নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যের কাঁধে বন্দুক রেখে কাজ সারা একটি চরম নেশা। মাঝে মাঝে তা মাদকের পর্যায়ে পরে। এটা দিন দিন মানুষকে পরজীবি করে তুলে। হয়তো পরিজীবি হয়ে থাকাও একটা নেশা। এসব মানুষেরা সব জেনেও পরগাছা হয়ে থাকা থেকে বিরত হয়না। তারা দিন দিন ব্যাক্তিত্বহীনতার অতলে চলে যায়। একান্ত নিজের গুরুত্বপূর্ণ কোন কাজেও তারা পরনির্ভর হয়ে থাকে। কোকিল যেমন নিজের বংশবৃদ্ধির মতো কাজটা ও কাকের বাসায় সারে।
এটার পিছনে কোকিলের নিজের বাসা বানানোর অপারগতার চেয়ে অনিচ্ছার অবদানই বেশি। হয়তো কাকের বাসায় ডিম পাড়াও কোকিলের নেশা। :p
©somewhere in net ltd.