![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ক্রিকেট টিম এখন এশিয়া তথা বিশ্বের একটা অসম্ভব উদীয়মান টিম। বলতে গেলে এশিয়ার অন্যতম পরাশক্তি।
বাংলাদেশের উল্ল্যেখযোগ্য সফলতায় উদ্বিঘ্ন আমাদের প্রতিবেশী দেশগুলো। বিশেষ করে ভারতের পুরো টিম আর পাকিস্তানের রমিজ রাজার মতো কয়েকজন। পান থেকে চুন খুললেই শুরু হয়ে যায় অপপ্রচার। যেমনঃ ভারতের সাথে এশিয়া কাপ-২০১৬ এর ফাইনালে তাসকিন ড্রাইভ করে একটা চার বাচিয়ে দেয়, এতে শরীরের ধাক্কায় সীমানাটা একটু সরে যায়। যার জন্য রমিজ রাজা এটাকে ইচ্ছাকৃত বলে আখ্যায়িত করে কিন্তু অন্য একজন কমেন্টেটর তার কথার বিরোধিতা করে।
আর ভারতের কথা আর কি বলবো? সব সময় আমাদের পিছনে লেগেই থাকে। শক্তিতে আমরা ভারত টিম থেকে এখনো পিছিয়ে আছি এই কথা যেমন সত্য তেমনি ষড়যন্ত্রে ভারতের উপর কেউ নেই সেটা বলার অপেক্ষা থাকে না। দীর্ঘ একবছর বা তারও বেশি সময় খেলল বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। কোন দিন তাঁর বলকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারল না, আর আজ ভারতের মাটিতে T20 World Cup-2016 খেলতে গেলে ঠিক তখনই বলকে চাকার বলে আখ্যা দেয়া হল। বোলিং টেস্ট করার নামে তাকে মাঠ থেকে বিচ্ছিন্ন রাখার পায়তারা মাত্র। তাসকিনের বল যদি চাকার হয় তাইলে ভারতের বুম্রাহ এর বল কি? (ছবিতে) আবার ভারত খুব ভালভাবেই জানে যে, বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশের আধিবাসী। কেন সেই বাংলাদেশকে ঐ হিমাচল প্রদেশে খেলতে দেয়া হলো? আর আগের ইতিহাস না হয় নাই বললাম, সবাই জানে।
ICC সে তো একটা পুতুলের নাম। সবকিছু অন্যের নির্দেষে করে, বিশেষ করে ভারতের। আর সেই জন্য ICC-Indian Cricket Council বলা হয়ে থাকে।
©somewhere in net ltd.