নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারটি অভ্যাস ছাড়া উচিত।
১. অতিরিক্ত অনর্থক কথা বলা। যে কথার দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণ নেই এসব কথা বাদ দেয়া।
২. অতিরিক্ত খাওয়া।
৩. অতিরিক্ত আড্ডা।
৪. অতিরিক্ত ঘুম।
২| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
আহা রুবন বলেছেন: কেবল চারটি কেন, অতিরিক্ত কোনও কিছুই ভাল না। সমস্যাটা হল এটা মাপার কোনও যন্ত্র নেই। ধূমপায়ী বলবে আমি অতিরিক্ত বিড়ি টানি না, মাত্রার মধ্যেই আছি তো।
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮
আমি মিহু বলেছেন: ধুমপান তো একটূ ও করা যাবেনা। এখানে যে লিস্ট টা দেয়া হয়েছে এগুলো আমাদের জন্যে জরুরি পাশাপাশি এগুলো অতিরিক্ত করলে আমাদের ধ্বংস ডেকে আনে।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১০
ধ্রুবক আলো বলেছেন: খুব দ্রুত এসকল অভ্যাস ত্যাগ করা উচিত.,, ধন্যবাদ