নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আলাউল হক সৌরভ

যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!!

মোঃ আলাউল হক সৌরভ

একজন সৌরভ , তেমন কেউ না , অতি সাধারণদের মাঝে শুধুই একজন অসাধারণ ..। আমাকে মেইল করতে পারেন '[email protected]' এ । ফেসবুকে যোগাযোগ করতে পারেন 'http://www.facebook.com/alauls' সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ব্লগে প্রকাশিত সকল লেখার কপিরাইট লেখকের । কোন লেখা বা মন্তব্য সম্পূর্ণ , আংশিক , বা কোন লাইন কোনরুপ বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না । লেখা অন্য কোথাও প্রকাশ করার আগে লেখকের অনুমতি নিতে হবে এবং লেখকের নাম এবং ব্লগ লিঙ্ক উল্লেখ্য করতে হবে । আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ । সাথেই থাকুন

মোঃ আলাউল হক সৌরভ › বিস্তারিত পোস্টঃ

।। বেগম খালেদা জিয়ার প্রতি আবেদন পত্র ।।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

বরাবর ,

বেগম খালেদা জিয়া

চেয়ারপারসন

বিএনপি

বিষয়ঃ হরতাল বিষয়ক টুকিটাকি আলাপ এবং এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে .....



ম্যাডাম ,

অধীনের বিনীত নিবেদন এই যে , আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাকে আপনারা সাধারণত পাঁচ বছর গোণায় ধরেন না । আগামী ২৭ ও ২৮ মার্চ আপনি সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছেন । সেই পুরানা তত্ত্বাবধায়ক সরকার আনা এবং সরকার পতনের দাবীতে । ম্যাডাম , ভাউতাবাজি একটু কম করলে খুশী হই । যে সরকার আছেই আর সাত মাস তার জন্য এখন এই আন্দোলনের কি মাজেজা ? হরতাল ছাড়া আপনাদের আর কোন বিকল্প নাই বলেছেন , কিন্তু কোন দিন কি বিকল্প পথ বের করতে নিজের খোমা খাটিয়েছেন ? সিনেমার নায়িকাদের মত আরেকজনের লিখা স্ক্রিপ্ট পড়ে পড়ে আপনি দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন , এটা কি বুঝেন না ?

আপনার ভাঁড়প্রাপ্ত মহাসচিব বলেছেন যে এপ্রিল এবং মে মাসে আপনাদের আন্দোলন আরও বেগবান করবেন । আমরা যদি আমাদের 'বেগ' ছাড়ি তাহলে কিন্তু আপনারা ভেসে যাবেন । এপ্রিল এবং মে মাস জুড়ে এইচএসসি পরীক্ষা । দশ লাখ পরীক্ষার্থী অংশ নেবে এই পরীক্ষায় । কিন্তু আপনারা এই সময়টাতে 'বেগবান' করতে চান নিজেদের আন্দোলন । এই দশলাখ জীবন নিয়ে খেলার অধিকার কে দিছে আপনাকে ? এই দশ লাখ মানুষ যদি নয়াপল্টন আর গুলশানে গিয়ে 'বেগ' ছাড়ে , তাইলে লাহোরে পৌছাইতে যে বেশীক্ষন লাগবে না জানেন ? আপনার প্রতি অনুরোধ , আল্লাহর ওয়াস্তে , শিক্ষিত জিয়া'র ওয়াস্তে , আপনার সকল নেতাকর্মীর এইচএসসি পরীক্ষার্থী ছেলে মেয়ে ভাই বোন এর ওয়াস্তে এপ্রিল - মে মাসে অফ যান । সরকার পতনের ভাউতাবাজী রাখেন । চার বছরে কিছু করতে পারেন নাই , সাত মাসে আমার হিন্দি চুল ও ফালাতে পারবেন না । দেশের অনেক ক্ষতি করেছেন , অনেক । দুইটা মাস অফ থাকেন , দশ লাখ জীবন নিয়ে খেইলেন না ।



