নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মে যখন ফেলেছি, তাই নিরুপায় হয়ে মৃত্যুকে বরন করতেই হবে। পৃথিবীতে এসেছিলাম একা, জীবনের প্রতিটি অধ্যায়ে চলতে হয় একা, মরতেও হবে একা। তাই তো নিজের খুশি মতো বাচবার চেষ্টা করে চলেছি, আনন্দের সাথে। জন্ম নেবার সময় মাকে কষ্ট দিয়ে ছিলাম আর কিছু অক্ষমতার জন্য চলার পথে ইচ্ছে না থাকা সত্বেও কষ্ট দিয়েছি ভালোলাগা মানুষগুলোকে। তাই হয়তো পৃথিবীটা ছাড়বার সময় এদেরকেই আবার কষ্ট দিতে হবে ! তাই তো কেবল ভালোলাগার- ভালোবাসার এই মানুষগুলোকে গুরুত্ব দেই। সমাজ নামক জঞ্জালটাকে এড়িয়ে চলি আর প্রতিটা নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তাকে।
মাঝরাতে কোন কারন ছাড়া, কোন ভূতের ডাকে সাড়া দিতে যে ল্যাপটপটাতে ওয়াইফাই ওন (পড়ালেখা-কাজকর্ম করা হয়না বলে, ওয়াইফাই এর বাটনটা সেচ্ছায় অফ রাখি ) করেছিলাম জানা নাই। ঢুকতেই দেখি, বন্ধু গুগলের জন্মদিন। Happy Birthday, Google. (নিজেই দিলাম ফাঁদে পারা।
অন্যকেউ হলে খুশি হতাম কিনা জানিনা, গুগলকে সত্যই বন্ধু মনে হয় বলে নিজের অজান্তেই ভালো লেগে যায়।টাচ্ প্যাডে, আঙ্গুলের ছোয়া লাগতেই দেখি, বড়লোকের ছেলেপেলেদের জন্মদিনের মতো, আমাদের মনরন্জনের ব্যবস্থা করা আছে।তাহলে আর জন্মদিনের শুভেচ্ছা না জানাই কি করে?
কিন্তু নিজের অজান্তেই ভুলটা করে ফেললাম। আমি খুব সচেতনভাবে এধরনের গেম এড়িয়ে চলি। এরা আমার মাথায় জোঁকের মতো সেঁটে যায়।
আজও হলো তাই। সারা দিন দুই-এক পাতা পড়ার ফাঁকে কেবল এই চকলেট সংগ্রহের নেশায় আমার কাজ-কর্ম শিকায় উঠায় মতো অবস্থা। কপাল ভালো, আমার উপর নির্ভর করে কেউ খাওয়ার আশায় বসে নেই। থাকলে নির্ঘাত কপালে মাইর ছিল।
গেলবছর, লন্ডন অলিম্পিক চলাকালে, পারলে আমার অফিসমেট আমাকে ঘর থেকে ভাগায় এমন অবস্থা। এই খেলার চক্করে পরে, আমি সারাক্ষন জোরে জোরে কিবোর্ডে বারি দেই, আর তাকাই আশপাশ, যেন ব্যাটা প্রফ্ আবার দেখে ফেলে কিনা ।
আর আজ কেবল, নিজের রেকর্ড ভাঙ্গবার চেষ্টায় দিন শেষ।
রাতে ঘুমবার আগে উঠলো ১১৪, তারপর আর তো ওঠেনা। সকালে কোন ১১০, তারপর আবার মন্দাবস্থা।এখন আমার নিজের করা রেকর্ড ১৪৯। দেখি আর কতদুর যাওয়া যায়....।বন্দবব
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
আনন্দক্ষন বলেছেন: আহা, কাজটা ভালো করলেন না। এখন তো কেবল আপনার রেকর্ড ভাঙ্গবার চেষ্টায় , বাকি দিনটুকুও শেষ হবে?
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
আনন্দক্ষন বলেছেন: অদ্ভুত, আমার শেষ লাইনটা ছিল- দেখি কতদুর যাওয়া যায়। এডিট অপশনও তা দেখায় কিন্তু, পাবলিশ করলে....কেবল যাওয়া যায়...।কিকি
কি বিরম্বনার মধ্যে পরলাম।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
আমি ব্লগার হইছি! বলেছেন: আমি ১৭৭।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫
আনন্দক্ষন বলেছেন: আমি আর আন্নেরার লগে খেলবাম না.............. .
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮
অদ্বিতীয়া আমি বলেছেন: আমি ১৬৫, দেখি আবার ট্রাই করে
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২
আনন্দক্ষন বলেছেন: Ohhhh...Then which position is mine? 4th?
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
রবিউল ৮১ বলেছেন: ১৫৩ টা চকলেট পাই লাম।মন্দ না একবারে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
আনন্দক্ষন বলেছেন: বেশ ভালো তো....চকলেটের লোভ দেখিয়ে আপনার দেখা পাওয়া গেল....।
কেমন আছেন?
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
ইমরাজ কবির মুন বলেছেন:
১৭১
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮
আনন্দক্ষন বলেছেন: একবার আমার অবস্থান (৪র্থ)...ঘোষনা করে ফেলা হয়েগেছে....
জনাব শায়মা (২০৩) - ১ম,
জনাব আমি ব্লগার হয়ছি (১৭৭)- ২য়,
জনাব অদ্বিতীয়া আমি (১৬৫)- ৩য়।
প্রজ্ঞাপন:
আপনাদের রেজাল্ট নতুন আরেকটা তালিকা তৈরী করে ঘোষনা করা হবে....।স্থাস
সরকারী কর্মকমিশনকে উহার দায়িত্ব অর্পন করে হয়েছে।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২
আমাবর্ষার চাঁদ বলেছেন: আমার ১৪২
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
আনন্দক্ষন বলেছেন: আপনি ৫ম স্থান অধিকার করেছেন। অভিনন্দন।
১৪৯ কম হইলে, আগের তালিকায় স্থান পাওয়া যাবে। কি বলেন? বুদ্ধিটা ভালো না।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১
হরিদাস১০৮ বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১
আনন্দক্ষন বলেছেন: নতুন তালিকা তৈরী হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। :-<
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
শায়মা বলেছেন: আমি ২০৩ পর্যন্ত উঠেছিলাম!