নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি নজরুলের দুরন্ত পথিক সুকান্তের দুর্মর আমি মহাবিদ্রোহী রণক্লান্ত

অর্ণব আর্ক

জগদ্ধাত্রীর অপরিশোধ্য ঋণে বাঁধাজীবনের তটিনী আজ পড়ে আছে তটে,ঘুম ভাঙানি গান সে কবেই থেমে গেছেএখন আর বাজে না মর্চে ধরা গ্রামোফোন।।ওষ্ঠ-শীর্ষে আকড়ে থাকা পিতৃপ্রদত্ত প্রাণটি সত্যি কেমন এক মূর্তিমান অভিশাপ,এখানে কেবলি বেজে ওঠে ,শ্মশানের সেই খট্টাঙ্গ পুরাণের বিলাপ,মুর্তিমান বিভীষিকায় আচ্ছন্ন এ এক অপলাপ। তবুও স্বপ্ন দেখি আকাশ ভরা জোছনায়,বৈশাখী পূর্ণিমায় এখনো বুক বাধিঁ আশায়। কৃষ্ণচূড়ার রক্তিম খামে মন আজ চিঠি পাঠায়কোনো অর্বাচীন ঠিকানায়। তাই দৃষ্টি আমার প্রসারিত ঐ নীলিমায়।

অর্ণব আর্ক › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় গোঁড়ামি আর পৈশাচিক উন্মত্ততায় লালায়িত মৌলবাদ নিপাত যাক। বিশ্বমানবতা মুক্তি পাক।

৩০ শে জুন, ২০১২ রাত ১১:৩২



যাদের নার্ভ খুব দুর্বল তারা এই খবর থেকে দূরে থাকবেন। শুরুতেই ঘটনার বিবরণ দিচ্ছি এটি এটি টেলিভিশন সংবাদের ভিডিও ধারাবিবরণী।



মেঝেতে অসহায় পড়ে মূমূর্ষ অবস্থায় কাতরাচ্ছেন একজন নারী। যার উপরে পৈশাচিক বর্বরতায় হামলে পড়েছে কিছু নরপশু। পরণের বস্ত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে অনেক আগেই। একজন একটা লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে। পাশে নাক দিয়ে রক্ত ঝরা অবস্থায় অসহায় কাতরাচ্ছে মহিলাটির অসহায় স্বামী। সেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।



পাষণ্ডগুলোর পৈশাচিক উন্মাদনা কিছুটা কমে আসে লোকটি আস্তে উঠে মহিলাকে উদ্ধারের চেষ্টা করে। ফের আরেক দফা লাথি ঘুষির বৃষ্টি বর্ষিত হয় তার উপর। জুথুথুবু অবস্থায় মুখ থুবড়ে পড়ে আবার। এবারেও আরেকদফা লাথি খেতে হয় মহিলাকে।



ঘটনাটি ঘটেছে ভারতের আসামে। আর এই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন যিনি তিনি আর কেউ নন একজন কংগ্রেস এম. এল এ। রুমি নাথ নামের এই কংগ্রেস এম. এল জীবনে এই দুর্বিসহ বর্বরতা নেমে আসে গতকাল শুক্রবার রাতে। তিনি তার মুসলিম বন্ধু জাকি জাকিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হিন্দু থেকে মুসলমান ধর্মে দীক্ষিত হয়েছেন। বাবা আর যাবে কোথায়। ঐ রকম একটি প্রগতিশীল দেশ ভারত। তারা কি এমন পিছিয়ে পড়া ন্যক্কারজনক কর্ম সইতে পারেন। তাই যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। ল্যাঠ্যামৃত প্রয়োগে সরাসরি আধুনিকতার ভূত ছাড়ানোর চেষ্টা করা হয়েছে।...............................

পুরো পোস্ট আমার পার্সনাল ব্লগে।

মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১২ রাত ১১:৩৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বিশ্বমানবতা মুক্তি পাক। সহমত

৩০ শে জুন, ২০১২ রাত ১১:৪৬

অর্ণব আর্ক বলেছেন: ধণ্যবাদ।

২| ৩০ শে জুন, ২০১২ রাত ১১:৪২

আমি আমার চেয়ে বড় হতে চাই বলেছেন: shohomot

৩০ শে জুন, ২০১২ রাত ১১:৪৮

অর্ণব আর্ক বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে জুন, ২০১২ রাত ১১:৪৪

রেজোওয়ানা বলেছেন: হায় খোদা কি অবস্থা!

