নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলের ধ্বংস সময়ের ব্যপার মাত্র

১৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫




সবই নিয়তি।

সব কিছু প্ল্যান মতই হচ্ছে। চিন্তার কিছুই নেই। মনে রাখবেন আপনি যখন উপরের দিকে ঢিল ছুড়বেন তখন আপনার সেই পাথরটি একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে আবার নিচের দিকে কয়েকগুণ বেশি গতিতে নেমে আসে। তাই অপেক্ষা করুন, সঠিক সময়েই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। সমাপ্তি হবে ইয়াহুদী জাতীর।

সবই তার লীলা।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:


সন কিছুই নিয়তি, আরবেরা নিয়তির উপর ছেড়ে দিয়েছে সবকিছু! আপনিও নিয়তির উপর ছেড়ে দিয়েছেন, ভালো।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০৭

ফেনা বলেছেন: অন্য সবার কথা বাদ দিলাম, আপনার কথাই বলি- এই যুদ্ধ লাগার পর আপনি কয়টা লেখা পোষ্ট করেছেন ইসরায়েল এর বপক্ষে!!!! কয় বার বলেছেন যে ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র???
নিয়তির উপর ছাড়ব না ত কি করব???

২| ১৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ১৩ তম দিন আজকে, ৩ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। ১২ হাজার এর মতো আহত হইছে। খাবার পানিটুকু নাই, আমেরিকার প্রেসিডেন্ট এখন সেখানে, প্লান করছে কিভাবে সব মাটির সাথে মিশিয়ে দেয়া যায়। আর আপনি বলছেন - সব কিছু প্লান মতো হচ্ছে?

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৩

ফেনা বলেছেন: সন্ত্রাসকে বাহ দিবার মানুষ অনেক। কারণ তারা অনেক শতিশালী, আবার তাদেরকে ছায়া দিচ্ছে আরো অনেক বয় মাফিয়া। তাই আমরাও ভয়ে তাদের হুজুর হুজুর করি। কেউ ন্যায় বা উচিৎ কথাটা একবারও বলি না।

৩| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০১

কামাল১৮ বলেছেন: ইসরায়েল ধ্বংস হলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হবার সম্ভাবনা আছে।।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৪

ফেনা বলেছেন: একটা পরিবর্তন আসাটা খুবই জুরুরি হয়ে গেছে। তবে কি জানেন মহান আল্লাহ স্ত্রষ্টা যা নির্ধারণ করে রেখেছেন তাই-ই হবে।

৪| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: অন্য সবার কথা বাদ দিলাম, আপনার কথাই বলি- এই যুদ্ধ লাগার পর আপনি কয়টা লেখা পোষ্ট করেছেন ইসরায়েল এর বপক্ষে!!!! কয় বার বলেছেন যে ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র???
নিয়তির উপর ছাড়ব না ত কি করব???

-আমি যদি ইসরায়েলকে সন্ত্রাসী বলি, তাতে কারো লাভ হবে না; আমি যদি বুঝতে পারি, ওখানকার মানুষ কি করে ভালো থাকতে পারে, সেটাই আমার জন্য শান্ত্বনা।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৫

ফেনা বলেছেন: আমরা সান্তনার বুড়া আংগুল মুখে নিয়ে বসে থাকি বলেই ন্যায় অন্যায় এর কাছে হেরে যায় বার বার।

৫| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪০

কামাল১৮ বলেছেন: তা হলেতো বেচেই গেলাম,আমাদের আর কিছুই করার নেই।যা হবার তাতো হবেই।নিয়তি বাদিরা এই জন্যই শুখে থাকে।

১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৪

ফেনা বলেছেন: সব কিছু বলতে চাইলেও বলা যায় না। কিছু কথা এমনিতেই বুঝে নিতে হয়।

৬| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ইসরাইল ফিলিস্তিন এ অনেক ধ্বংস যজ্ঞ চালালেও ইসরাইল এর মানুষ আতঙ্কিত নিরাপত্তা হীনতা নিয়ে দেশ ছাড়ছে। এই আতঙ্ক থেকে তাদের পরিত্রাণ নেই কোনোদিন।

৭| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: কিন্তু সত্যি তো এটাই যে ইজরায়েল আতঙ্কবাদের বিরুদ্ধে লড়ছে ।

৮| ১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আবাবিল পাখি এসে রক্ষা করবে মনে করছেন?

৯| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

আলামিন১০৪ বলেছেন: শোনা যায়, এরা নাকি কোন এক গণকের কথায় এবার এক্কেবারে বেসামাল হয়ে গিয়েছে! ইহুদী জাতির চতুর্থ পতন কাল নাকি খুবই সন্নিকটে...

১০| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

বাউন্ডেলে বলেছেন: ইসরাইল-আমেরিকার বিলুপ্তি সময়ের দাবী । ইহা প্রকৃতি কার্যকর করবে এবং অনিবার্য । কারন প্রকৃতি আরো কিছুদিন মানব জাতিকে টিকিয়ে রাখবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.