অতএব , আপনার প্রতি বিনীত অনুরোধ , উপরের বিষয় গুলো বিবেচনা করে দুই মাস বেগ ছাড়া বন্ধ থাকেন । আর বেশি চুলকানি হলে বাপের বাড়ি যান । শুনলাম ওইখানে নাকি ইতিহাসে প্রথমবার সরকার পূর্ণ মেয়াদ শেষ করছে , নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ও গঠন করা হইছে । আপনার মানসিক ও শারীরিক সুস্থতা কামনায় ,



আলাউল হক সৌরভ

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: দরখাস্ত সুন্দর হয়েছেছ্রেইবার হাসিনা আপা বরাবর একটা লিখেন....নির্দলীয় সরকার প্রসঙ্গে..তিনি যেহেতু ইয়াজউদ্দিন সরকারও মানেন নাই.....আর কিছু বলার দরকার আছে?হ্যাপি ব্লগিং

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: হাসিনা আপার উদ্দেশ্যে লিখছিলাম তো জামাতিদের নিষিদ্ধ করার লাগি ।

ফেসবুকে আছে

হ্যাপি ব্লগিং।

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬

আলতামাশ বলেছেন: সরকারের কাছে আবেদন করেন না কেন?
সহিংস রাজনীতির এই খেলা শুরু করেছে কারা?
একটি বৈধ রাজনৈতিক দলের কার্যালয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করেছে কারা? সেই সব নেতা-কর্মীদের পায়ে ডান্ডা বেড়ি পড়িয়ে রিমান্ডে নিয়েছে কারা?
কিছু মনে করবেন না, দেশের মানুষ অন্ধ হয়ে যায়নি। তারা নিজের চোখেই সব দেখছে।
বারুদে আগুন দিবেন, বারুদ জ্বলবে না। ভালোই বিবেক-বুদ্ধি আপনাদের?
ধিক! ধিক! ধিক এইরূপ মন-মানসিকতাকে!

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আজব , কিছু মনে করুম ক্যান , দেশের মানুষ তো আসলেই অন্ধ হইয়া যায় যায় , আমিও হই নাই । হইলে কি আর লিখতে পারতাম ।


আসলেই ধিক এইরুপ মন মানসিকতাকে । জ্বালাও পোড়াও , ধ্বংস করো রাজনীতির মানসিকতা যাদের ।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দরখাস্ত এর তারিখ দেন নাই তো! গ্র্যান্টেড হইত না। :P :(( :((

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: কত্ত বছর পর দরখাস্ত লিকছি , /:) রুলস মন নাই । :( আশা করি ম্যাডাম কিছু মনে করবেন না , উনার ও হয়তো মনে নাই :P :P :P

৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১

বুনো বলেছেন: বাচ্চারা নির্বিঘ্নে পরীক্ষা দেক, সেটাই কাম্য। কিন্তু দেইখেন আবার, যেভাবে খালেদা জিয়াকে গ্রেপ্তারের জন্য চিল্লাচিল্লি করছে, সেটাই না আবার করে বসে।
আর গুলশান, পল্টনে যদি বেগ ছাড়তে যেতে যান, নিশ্চিন্তে যেতে পারেন। পুলিশ প্রটেকশন তো পাবেনই, আপুদের কথা ভেবে শাহবাগের টয়লেটগুলোও ট্রান্সফার করা হবে।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: খালেদা জিয়া'কে গ্রেফতার করাটা উচিত হবে না । তিন বারের প্রধানমন্ত্রী , এখন বিরোধী দলীয় নেত্রী ।
উনাকে গ্রেফতার করলে আওয়ামীলীগ প্রকারান্তে দেশটাকে অরাজক দিকে ঠেলে দেবে । এখন সেনাশাসন নাই ওয়ান ইলিভিনের মত যে সবাই ঝিম মেরে থাকবে । বিএনপি একের পর এক হরতাল দিয়ে অতিস্ট বানিয়ে ফেলবে


অটঃ বি এন পি সমর্থকদের পোস্টে দেখে ভাল্লাগছে ।

৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯

নষ্ট শয়তান বলেছেন: জনাব সৌরভ

আসসালামুয়ালাইকুম।

আপনি ইন্টার দেবেন। খুব ভাল কথা। হরতালের কথা চিন্তা কইরা আপ্নের মাতা থারাপ তাও বুজলাম, কিন্তু আপনি যে ভাষায় খালেদা জিয়াকে বক্তব্য দিলেন একবারো কি চিন্তা করছেন এটা আপ্নের রুচির কতখানি দৈন্যতা।

