নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
জীবনটা পুরাই হাইস্যকর। জীবনটা পুরাই হাইস্যকর। জীবনটা পুরাই হাইস্যকর।
তিনবার হয়েছে উপরের লাইনটা??? হ্যাঁ, ইচ্ছা করেই দিয়েছি। জ্ঞানীরা বুঝে যাবেন কেন দিয়েছি এই পোষ্ট।
অদ্ভুত এই জীবনে মাঝে মাঝে এই রকম হাইস্যকর কিছু ঘটা দরকার।
১৪ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১২
ফেনা বলেছেন: বিষয়টা রূপক।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০১
এম ডি মুসা বলেছেন: এটা কিসের ইঙ্গিত?? আপনি নারী বিদ্বেষী নাকি?? এইসব ঠোঁটে নারী ইউজ করে। কিছু মস্তিষ্কের ক্ষমতা হীন লোক নারীদের নির্যাতন আর বৈষম্য কারণে, সকল পুরুষ এখন নারীদের কাছে একটা খারাপ দৃষ্টিতে থাকে। এই সুযোগে নারীদের অবলা এবং কোটা গোটা দিয়ে এগিয়ে আনার নাম চলছে। নারীদের কখনো ভালো জ্ঞানী পুরুষ, সুস্থ পুরুষ অবহেলা করে না। কটুক্তি করে না।