নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

করপোরেট বৃৃষ্টি আমাদের

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

আজকে ২০শে সেপ্টেম্বর।
কোথাও না কোথায় হয়তো বৃষ্টি হবে। অফিসের গারদ বেয়ে নেমে যাবে করপোরেট সেই বৃষ্টি। কেউ অফিসে আটকে থাকবে। কেউবা থাকবে তার ঘরে। কেউ হয়তো জানতে চাইবে বৃষ্টিতে ভিজচ্ছেন নাকি? কেউ উত্তর দিবে শুধুই হাত ভিজাচ্ছি। কেউ আবার বলবে খুব বান্দরবান মিস করছি। শুনে অন্য কেউ হয়তো বলবে খুব পাহাড় ভালবাসেন বুঝি, আমি ভালবাসি সমুদ্র।

কোথাও না কোথাও আজকের দিন থেকে কারো না কারো শুরু হবে কাছে থাকার গল্প। ভালবাসার কথা।

আমাদের আজকের দিনটাই শুধু রয়ে গেল ফাঁকা। আমাদের বলে ফেললাম। আজো আমাদের থেকে আমি আলাদা করতে পারলাম না।

আমাকে ছাড়া ভালো আছো তো? ব্যস্ত থাকা আর ভাল থাকা কিন্তু এক নয়। রবীন্দ্রনাথ এর একটা কবিতার লাইন ছিল এমন,
‘আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে –
কিছুই কি নেই বাকি?’
আমাদের কি কিছুই বাকী নেই?

আমাদের থেকে আমরা হয়তো আলাদা হয়েছি। তুমি আমাদের সেই তুমি ভালো থেকো।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৯

রাজীব আহসান বলেছেন: বিস্মৃতি প্রদূষে হয়তো হয়তো দিবে সে জ্যোতি,
হয়তো ধরিবে কভু নাম-হারা স্বপ্নের মুরতি,
তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়,
সে আমার প্রেম,
তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে,
পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়
হে বন্ধু বিদায়

- রবীন্দ্রনাথ ঠাকুর

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

আনিসা নাসরীন বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

ঠিক আছে ভাল থাকার চেষ্টা করব। তুমিও ভাল থেকো কেমন =p~


ভারি মিষ্টি চিঠি!

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

আনিসা নাসরীন বলেছেন: আমিও ভালো থাকবো। কথা দেন আপনিও অনেক ভালো থাকবেন। :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.