নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

সোনালীধারা (অনলাইন নিউজ সাইট, আমাদের প্রিন্ট ভার্সনও আছে।)

১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১৩


লিখুন সোনালীধারায়।


মন্তব্যের ঘরে লেখা পাঠানোর জন্য ঠিকানা দেওয়া থাকবে। নিয়মিত কেউ নিউজ করতে চাইলেও আমার সাথে থাকতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে ইউজার প্যনেল দেওয়া হবে। আপনি নিজেই নিউজ আপ করতে পারবেন।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২২

নয়া পাঠক বলেছেন: সুন্দর একটি উদ্যোগ ফেনা ভাই। ইচ্ছা রয়েছে লেখার, যদি সময় পাই বা মনে থাকে।

১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩১

ফেনা বলেছেন: আপনাকে স্বাগতম। আপনার অপেক্ষায় থাকলাম।

২| ১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৭

জুন বলেছেন: আপনার প্রোফাইলে যেইভাবে খালি লাশের কথা লিখছেন আমি ভয় পাইলাম। মরতে হবে জানি তাই বইলা সারাক্ষণ লাশ এর চিন্তা :|

১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩৩

ফেনা বলেছেন: হা হা হা.......
চীরন্তন সত্য ভূলে না গিয়ে মনে রাখায় ভাল নয় কি???

কেমন আছেন ভাই?

৩| ১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪১

জুন বলেছেন: আমি ভালো আছি। আপনি? আপনার পোর্টালে লিখতে গেলে কি কি কোয়ালিফকেশন লাগবে?

১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১৪

ফেনা বলেছেন: আমিও ভাল আছি।
এখানে মূলত কোয়ালিফিকেশন বলতে শুধু লিখার বা সাংবাদিকতার জন্য লিখার দক্ষতাই যথেষ্ট।

৪| ১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: টাকা-পয়সা দেন নাকি?

১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১২

ফেনা বলেছেন: হা হা হা.।
না ভাই। নতুন শুরু করছি মাত্র।
ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে। দেখা যাক কি হয়।

৫| ১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪২

শাওন আহমাদ বলেছেন: ভালো উদ্যোগ। শুভ কামনা রইলো।

১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫০

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আশা করি আপনিও আমাদের পাশে থাকবেন।

৬| ১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:১৮

সমূদ্র সফেন বলেছেন: ডিজিটাল মারকেটিং বা সাইবার সিকিরিউটি নিয়ে কি লিখতে পারবো । অথবা স্বাস্থ্য কথা ?

১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৪১

ফেনা বলেছেন: অবশ্যই পারবেন। আপনার লেখার অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৫

আরইউ বলেছেন:



ফেনা,

আপনি আপনার পোস্টে অন্য আরেকটা সাইটের লিংক যুক্ত করে লিখেছেনঃ

"Adsterra ব্র্যান্ড, এজেন্সি এবং মিডিয়া ক্রেতাদের জন্য একটি শক্তিশালী অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক। 20 টিরও বেশি লক্ষ্যবস্তু সেটিংস সহ, আপনি সেরা-মিলিত দর্শকদের কাছে বিজ্ঞাপন সরবরাহ করেন। 35K+ সরাসরি প্রকাশকদের থেকে উচ্চমানের CPM, CPC, এবং CPA ট্র্যাফিক আনলক করুন। ( আমাদের সাথে যুক্ত হতে এখানে ক্লিক করুন)"

আপনার পোস্ট সম্ভবত একটা অনলাইন (যার প্রিন্ট ভার্সনও আছে) নিউজ পোর্টাল নিয়ে। এর সাথে আপনার পোস্টের লিংক কিভাবে প্রাসঙ্গিক ঠিক বুঝে উঠতে পারছিনা। আপনি জানেন কিনা জানিনা, ব্লগে লিংক স্পামিং করলে কতৃপক্ষ ব্যবস্থা নিতে পারেন।

আপনি লিখেছেন "মন্তব্যের ঘরে লেখা পাঠানোর জন্য ঠিকানা দেওয়া থাকবে।"

আপনি মন্তব্যের ঘরে কোন কিছু দেননি! আপনার পোস্ট বুঝতে আমার সমস্যা হচ্ছে।

১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৪

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে প্রথমেই অনেক ধন্যবাদ।
আসলে এইটা একটা এড পাবলিশার। এখান থেকে আপনি চাইলে আপনার সাইট ব্যবহার করে আর্ন করতে পারেন। এইটা ফেইক সাইট না। রিয়েল। যাদের ব্লগ বা পার্সোনাল সাইট বা ইউটিউব চ্যানেল আছে এবং যাদের বিভিন্ন ফ্রি ব্লগ সাইট যেমন ব্লগস্পট সাইট আছে তারাও এদের কোড ইউজ করে মানথলী একটা আর্ন করে নিতে পারেন।

৮| ১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৮

আরইউ বলেছেন:



আরেকটা কথা, আপনি লিংকে যা লিখেছেন তার মানে কী!! "20 টিরও বেশি লক্ষ্যবস্তু সেটিংস সহ, আপনি সেরা-মিলিত দর্শকদের কাছে বিজ্ঞাপন সরবরাহ করেন" বলতে কী বোঝাতে চেয়েছেন? কে বিজ্ঞাপন সরবরাহ করে, কোথায় করে, কোন লক্ষ্যবস্তুতে করে, সেরা-মিলিত দর্শকরা কারা??

১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৬

ফেনা বলেছেন: যারা নিয়মিত আমার সাইটে লেখা দিবেন তাদেরকে ইউজার প্যনেল দেওয়া হবে। তাতে লেখা পাঠাতে হবে না। নিজেই সরাসরি পোষ্ট করে দিতে পারবেন। আর যারা নিউমিত নয় তারা আমার হুয়ার্টস অ্যাপ এ লেখা পাঠাতে পারেন। (ছবি সহ)
হুয়াটস অ্যাপ-+৮৮০১৭১৬২০২০৯২

৯| ১৩ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

এম ডি মুসা বলেছেন: কবিতা পাঠানো যাবে?

১৩ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

ফেনা বলেছেন: জি অবশ্যই। সাহিত্য পাতায়।

১০| ১৩ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

এম ডি মুসা বলেছেন: পত্রিকার লিঙ্ক কোথায়?

১৩ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

ফেনা বলেছেন: https://sonaledhara.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.