নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন

ভবঘুরে

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন › বিস্তারিত পোস্টঃ

বিবেচনা

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

কাউকে বাইরে থেকে দেখে
বিচার করা পৃথিবীরর অন্যতম বড়
বোকামি।
.
.
একটা মানুষ সারাক্ষণ
হাসে, ফেইসবুকে ইয়া বড় বড়
স্ট্যাটাস দেয়, এখানে সেখানে ছুটে
বেড়ায়, তার মানে এই নয় সে
খুব সুখি কিংবা তার মধ্যে কোন
সিরিয়াসনেস নেই।
.
.
তুমি শুধু তার
বাহিরের রূপ দেখতে পাবে,
কখনোই ভেতরের রূপ দেখতে পাবে
না।
তুমি শুধু তাকে হাসতে দেখেছ, দেখ নি
রাতের আঁধারে মুখ
লুকিয়ে কাঁদতে!
তুমি দেখেছ সে ছুটে বেড়াচ্ছে, দেখ নি
তার থমকে যাওয়া!
তাকে পাখির মত উড়তে দেখ কিন্তু দেখ নি
হঠাৎ ঝড়ে তার ডানা ভেঙ্গে মাটিতে
থুবড়ে পড়ার দৃশ্য!
তুমি দেখেছ তার অনর্গল কথা বলা, কিন্তু
দেখ
নি দিনের শেষে তার নিরবতা!
সবাই জানে সে ফাঁকিবাজ,
লেখাপড়া কম করে অথচ কেউ
জানবে না তারও একটা স্বপ্ন ছিল,সেই
স্বপ্ন পূরণেও সে সচেষ্ট
ছিল, ছিল শেষ মুহূর্ত এ এসে
আপ্রাণ চেষ্টা!
সবাই জানে সে ঘুম পাগল, অথচ কেউ জানবে
না
কতরাত সে না ঘুমিয়ে কাটিয়েছে!
কেউ জানবে না কোন এক আঘাতে মানুষ টি
থমকে গেছে,হারিয়ে
গেছে সব!!!
যেটা তুমি দেখ নি সেটা সম্পর্কে
তুমি অজ্ঞ, অথচ এই অজ্ঞতার উপর
ভর করেই তুমি একজনকে বিচার
করছ, বলছ সে এমন তেমন! এর থেকে বড়
বোকামি আর কিছু আছে কি??
.
.
পৃথিবীরর সব গল্প বলা যায়
না,বললেও সবাইকে না!
পৃথিবীর অনেক গল্পই আমাদের অজানা,
এমনকি আমাদের আশেপাশে
থাকা মানুষগুলোর কয়টা গল্পই বা আমরা
জানি??
আমরা বেশিরভাগ কেবল জীবনের বাহ্যিক
রূপ দেখতে পাই,ভেতরের রূপ কয়জন
দেখি বা দেখার চেষ্টা করি??
এই ভেতরের রূপ না দেখেই, গল্পের
পিছনের গল্প গুলো আমরা না জেনেই বা
জানার চেষ্টা না করেই বিচার করে ফেলি!
আর এই বিচার করাটা যখন কাছের
মানুষের কাছ থেকে আসে তখন
ভাঙ্গা মন আরো ভেঙ্গে যায়, অথচ
এই সময়ে তার দরকার ছিল একটু খানি
উৎসাহ, পাশে থাকার মত,
ভাঙ্গা মনকে জোড়া লাগানোর
প্রিয় মানুষের মনটা! ''' কালেকটেড'''

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো কথা!

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক দাদা

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

শিশির আহমেদ শিশির বলেছেন: এটাই বাস্তব জীবন। জীবনে বাচতে হলে এর ব্যতিক্রম নাই।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

শিশির আহমেদ শিশির বলেছেন: চমৎকার লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.