| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলিউর রহমান খান
আসসালামু আলাইকুম। আমি অলিউর রহমান খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। আমি গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি খুবই পছন্দ করি যে কারণে ব্লগিংয়ে যোগদান করা। সবাইকে আমার ব্লগে স্বাগতম। ফেইসবুক: Aliur Rahman Khan

আবরার
অলিউর
আমি চলেছি মা...
আমার চিরচেনা জান্নাতের পথে,
বল তো মা, কেউ কি কভু করতে পারে
এমন বর্বর আচরণ কুকুরের সাথে?
তোমার ছেলে হারেনি মা,
করেনি মাথা নত বর্বর হিংস্র পশুদের কাছে।
আমি তো পশু নই মা,
ভালোবেসেছি পথের ধারে
ধুলাবালিয় সিক্ত হয়ে ঝরে পড়া ছোট ছোট ফুল।
ফুলগুলো বুকে জড়িয়েছি,
আপন করেছি শত মমতায়।
আমি তো মা শুধু ভালোবেসেছি, করিনি কোন ভুল!
তুমি তো জানতে মাগো,
আমি করিনি কভু হিংস্র হায়েনার ভয়;
দেখো! দেখো মা, তোমার আবরার
ঘরে ঘরে জন্মাবে, করতে বিশ্ব জয়!!
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৮
অলিউর রহমান খান বলেছেন: ধন্যবাদ জনাব।
২|
০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৭
করুণাধারা বলেছেন: কবিতা ভালো লেগেছে; কিন্তু এছাড়া আর কিছু বলার মতো অবস্থায় নেই।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০০
অলিউর রহমান খান বলেছেন: আসলে সত্যিই খুব ভেঙ্গে পড়েছিলাম। আপনাকে ধন্যবাদ।
৩|
০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: মনের আবেগ প্রকাশ করলেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯
অলিউর রহমান খান বলেছেন: জ্বী ভাই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: অনুভূতির প্রকাশ ভালো লেগেছে।