![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুরের দিকে একটু চা খেতে বের হয়েছিলাম। নয়ন ভাইয়ের দোকানের সেই বিখ্যাত ৫ টাকার চা।
চা খেয়ে বের হয়ে আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছিলাম। এমন সময় কানের মধ্যে মেয়েলী কন্ঠের একটা শব্দ ভেসে আসল, "রিকশাওয়ালা ভাই, এইখানে থামেন।"
না! আমাকে বলেনি। রিকশাওয়ালা কে বলেছে। ভাই বলেছে। তবে ভাইয়ের আগে রিকশাওয়ালা! খুব অস্বাভাবিক লাগল আমার
কাছে!
পুলিশ কে আমরা কখনও বলিনা পুলিশওয়ালা ভাই! শিক্ষক কে কখনও বলিনা শিক্ষকওয়ালা ভাই! উকিল কে কখনও বলিনা
উকিলওয়ালা ভাই! ব্যাংকার কে কখনও বলিনা ব্যাংকওয়ালা ভাই!
তবে এদের ক্ষেত্রে কেন? রিকশাওয়ালা টা বাদ দিয়ে শুধু ভাই ডাকলে কী বড্ড বেশি বেমানান লাগে!!! কেন এই তফাৎ? কে
দেবে এই প্রশ্নের জবাব? কেউ দেবেনা। এমনকি আমিও দিতে পারব না।
যারা এই দলে আছেন তারা দয়া করে বদলে যান। রিকশাওয়ালা ভাই না ডেকে এদেরকে মন খুলে উঁচু গলায় চাচা বা ভাইয়া বলে
ডাক দিন। দেখবেন আপনার মুখ নিঃসৃত ওই ছোট্ট একটা ডাকে ওনাদের চোখ দুটো ছলছল করবে। কেউ কেউ আবার নোংরা
গামছাটাতে চোখের জল মুছবে।
ভালভাবে সম্মান নিয়ে বেঁচে থাকুক পৃথিবীর সকল পেশাজীবী
মানুষ।
ভালবাসা সবার জন্য।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৭
রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিক বলেছেন। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮
অ্যালেন সাইফুল বলেছেন: ভালবাসা নিরন্তর। আমার ব্লগে স্বাগতম ভাবনা ২।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৯
অ্যালেন সাইফুল বলেছেন: রায়হানুল এফ রাজ ভাই, এইসব ব্যাপারগুলো আসলেই কষ্টদায়ক।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৫
কালনী নদী বলেছেন: ভাইয়া আপনি কমেন্টের ভিতরে প্রতিউত্তর করলে মন্তব্যকারি সহজে অবগত হতেন।
আজকে আমিও বৃষ্টির মধ্যে একজন চালক ভাইকে নিয়ে আসার সময় এমনটি চিন্তা করেছি। সে লিথিনের কাপড় দিয়ে আমাকে বৃষ্ঠি থেকে রক্ষা করলেও সে নির্দিদ্বায় ভিজতে থাকে। তাকে ঘড়ে নিয়ে টাউয়েল দিযে শরীলটা মোছাতে ইচ্ছে কররেও তা সম্ভব হয় নি। আমি বলেছিলাম কিন্ত তিনি রাজি হন নি বাসা কাছে চলে যাবেন বলে। এখানে আরেকজন ভদ্র লোক হলে তিনি কিন্তু ঠিকই সমাদর পেতেন।
এসব ছোট চোট বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত ভাই্। আগামীকার থেকে আমিও উনাদের ভাই বলে ডাকার চেষ্ঠা করব ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
সঠিক ভাবনার লোকের সংখ্যা বাড়ছে
৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৭
অ্যালেন সাইফুল বলেছেন: ভালবাসা সবার জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯
ভাবনা ২ বলেছেন: গল্পটি ভাল লেগেছে ।