
এটা কি আসলে কিছু, নাকি একটা অনুভবতা?
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
ফেনা বলেছেন: মনের অনুভবকে চিঠির মাধ্যমে প্রিয়তমাকে জানাতে চাইলাম। (*** যদি কোন দিন পরে....)
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
কামাল১৮ বলেছেন: বহু ঘন্টা তার সাথে কাটিয়েচেন।২৪ ঘন্টার কোন এমন স্মৃতি যা আপনার সারা জীবনের রশদ যোগাতো।বললে অনেকে উপকৃত হবে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩১
ফেনা বলেছেন: তাকে ত সারা জীবনে জন্য চেয়েছি। নিজের বউ করে। এখন যেহেতু সারা জীবনের জন্য পাবনা তাহলে বউ হিসাবে এক দিন হলে অন্তত সে আমার বউ ছিল। আমার ছিল। পেয়েছিলাম। এই ছোট তৃপ্তির ঢেকুরটুকু নিতে চাই।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
কেমন আছেন আপনি?
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৩
জ্যাক স্মিথ বলেছেন: কারো জন্য এতটা উতলা হওয়া ঠিক না, আবেগকে কন্ট্রোল করতে হবে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৫
ফেনা বলেছেন: তা ঠিক।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: এত আবেগ!!!!
আবেগ দিয়ে জীবন চলে না। বড়জোর কবিতা লেখা যায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৬
ফেনা বলেছেন: হুম ঠিক বলেছেন। তবে এই আবেগের জন্যই মাঝে মাঝে জীবনের গতি বদলে যায়।
ধন্যবাদ আপনাকে।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৫
কামাল১৮ বলেছেন: কুশল জানার জন্য ধন্যবাদ।ভালো আছি।বৃদ্ধ হলে যেমন থাকে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭
ফেনা বলেছেন: দোয়া রইল আপনার জন্য।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫৬
অহরহ বলেছেন: ভাই, জীবন তো হিরো আলমের সিনেমা নয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮
ফেনা বলেছেন: জীবনে যদি শান্তি বা মনে যদি প্রশান্তি পাওয়া যায় তবে হীরু আলমের সিনেমাই বা মন্দ কি!!
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৫
ডার্ক ম্যান বলেছেন: উনি আপনার কতদিনের প্রেমিকা ছিলেন
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৮
ফেনা বলেছেন: হবে ছয় সাত বছর। কেন ভাই......
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৮
ডার্ক ম্যান বলেছেন: আপনার মেইল আইডি কি পাওয়া যাবে
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫
ফেনা বলেছেন: হু্যাতসাপ- ৯৬৬৫৩৫১৭৩৭৭০
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৭
ডার্ক ম্যান বলেছেন: Amr WhatsApp nai
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯
সোনাগাজী বলেছেন:
২৪ ঘন্টার পর কি হবে?