সাত মাসে আমার হিন্দি চুল ও ফালাতে পারবেন না । দেশের অনেক ক্ষতি করেছেন , অনেক । দুইটা মাস অফ থাকেন , দশ লাখ জীবন নিয়ে খেইলেন না ।

আর শেখ হাসিনা পুরা দেশডারে উদ্ধার কইরা ফালাইল। কৈছিল আপনার এই দেশ নিয়া চিন্তা যখন ১৭০ ডা নিরিহ মানুষ মারা যায়?

কৈ ছিল আপ্নাএর এই অ্যাপ্লিকেশ্ন যখন তত্ত্বাবধায়ক বাতিল হইয়া যায়?

কৈ ছিল আপ্নের এই জালাময়ী ভাষন যখন শেয়ার বাজারে ৩২ লাক মানুষ ধ্বংস হইয়া গেল?

লিষত আর বাড়ামু না। হরতাল আম্রাও চাই না। কিন্তু দেয়ালে পিত ঠেইক্কা গেলে কি হবে?

আর আমি যেহেতু সিল মারা পার্টি র মানুষ হরতাল নিয়া একখান চুড তথ্য দি
**১৯৯১-১৯৯৬: আওয়ামী লীগ হরতাল দেয় ১৭৩ দিন। ।

**১৯৯৬-২০০১: বিএনপি হরতাল দেয় ৫৯ দিন। ।

**২০০১-২০০৭: আওয়ামী লীগ হরতাল দেয় ১৩০ দিন। ।

**২০০৯-২০১৩: বিএনপি হরতাল দেয় ২৮ টার মতো। ।

আবারো কই হরতাল আমিও চাই না। কিন্তু এই অসভ্যর লগে কিবাভে ভদ্র ভাষায় খেলে আপ্নিই কন।

আর যে ভাষা ব্যাবহার করছেন এই ছেলের সাথে আপনার পার্থক্য কি



ভাল ভাবে পরীক্ষা দিন

দশ লাক পরীক্ষার্থী কিন্তু আপ্নের কথায় সব নাম্বে না।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: হিন্দি চুল আসলেই অনেক খারাপ শব্দ । ছিঃ ছিঃ ছিঃ । কি বাজে ভাষা ব্যবহার করলাম রে । ছিঃ লজ্জা ।


হ । পরিসংখ্যান দেখাইতেসেন । আম্লিগ এতো দিন হরতাল করসে, এখন আপনারা এর চেয়ে কম করবেন কেন ? আপনারা আগের রেকর্ড ভাংবেন , তাই তো ?


প্রশ্ন গুলোর জবাব দেই
১) আমার ফেসবুকে হয়তো আপনি নাই, থাকলে দেখেত পাইতেন চিন্তা করি কি না । আর ১৭০ জনের অনেকেই নিরীহ ছিল না । ছিল জামাত শিবিরের কর্মী যারা কিনা ভাঙচুর করে , গাড়ি পোড়ায় , পুলিশের মাথায় শাবল ঢুকিয়ে চাড় মারে , বদ্ধ ঘরে আগুণ লাগিয়ে দেয়

২) তত্ত্বাবধায়ক বাতিল হবার পর এটা থাকার প্রয়োজনীয়তা এবং কেন বাতিল হল এই সম্পর্কে আমার ধারণা ফেসবুকে লিখেছি । তখন ব্লগে এক্টিভ ছিলাম না

৩)শেয়ার বাজার বিষয়ে লীগরে কম ধুই নাই । আপনি কই ছিলেন তখন সেটা কন দেহি ।


দশ লাখ নামবে না , এক লাখ নামলেই বিম্পির ভিত নড়ে যাবে ।

৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

তথই বলেছেন: ভাদাদের দেশ প্রেম ..... হে হে হে

৭| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ফারিয়া বলেছেন: এরা বুঝলে কবেই সরকারকে ক্ষান্ত দিতো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.