নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

নষ্ট বীজের দেশ

২৩ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৮



ছবিঃ গুগল থেকে।

আল্লাহ বাঁচাইছে যে বাঙ্গালী জাতি ১৯৭১ সালে যে কোন কারণেই হোক স্বাধীনতার জন্য লড়াই করে আলাদা হয়ছে। বাংলাদেশ হয়ছে। এই পাকিস্তান জাতটা এত খারাপ আপনি তাদের সাথে কাছ থেকে না মিশলে বুঝতে পারবেন না।
বাংলাদেশিরা এখন প্রতি মুহুর্তে সস্থির নিঃশ্বাস ফেলতে পারছে। এদের আচরণ কথা বার্তা সব কিছুই খুবই ঔধ্যত। এই মুর্খ্যের দল মনে করে তারা অনেক জ্ঞানী আর ধার্মিক। কিন্তু সত্যি বলতে তাদের মত গর্ধব আর মূর্খ্য এবং ধর্মের ক্ষতি আর কেউ মনে হয় না করে থাকে।
অন্তাযদের সাথে তাদের আচার আচরন এত খারাপ ব্যাখ্যা করা বড়ই মুশকিল।

এক কথায় বলতে গেলে তাদের বীজে সমস্যা আছে। বলতে পারেন ঘুণ ধরা বীজ।

উদাহরণ-১ঃ
বাসে বসে আছি। পাশাপাশি দুই জন। আমার পাশের একজন নেপালি। বাস ছাড়ার ঠিক ২ মিনিট আগে হন হন করে একজন উঠে এল। ফোনে কথা বলছে। স্বাভাবিক ভাবে নয়। অনেক জোড়ে। আরেকটু জোড়ে কথা বললে হয়ত সৌদী থেকে পাকিস্তানে শুনতেই পেত।

আমাদের ঠিক পিছনের সিটে বসে কথা বলছে। যাষ্ট ক্ষণ দুয়েক পর একটা বাজে গন্ধ আসছে নাকে। এদিক ওদিক দেখতে দেখতে আবিষ্কার করলাম যে ঐ লোক পায়ে সেফটি স্যু খুলে ফেলেছে। সাথে কিছুটা উচু করে আমাদের পিছনে পা ঠেস দিয়ে রেখেছে। অনেক অনুনয় / বিনয়ের সাথে তাকে জানালাম যে এখানে যে সকল যাত্রী আছে তাদের সমস্যা হচ্ছে তার জুতা খুলে ফেলায়। সাথে তার জোড়ে কথা বলা। অবাক হবেন জেনে সে পরক্ষণেই উত্তর দিল- " আপ লোক-ক প্রবলেম হো-রাহাহে ত উতার যায়ে বাস সে..."
তখন মনে হয়ছিল যে অর কানের নীচে বাজিয়ে দেই। কিন্তু আমরা ত আর তার মত হতে পারিনি।

বিঃদ্রঃ অই লোক একজন ইঞ্জিনিয়ার ছিল। এই যদি হয় পাকিস্তাদের ইঞ্জিনিয়ারদের অবস্থা তাহলে সাধারণ মানুষের অবস্থাটা একবার ভেবে দেখুন। (আমি খুব সাধারণ একটা বিষয় জানালাম। তাদের আচরণ আরো বেশি খারাপ হয়। ব্যখ্যা করাও অনেক লজ্যাজনক। )

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




উদাহরণ সহকারে বিস্তারিত লিখুন।
এরকম খাপ ছাড়া লিখলে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না।

২৩ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২২

ফেনা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
কিছুটা চেষ্টা করলাম ব্যাখ্যা দিবার।
ভাল থাকবেন সতত।

২| ২৩ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২১

গণকবি বলেছেন: আরেকটু বিস্তারিত লিখলে ভালো হতো।

২৩ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৩

ফেনা বলেছেন: জি জনাব এখানে একটা ঘটনা উলেখ্য করেছি।

৩| ২৩ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: এরা আসলে জাতে জঙ্গি ও বেয়াদব।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:১৩

ফেনা বলেছেন: ১০০% সঠিক।

৪| ২৩ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



ঘটনাটা কোন দেশে ঘটেছে?

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:১২

ফেনা বলেছেন: সৌদী আরব।

৫| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩১

আমি ব্লগার হইছি! বলেছেন: আবার এরকম করলে থাপড়িয়ে বাস থেকে নেমিয়ে দিয়ে ওর হাত থেকে সবাইকে উদ্ধার করবেন।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪১

ফেনা বলেছেন: হা হা হা....
মাঝে মাঝে মনে হয় এমনি করা উচিৎ।
তবে কি জানেন ইদানিং কিছু নব্য জন্ম নেওয়া নতুন প্রজন্মের রাজাকারও দেখতে পাচ্ছি। যাদের দেহ মনে প্রতিটা শিরায় এমনকি রক্তের কনায় কনায় পাকিস্তান জিন্দাবাদ বসবাস করে।
আগে ত তাদের মারা উচিৎ। তাই নয় কি??

৬| ২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: আমি অনেক কিছুই দেখি। কিন্তু চুপ করে থাকি।

২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩২

ফেনা বলেছেন: মনে হয় এইটা সর্বোত্তম পন্থা।

কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.