ভারসাম্য বলেছেন: অন দ্যা গো। বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে OTG সুবিধা থাকা বলতে মূলতঃ USB OTG বোঝায়, যেখানে ডিভাইসটি ইউএসবি হোস্ট হিসেবে কাজ করতে পারে। ধরুন, একটি ফোন যদি একটি ইউএসবি পেন ড্রাইভের হোস্ট হিসেবে কাজ করতে সক্ষম হয়, তখন সেই ফোনে/ফোন থেকে যে কোন ইউএসবি পেনড্রাইভে/পেনড্রাইভ থেকে ড্যাটা আদান প্রদান করা যাবে। একইভাবে পেনড্রাইভের মত যেকোন ইউএসবি পেরিফেরাল ডিভাইস, ইউএসবি কীবোর্ড/মাউস/স্পীকার ইত্যাদিও একইভাবে কাজ করতে পারে OTG সাপোর্টেড ডিভাইসে।
১|
০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫০
ভারসাম্য বলেছেন: অন দ্যা গো। বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে OTG সুবিধা থাকা বলতে মূলতঃ USB OTG বোঝায়, যেখানে ডিভাইসটি ইউএসবি হোস্ট হিসেবে কাজ করতে পারে। ধরুন, একটি ফোন যদি একটি ইউএসবি পেন ড্রাইভের হোস্ট হিসেবে কাজ করতে সক্ষম হয়, তখন সেই ফোনে/ফোন থেকে যে কোন ইউএসবি পেনড্রাইভে/পেনড্রাইভ থেকে ড্যাটা আদান প্রদান করা যাবে। একইভাবে পেনড্রাইভের মত যেকোন ইউএসবি পেরিফেরাল ডিভাইস, ইউএসবি কীবোর্ড/মাউস/স্পীকার ইত্যাদিও একইভাবে কাজ করতে পারে OTG সাপোর্টেড ডিভাইসে।