![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ত্যুরা সবাই প্রেমের কথা বলিস
প্রেম কি গাছে ফলে,
না পুঁথির পাতায়
সোব প্রেমই কি
মরদ-মাইয়্যর শরীর?
কি বলিস তুরা,
কাম-নিষ্কাম কি পুঁথির কথা?
বাইশ বচ্ছর লিছে, অনেক রক্ত!!
স্যি অন্য কথা -
মরদ বনাম ভগবান!
পুরা যৌবনটাই লিছে রে
চব্বিশ-ঘন্টা তিনশ-পঁয়শট্টি দিন
বাইশটিবচ্ছর!!
পাথ্বর কাটে রাস্তা
সহজ লয়
ইকা, লয় রে ইকা লয়
মাইয়্যকে বুকে লিয়ে তার সাইথ্যে লড়াই
ঊ-ছাড়া কাম কি নিষ্কাম হয় রে
ও ত্যুরা বুঝবিক নাই
কূথ্বাও লিখা নাই
বিধির লিখন
ভাবছিস্ কে বলছি?
দশরথ রে, দশরথ মাঝি!!
পব্বত মানুষ!!!
একটি মন্তব্যে এই কবিতাটি দিয়েছিলাম। বেশি মানুষের কাছে পৌঁছানোর স্বার্থে পাতায় দিলাম। আশাকরি সবার ভাল লাগবে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১
অনিকেত-সুকন্যা বলেছেন: স্যরি উত্তর দিতে দেরি হয়ে গেল। সকাল থেকে অফিসে ব্যস্ত থাকায় উত্তর দেওয়া হয় নি। শুধু পুরোনো কিছু লেখা পোস্ট করেছি। এবার নতুন লেখা পোস্ট করবো। আমাকে অনিকেত বলে ভেবে নিন, মানে আমি একজন ছেলে এই হিসাবে ধরতে পারেন।
আমি নিশ্চয় পড়ব সবার পোস্ট। ভাল থাকবেন।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮
রুদ্র জাহেদ বলেছেন: শেষের অংশ একটু দুর্বোধ্য। ভালো লেগেছে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩
অনিকেত-সুকন্যা বলেছেন: শেষের কোন অংশ দুর্বোধ্য লেগেছে জানলে উপকার হতো। ভাল লেগেছে জেনে ভাল লাগল। ভাল থাকবেন।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতাটি আমি এইমাত্র ঐ পোষ্টে পড়ে মন্তব্য রেখে এলাম ।আবারও বলছি কবিতাটি অনেক ভাল লাগল ।ব্লগের যাত্রা সুখের ও
সুন্দর হোক ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
অনিকেত-সুকন্যা বলেছেন: এভাবেই পাশে থাকবেন.. ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
গেম চেঞ্জার বলেছেন: এই যে বোন, আপনার ব্লগে দুএকজন মন্তব্য করছে।
আপনাকে ব্লগ পর্যবেক্ষণে দেখে এখানে এলাম। এসে দেখি আপনি মন্তব্যের উত্তর দেন না। দেখুন অন্যের পোস্ট পড়লে আপনার নিউরনের ভান্ডার সমৃদ্ধই হবে। বিশ্লেষণ ও সুচিন্তিত মনোভাবে মন্তব্য করলে জাত যায় না। ক্ষতিও হয় না। জাতেও উঠা যায় না কোন দিন।
(কঠোর সুরেই বললাম, প্রত্যাশা করি গঠনমূলক দৃষ্টিতেই দেখবেন)
তাছাড়া এই পোস্টে গেলে হয়তো কোনও উপকার হতে পারে, সামুর কিছু ফিচারের ব্যাপারে।