![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
তাহলে ত বলতেই হয় এইটা কোন দূর্ঘটনা নয়। পরিকল্পিত হত্যাকান্ড।
এখন তারা এই সতর্কতা পোষ্ট করেছে। তাহলে এই বিষয়টা কি খতিয়ে দেখা উচিত নয়। না হলে ত আলহামদুলিল্লাহ। আর হলে ত ভয়ংকর কিছু। তাহলে সতর্কতামূল্ক ব্যবস্থা নেওয়া কি জুরুরি নয় কি???
আশা করব এই সব সরকার অতিসত্ত্বর আমলে নিয়ে ব্যবস্থা নিবে। মাইলস্টোনের এই ছোট ছোট বাচ্চাদের মৃত্যু ঝলসে যাওয়া শরীর আর দেখতে পারছি না। চোখের জলকে আটকাতেও পারিনি। এমনটা আর দেখতে বা শুনতে চাই না।
হে আল্লাহ আমাদের সকল সন্তান আর সমস্ত প্রানীকূলকে হেফাজত করুন।
২২ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৫৩
ফেনা বলেছেন: গালি দিয়ে কি হভে বলেন???
২| ২২ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
মেঠোপথ২৩ বলেছেন: এয়ারফোর্সকে জবাবদিহিতার আওতায় আনতে হবে অবিলম্বে। বাহিনী প্রধানকে গ্রেফতার করা উচিত। অনেক রক্ত ঝড়িয়ে অন্তবর্তী সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে কেবল একটা নির্বাচন আয়োজনের জন্য নয়। ইন্টারিম যদি ভয় পায় বিচার করতে তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক।
২৩ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১২
ফেনা বলেছেন: কথা সঠিক বলেছেন।
ভাল থাকবেন।
৩| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ১২:৪৯
আমি নই বলেছেন: ভাই ঐ গুলো সব ভুয়া। ঐ পোষ্টে দাবী করেছিল ভবনের দুর্বলতার কারনে ভবন ধস হবে। কোন দেশে, কোথায় কোনো কিছুই লেখা নাই, কাকতালীয়ভাবে আমাদের দেশে মর্মান্তিক ঘটনাটি পরদিন ঘটে। ঘটনাও আলাদা, সুতরাং ওদের আমলে নেয়ার কিছু নাই।
২৩ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১৩
ফেনা বলেছেন: কোন তুচ্ছ বিষয়কে অবহেলা করা ঠিক নয়। নজর রাখা উচিত নয় কি?
৪| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: এটা সিরিয়াস কিছু ছিলো না।
হ্যাকার ম্যাকার এই ঘটনার সাথে কোনো ভূমিকা নেই।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪৬
কিরকুট বলেছেন: সব শালা ধোকাবাজ শয়তান।