নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলোকানন্দার ডায়েরি

অলোকানন্দার ডায়েরি › বিস্তারিত পোস্টঃ

আমার প্রেম!!

২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৭



আমি মোবাইল নিয়ে থাকি বা ফেসবুকে একটু লেখালেখি করি এটা আমার ঘরের কেউ কেউ পছন্দ করেন না।কেমনে বুঝলাম?
গতকাল সকালে আমার রান্না ঘরটাতে ঢুকে চমকে উঠলাম!একি! এটা কি আমার রান্নাঘর?নাকি কোন শাকের দোকান?
তিনি ডাইনিং এ বসে জোরে জোরে কোরান শরীফ পড়ছেন।
ধীর পায়ে শাকের দিকে এগিয়ে গেলাম।
পালংশাক-চার আঁটি!
লালশাক-চার আঁটি!
সরিষার শাক-চার আঁটি!সকাল বেলা হাঁটতে গিয়ে আজ শাকওয়ালার বোঝা কমিয়ে আমার পৌনে বারটা বাজানোর ব্যবস্থা করে এসেছেন।
আপন মনে বিড়বিড় করে নিজের কপাল চাপড়ালাম।উনাকে চাপড়ে কোন লাব হবে না।বলবেন,
ভালো না লাগে ফেলে দাও।এতো কথা কিসের?
ভালো মন্দের ব্যাপার নয়,এখন শাকের দাম যেমন কম তেমন টাটকা।তাই বলে একসাথে এতো??
না কেটে ফ্রিজে রাখা ও অসম্ভব। মানতে মানতে এখন আর ক্লান্ত হই না।
সবাইকে নাস্তা খাইয়ে ঘর দোর গুছিয়ে কখনো দাঁড়িয়ে কখনো বসে শাক কাটার যজ্ঞে নেমে গেলাম।
আমার পাশের গ্যারেজের দারোয়ান মাঝে মাঝে চমৎকার সব বাংলা ছায়া ছবির গান নিজেও শুনেন আবার আশেপাশের দিদি মনিদেরও শোনান।বিরক্ত হই।কিন্তু আজ বিরক্ত হলাম না।কারণ শাক কাটতে কাটতে কান্দন আসছিল।তখনই কানে বাজলো -

তুমি আর একবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই।
না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে
না পারিলাম পিরিতের ঐ সোনার পাখি ধরতে...
এ লাইনটা যখন শুনলাম মনে হলো এ গানটা আজকের দিনে বুঝি আমার জন্যই রচিত হলো নতুন করে।
আমার কাছে আজ এটা পৃথিবীর শ্রেষ্ঠ গান মনে হলো।মনে হলো,শাক কাটা ফেলে দৌড়ে গিয়ে ওই দারোয়ানকে গিয়ে একটা ধন্যবাদ দিয়ে নিজ হাতে এক কাপ চা করে খাওয়াই।
পারলাম না।লোকে বলবে অতি বাড়াবাড়ি কিছিমের দরদ।সবাই প্রেম দেখলো। প্রেমের জ্বালা টুকু আমাকেই সইতে হলো।
মন কেঁদে কেঁদে বলে উঠলো,এই গানটা কেন আমার তরে হলো না।

সুয়া চান পাখি আমি ডাকিতেছি
তুমি ঘুমাইছো নাকি...
তবে আমার আত্নার শান্তি কিছুটা হলেও হতো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.