৩০ শে জুন, ২০১২ রাত ১১:৪৮

অর্ণব আর্ক বলেছেন: আপু দেখেন কি শুরু হইছে এসব। নাকি আমার মহাভারতের লঙ্কাকাণ্ড শুরু অপেক্ষা।

৪| ৩০ শে জুন, ২০১২ রাত ১১:৪৭

অপ্রকািশত বলেছেন: What a pathetic news. hate, hate, hate, hate----------

৩০ শে জুন, ২০১২ রাত ১১:৫১

অর্ণব আর্ক বলেছেন: ভিডিওটি দেখলে মনে হয় ওরা বেজন্মা জাতি।

৫| ৩০ শে জুন, ২০১২ রাত ১১:৪৭

অন্য হাওয়া বলেছেন: এ কেবল ফাক-ইন্ডিয়ায় সম্ভব X( X(

০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৫৪

অর্ণব আর্ক বলেছেন: ওরা এই কাজটা ভালোই করে। বর্তমানে ইন্ডিয়াম পর্ণস্টারের সংখ্যা ৩৯ এ উন্নীত হইছে । তাদের মধ্যে ২১ জন এভিয়ার এওয়ার্ড প্রাপ্ত।

৬| ৩০ শে জুন, ২০১২ রাত ১১:৪৯

অপ্রকািশত বলেছেন: Hate Hindu Fundamentalist.

৭| ৩০ শে জুন, ২০১২ রাত ১১:৫০

দাসত্ব বলেছেন: ভারতে একটা মেয়ে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হওয়ার পরও কি পরিমান দেউড়ী দিতে হয় সেটা অনেকেই জানেনা। এখানে রুমী নাথ কে যারা আক্রমন করসে এরা সব অশিক্ষিত- অর্ধশিক্ষিত হিন্দু।

কিন্তু শাবান আজমীর মত বিতর্কিত অভিনেত্রী ( লেসবিয়ান রোল করার পরও ) শুধু মাত্র তার নাম মুসলিম বলে মুম্বাইতে শাবান আজমী একটা বাড়ীও কিনতে পারে নাই- ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে।

মুম্বাই এর ঐসব এলাকায় সব শিক্ষিত-রূচিশীল- আধুনিক হিন্দুরা বসবাস করে।
অবস্থা বুঝে দেখেন !

৩০ শে জুন, ২০১২ রাত ১১:৫৬

অর্ণব আর্ক বলেছেন: ওস্তাদের আগমণে অনেক পুলকিত হইলাম।
আশাকরছি তালগাছবাদী আর শুশীল হিন্দুত্বের লেবাছধারীদের সাথে জমবে ভালো।
১. কিছু দিন আগে ভাই একজন মেডিক্যাল ছাত্রী তার কাজের মেয়েকে পিটিয়ে পয়জন ইঞ্জেকশন দিয়েছিল এই ভারতেই।
২. একটি খবরের লিংক থেকে দেখেছিলাম হাসপাতালের পেছনের কূপ থেকে প্রায় ৩৫০ টির মতো মৃত ভ্রূণ উদ্ধার করা হয়েছে।
৩. নেইলি ম্যাচাকারের কথা তো জানেন।
৪. জাতিগত দাঙ্গায় মৌলবাদী শিবসেনার ভূমিকার কথা নাইবা বললাম।
৫. ইনস্টেস্টের দিক থেকে ডেনমার্কের পর ভারত অনেক এগিয়ে গেছেন।
৬. আপনি শাবানা আজমি থেকে শুরু করেছেন। আমি বাকিটুকু বলছি না। তবে ইঙ্গিত দিতে পারি এটা টানলে অঞ্চলি কারা, প্রিয়া রাই, সাধনা মার্তেণ্ডকর এমনকি সানি লিওনি পর্যন্ত যায়।

৮| ০১ লা জুলাই, ২০১২ রাত ১২:৩১

বিডি আমিনুর বলেছেন: হিন্দু ধর্ম একটি বর্বর ধর্ম ।

৯| ০১ লা জুলাই, ২০১২ রাত ১২:৩৬

সাজজ্াদ রানা বলেছেন: সমস্যা ধর্মের চেয়ে বেশি ওদের রক্ষনশীল মানসিকতা, তীব্র সংকীর্ণ সামাজিক দৃষ্টিভংগী, আর প্রচন্ডরকম আত্মকেন্দ্রিকতা।
সমাজ, সামাজিকতা, চেতনা, মূল্যবোধ গতিশীল ও সর্বদা চলমান একটি প্রক্রিয়া। একে জোর করে আবদ্ধ করে রাখা কোন ডোবায় জল আটকে রাখার মত। এক সময় পচে ব্যবহার অনুপযোগী হয়, এক সময় দূর থেকেই দুর্গন্ধ ছড়ায় আর এক সময় সর্বোচ্চ বিষাক্ত হয়ে উঠে। তবে এও সত্যি চিরায়িত সামাজিকরন প্রথা থেকে বের হয়ে আশা দু:সাধ্য, আর এই সামাজিকরন প্রক্রিয়ার বৈপ্লবিক রূপান্তর আনা অসাধ্য।
এখানে ধর্ম নিয়ামক নয় হাতিয়ার মাত্র।
আপনার পোস্টগুলোতে কিছু বিশ্লেষন আশা করি সবসময়। শুভ কামনা রইলো।

১০| ০১ লা জুলাই, ২০১২ রাত ১২:৫৪

নূরুল হুদা (শান্ত) বলেছেন: গো-মুত্রখোর হিন্দুরা এসব ছাড়া আর ভালো কিছু কি পারবে?

