নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চিনতে বাকি আছে আগে চিনে নেই। পরে একদিন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব।

Anamul420

Anamul420 › বিস্তারিত পোস্টঃ

ভাল লিখতে পারিনা তবু পড়ুন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

আমরা অহরহ চোখের সামনে অনেক অন্যায় হতে দেখে মুখ ঘুরিয়ে ফেলি।
হাজারো অন্যায়ের মাজে একটা অন্যায় আমাকে খুব বেশি! বলতে অতিরিক্ত কষ্ট দেয়।
আজকাল অহরহ পত্রিকায় টিভি নিউজ এ দেখা যায় ডাস্টবিন খাল নালা এসব থেকে নবজাতক শিশু পাওয়া যায়।
কোথাও বা রাস্তার পাশে বস্তার মাজে পাওয়া যায় এই নিউজ গুলা দেখলে চোখের পানি দ্বরে রাখতে পারিনা।
তোরা লিটনের ফ্ল্যাটে বিয়ের আগে বাসর করবি আর বলি হবে একটা ফুলের।
ঐ নিষ্পাপ শিশু গুলার নিষ্পাপ মুখ দেখলে চোখের জল তার নিজের ইচ্ছায় গালবেয়ে মাটিতে গড়ায়।
ওরা ত কোন অপরাধ করেনি তোদের অবৈদ বাসরে ও বাধা হয়ে দাড়ায়নি তাহলে কেন এই নিঠুর বলি।
দোহাই আল্লাহর কিছু সময়ের লীলার জন্য মনবতা আর বিষর্জন দিস না।
তোরা কি একটিবার ও ঐ শিশুগুলার মাঝে নিজের চেহারা দেখতে পাস না।
লানত তোদের মা বাবাকে কেন তোদের জায়েয তরিকায় জন্ম দিল কেন তারা তোদের ডাস্টবিনে ফেলে দিল না।
আমার এইসব মানবরুপী নর্দমারকীট গুলারে পিশে মারতে ইচ্ছে হয়।
আমি মেয়েদের প্রচন্ড ঘৃনা করি কারন এই বোকারদল গুলা না বুঝে জানোওয়ার ছেলে নামক নর্দমারকীট এর সাথে শোয় আবার ভাব নেয় সব বোঝে(সব মেয়ে এক নয়)।
তাইতো কোন মেয়েকে সবজান্তার ভাব নিতে দেখলে মাথা গরম হয়ে যায়।
মানব আকৃতি বিষিষ্ট নর্দমারকীট ছেলে যখন তার প্রেমিকাকে ঐ পথে পা বাড়ানোর কথা বলে মেয়েটা প্রথমে না করে তখন ঐ কুকুরটা ছেড়ে দেওয়ার ভয় দেখায় তখন মেয়েটা হারানোর ভয়ে রাজী হয়।
(সব ছেলে মেয়ে সমান নয় এখন ও কিছু কিছু ভাল ছেলেমেয়েদের দেখলে সম্মানে মাথা নুয়ে আসে)।




সর্বশেষ একটা ভয়ংকর সত্য শোনাই :!যে যতটুকু পাপ করবে তার ফল কিন্তু দুনিয়াতে ভোগ করতেই হবে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যখন পাপীর উপর মুসিবত নযিল হয় তখন তার অতীতের পাপের কথা মনে না করে উপর ওয়ালাকে গালি দেয়।
আমাদের উপর গযব নাযিল হয় দুইটা কারনে ১।ধৈর্যের পরিক্ষা নেওয়ার জন্য২।ক্রীয় পাপের শাস্তির জন্য।
বিঃদ্র! আজ একটা নিউজ দেখে মনের আক্রোশে কথাগুলু বেরিয়ে এল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.