![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনার জগতে বিচরণকারী বাস্তবতার মূর্ত প্রতীক
আমরা চোখে অনেক কিছু দেখি। কানে অনেক কিছু শুনি। খুব ইচ্ছা হয় সেই অনুভুতি গুলোকে শব্দে প্রকাশ করতে। এখনো অত ভাল লেখক হয়ে উঠতে পারি নি। হেঁটে যাওয়া রাস্তায় গালিচার মত ছড়ানো কৃষ্ণচূড়ার পাপড়ির রাস্তার রঙ তুলে ধরা সম্ভব মনে হয় না, কিংবা ঝিরিঝিরি বাতাসে উড়তে থাকা ছোট ছোট পাতা গুলো কনফেট্টির মত উড়তে থাকে – সেটাও তুলে ধরতে পারব না।
সকালের রোদে চোখ ধাঁধানো দিন যখন নিমেশে অন্ধকার হয়ে যায়, টিপ টিপ টিপ করে শুরু হয় অঝর শ্রাবণ, জানালার কাঁচে ফোঁটা ফোঁটা মুক্তো, ওপাশের ঘোলাটে নগরী, কানে পিয়ানো – এসব অসাধারণ মুহুর্তগুলো খুব আপন হয়, আবার খুব একলা ও হয়। কাওকে বলে ঠিক বুঝানো যায় না। লিখে প্রকাশ করা যায় না।
এরকম কিছু কিছু ভাল লাগা আছে, আপন ও একলা। কাঁধে কাঁধ লাগিয়ে বসে থাকা মানুষটার বুকের ভেতর ঝাপিয়ে পড়ার ইচ্ছা, কিংবা কারো চোখের নেশায় পড়ে যাওয়া… এসব আসলে কাওকে ঠিক বোঝানো যায় না। এটা যেমন প্রেম ভালবাসার মাঝে পড়ে না, আবার এটা কামনার মাঝেও পড়ে না। কে জানে পুরোটাই হয়তো কিছু বেরসিক হরমোনের খেল, কে জানে। আরো কিছু ভাল লাগা আছে, ওগুলা বোঝানো সম্ভব, কিন্তু ওগুলা বলা সম্ভব না। মানুষ কে মুগ্ধ করা যেমন। আমরা অন্যকে মুগ্ধ করে আনন্দ পাই। অন্যদের কথা বাদ ই দিই, আমি পাই। মুগ্ধ করার গুণ নেই আমার, তাই কিছু প্রিটেনশাস ওয়ে তে মানুষ কে মুগ্ধ করার ভাব নিই। ভাল লাগে, এটাও আমার একান্ত ভাল লাগা।
বৃষ্টি ভাল লাগা, সাগর ভাল লাগা – এসব খুব বেশি আমজনতার ভাল লাগা। সবাই মিলেই বলতে পারে হ্যাঁ, এটা আমার ভাল লাগা। কিছু অল্প জিনিস একান্ত হয়। সবাই একান্ত ভাল লাগা গুলো খুঁজে নিতে পারে না। হয়তো খুঁজে নিতে পারলে আমাদের ‘ভাল লাগে না’ রোগ টা আরেকটু সেরে যেত।
আর এত সব ভাল লাগা – ভাল আছি দেখে নিজেই ভয় পেতে আরম্ভ করি। যা চাচ্ছি, সব পাচ্ছি – বাস্তব কি এত সহজ হয়? না তো। অবশ্যই there’s a catch. বিনামূল্যে বিধাতা এত ভাল লাগা – ভাল আছি দিবেনই বা কেন? ভয় পাই আমি। ভয় পাই আমরা। এখনি সব নাই হয়ে যাবে না তো? একটা ধাক্কা দিয়ে বলবে না তো, এ সব মরিচীকা? কমন ইনসিকিউরিটি, পেয়ে হারাবার ভয়।
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?।
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে ॥
চিরন্তন, শাশ্বত ভয়।
১৬ ই জুন, ২০১৫ রাত ২:১৭
জ্যোতিষ্কের আলোকরেখা বলেছেন: ধন্যবাদ।
গানটার দর্শন চিরকালীন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৫ রাত ১২:২২
আরণ্যক রাখাল বলেছেন: আপনি বেশ লিখেন| চালিয়ে যান| রবি ঠাকুরের এই গানটা প্রায়ই শুনি|...... হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে...