নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ছবিঃ গুগল মামা
আমার মনে ছোট্ট বসত জমিটায়
একটা বড় বিল্ডিং এর ফাউন্ডেশন গজিয়েছে
আপনা থেকেই হয়ে গেছে।
কখন কিভাবে হল-
জানা নেই।
শুধু
জানা আছে,
জীবনের খেয়ালি শ্রোতে
ধীরে ধীরে আমার এই এপার্ম্যান্ট উপড়ের দিকে উঠে চলেছে।
তাতে বাসা বেঁধেছে -কী মায়াময় খেয়ালি-মধু চাক
অপরুপ সৌন্দর্য্য আর লবণ্যে - যেন
মাখামাখি।
আাবেগের রসালো মাখমাখতায় বেঁচে থাকে জীবন,
তাই ভাল লাগে-ভালবাসি
জীবনের জন্য নয়; মনের খোরাকী।
খোরাকী মনের আংগিনায় জোনাকীর মত
ঝার বাতি জ্বলে-
জীবনের দূর পথে অন্ধকার দেখি।
দেখি নিভতে যাওয়া জীবনের বাতি।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
ফেনা বলেছেন: জি।
আপনাকে অনেক ধন্যবাদ। বানান সংশোধন করে নিব ইনশাল্লাহ। আবারও ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুকরিয়া। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
করুণাধারা বলেছেন: মাখমাখতায়!! অর্থ কি, মাখামাখি?
কবিতার কথা ভালো, তবে অনেক বানান ভুল আছে।