নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিনু তার রুমে বসে বই পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে। সানশেডে পরা বৃষ্টির টপ টপ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। পরিবেশটা নিনুকে আনমনা করে ফেললো। হঠাত সে একটা শব্দ শুনতে পেলো নিচের ফ্লোর থেকে। সে ভাবলো তার আম্মু ডেকেছে। সে নিচে গিয়ে কাওকে না পেয়ে কিচেনে গেলো। সেখানেও কেউ নেই। তার কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে সে আতকে উঠলো। পিছন ফিরতে সাহস হচ্ছিলনা। তবু ফিরে দেখে তার মা বড় বড় চোখ করে ভয়ানক একটা ভংগিতে দাঁড়িয়ে আছেন। নিনু তার মাকে জিজ্ঞাসা করলো “মা তুমি ডাকছিলে?” তার মা বললো “আমি ডাকিনি। বরং আমিও এই ডাক শুনেই এখানে এসেছি”
©somewhere in net ltd.