নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ/জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না

অঞ্জন ঝনঝন

অঞ্জন ঝনঝন আমার আসল নাম না। আমি সামুর নিয়মিত ব্লগারও না। মাঝেমধ্যে ঘুরে যাই ভাল্লাগে।

অঞ্জন ঝনঝন › বিস্তারিত পোস্টঃ

স্কেচ: ঈশ্বরের লগে কম্যুনিকেশন

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭



বুজুর্গ কইলেন, বাছা, ঈশ্বর তোমার সব কথা শোনেন;
সব প্রার্থনা পৌঁছায় তাঁর কানে।
জিগাইলাম, ঈশ্বর কি তাইলে আমার প্রেমিকার মতো?
যে মেসেজ সীন করে কিন্তু রিপ্লাই দেয় না!


আমি আপনার লগে কম্যুনিকেট করতে চাই হে ঈশ্বর।
নবী মূসার মতো তূর পাহাড়ে চড়ার সামর্থ্য আমার নাই।
নবী মুহম্মদের মতো পূত-পবিত্র নয় আমার চরিত্র।
ক্যাম্নে হইবো আমাদের কম্যুনিকেশন?


রক্ত-মাংসের মানুষরে আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয়না নিজেরেও।
শুধু আপনারেই আমি সমর্পণ করতে চাই আমার সমস্ত বিশ্বাস।
কিন্তু সেই বিশ্বাসের বিনিময়ে এতটুক আশ্বাসও দেবেন না?
দিতে যে হয় বুঝেন না?

বুজুর্গ কইলেন, বাছা, ঈশ্বর তোমার সব কথা শোনেন;
সব প্রার্থনা পৌঁছায় তাঁর কানে।
জিগাইলাম, ঈশ্বর কি তাইলে আমার প্রেমিকার মতো?
যে মেসেজ সীন করে কিন্তু রিপ্লাই দেয় না!


আমি আপনার লগে কম্যুনিকেট করতে চাই হে ঈশ্বর।
নবী মূসার মতো তূর পাহাড়ে চড়ার সামর্থ্য আমার নাই।
নবী মুহম্মদের মতো পূত-পবিত্র নয় আমার চরিত্র।
ক্যাম্নে হইবো আমাদের কম্যুনিকেশন?


রক্ত-মাংসের মানুষরে আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয়না নিজেরেও।
শুধু আপনারেই আমি সমর্পণ করতে চাই আমার সমস্ত বিশ্বাস।
কিন্তু সেই বিশ্বাসের বিনিময়ে এতটুক আশ্বাসও দেবেন না?
দিতে যে হয় বুঝেন না?

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭

সেতু সরকার বলেছেন: স্বামী বিবেকানন্দ এর একটি কথা....যে ইশ্বর পৃথিবীর মানুষের মুখে অন্ন যোগাতে পারে না।সে ইশ্বর পরজনমে অামাদের সুখী রাখবেন সেটা অামি বিশ্বাস করি না........

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

অঞ্জন ঝনঝন বলেছেন: এইত্তেরি! কঠিন কথা তো! স্বামীজীর লগে ঈশ্বরের সম্পর্ক ক্যামন ছিল?

২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: ঈশ্বর ব্যাঁটা কঠিন মানুষ মনে হয়!!!

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

অঞ্জন ঝনঝন বলেছেন: ফিলিংসহীন রোবট মনে হইতেছে। এত তীব্র প্রার্থনায়ও তাঁর কোন সাড়া পাইতেছি না :(

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

অঞ্জন ঝনঝন বলেছেন: তাওতো ঈশ্বরের কোনো সাড়া নাই :(

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

রিএ্যাক্ট বিডি বলেছেন: ভালো

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

অঞ্জন ঝনঝন বলেছেন: :)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সেতু সরকার বলেছেন: ইশ্বরের সাথে সম্পর্ক শুধুমাত্র মনের...বাস্তবে কোনো সম্পর্ক..রুপ কিচ্ছু নেই।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০

অঞ্জন ঝনঝন বলেছেন: সব সম্পর্কই কেবল মনের। মন থেইকা মুছে দিলে সম্পর্ক শেষ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭

জাহিদ অনিক বলেছেন:

ভাল চিন্তা চেতনা --
ঈশ্বরের সাথে কম্যুনিকেশন; লাইন লাগলে জানাইয়েন; কথা আছে তাঁর সাথে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

অঞ্জন ঝনঝন বলেছেন: ঈশ্বর মনে হয় ইন্টার‍্যাকটিভ কম্যুনিকেশনে বিশ্বাস করেন না

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.