![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতঘুমের প্রহর কড়া নাড়ে আকাশ দেখার জানালায়..
চোখ ভেজানো আড়াল দুঃখে বাতাস ছুঁই ঘুম না আসার বাহানায়!
চৈতী রাতের অন্ধকারভাঙা সোডিয়াম বাতির রঙে..
রংচটা লাগে নতুন পাতাভরা গাছ অদ্ভুত এক ঢঙে!
রাতের রাজপথেও এক চামচ সুখের স্বপ্ন ছলকায় রিকশাওয়ালার গুনগুন গানের সুরে..
বাড়ি ফেরার এই রাতপ্রহরে।
আরও আছে,একলা যুবকের দৃষ্টি চাঁদের আলোয় ডুবে গিয়ে জলন্ত সিগারেট হাত থেকে পরে যাওয়ার সুখ..
রাতপোশাকে ঘুমন্ত কিশোরীর চুলে খোলা হাওয়ার হালকা বিচরনের দৃশ্যে জমাট সুখ..
ভালোবাসার মানুষের দেয়া কষ্ট ভুলে একাকী মায়ের ঘুমপাড়ানি গানে
নিজ সন্তানকে ঘুম পাড়ানোর সুখ..
এইইবা কম কি পৃথিবী নামক গ্রহে সুখের উদাহরণ হিসেবে?
তাই,চালুনি দিয়ে সুখ ছেঁকে মনের জলপাই সবুজ কৌটোয় রাখব এই রাতপ্রহরের ক্ষনে...
চেতনার কোনো এক আকাশচূড়ায় ফুটন্ত ভালোবাসার পালা - পার্বণে!
**শুভ রাত্রি সবাইকে।
©somewhere in net ltd.