১১| ০১ লা জুলাই, ২০১২ রাত ১:০১

চির সবুজ ২৫ বলেছেন: Click This Link

১২| ০১ লা জুলাই, ২০১২ রাত ১:১৪

মো কবির বলেছেন: ওদের ধর্ম আসল পুস্তক হল বেদ। আর ওরা কখনো ওটা পড়ে না। ওরা পড়ে এবং রামায়ন আর মহাভারত। ব্যাপার টা এই রকম ছেলে বাপের খবরদারি না করে,করে শ্বশুরের । তো ওরা এই রকম করতেই পারে।

তবে,এটা পড়ে খুব কষ্ট পেলাম।

০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৪৪

অর্ণব আর্ক বলেছেন: এটা অনেক পুরাতন কথা। হাউএভার আমার সাব্জেক্টই এইসব নিয়ে কাজ করে। সুতরাং বাধ্য হয়েই পড়াশুনা করতে হয়।

১৩| ০১ লা জুলাই, ২০১২ রাত ১:৩৬

স্বাধীকার বলেছেন:
অনেকেই কথায় কথায় আমাদের দেশকে ভারতের সাথে তুলনা করে ভারতকে ফলো করার কথা বলেন-কখনো কখনো কোনো কোনো বিষয়ে সেটা কার্যকরী হলেও, এই উপমহাদেশে বাংলাদেশই সবচেয়ে অসাম্প্রদায়িক দেশ-এটা মানতেই হবে। ভারতের মতো বর্ণবাদী, বর্ণসমাজ বিশিষ্ট দেশে জঘন্যতম সাম্প্রদায়িকতা সমাজের পরতে পরতে বিদ্যমান-এটা উচ্চমার্গের দাদারা স্বীকার করুন বা না করুন। ভারতের মতো বৃহৎ দেশের সীমাহীন হীনতা হৃদয়ে বিদ্যমান সব সময়।

ভারতের ধর্মীয় জঙ্গিদের পশুত্বের কোনো তুলনা হয়না। এদের মতো উন্মাদ এশিয়ার কোনো দেশে আর আছে বলে মনে হয়না। অথচ গণতান্ত্রিক দেশ ভারতের কতো খায়েশ আঞ্চলিক শক্তি হওয়ার। এরকম পশুত্বনিয়ে চরমতম সাম্প্রদায়িক দেশকে কখনোই আঞ্চলিক শক্তির মালিক হওয়ার যোগ্যতা থাকতে পারেনা-যখন এই শক্তির প্রতিবেশীরা দৈনিক গুলিবিদ্ধ হয় রাষ্ট্রীয় সমর্থনে। ভারতের গণতন্ত্র কেবল নির্বাচনেই বিদ্যমান, এর বাইরে ভারত একটি হীন জঘণ্য নির্মম ও পশ্চাৎপদ পৃথিবীর একমাত্র বর্ণবাদী সমাজের দেশ-যা থেকে ভারত কখনোই বের হতে পারবেনা। এদের চরিত্রে ধর্মীয় উগ্রতা ও শ্রেণী বৈষম্য সব সময় জুতার মালা হয়ে থাকবেই।

০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:২৯

অর্ণব আর্ক বলেছেন: সে তো দেখাই যাচ্ছে ভাই।

১৪| ০১ লা জুলাই, ২০১২ রাত ১:৫৫

ফোন বলেছেন: গুগলে সার্চ করে নিচের খবর পেলাম এ নিয়ে -

Assam MLA Rumi Nath, her second husband beaten up


Congress MLA Rumi Nath and her second husband Jaki Jakir, whom she married without divorcing her first husband, were beaten up and injured by a mob at Karimganj town in Assam, police said on Saturday.

"Nath and Jaki Jakir were beaten up by a mob of more than 200 people at a hotel in the town where they were staying late last night", Superintendent of Police Pradip Pujari said.

The mob was angry at the second marriage of Nath to Jakir last month, police sources said.

Nath, who is pregnant, and Jakir were severely injured and profusely bleeding before they were whisked away by police immediately after the incident, the sources said.

The duo, after medical treatment, is being escorted to the state capital Guwahati, Pujari said.

Nath, representing Borkhola assembly constituency in Barak Valley, had created a furore by announcing her marriage with Jakir without divorcing her first husband Rakesh Singh with whom she has a two-year-old daughter.

Singh had filed an FIR that his wife was missing last month.

This was the first instance of a woman legislator being beaten up in public.

Rumi Nath was first elected to the Assembly in 2006 on a BJP ticket from Borkhola constituency and later defected to Congress and won the seat a second time in the 2011 elections.

The MLA along with her second husband were treated by a team of four specialist doctors of the Guwahati Medical College Hospital and were reported to be out of danger.

The injured MLA in tears said it was an "unfortunate incident" and said the culprits who had "outraged the modesty of a woman", should be brought to book.

Nath and her husband were being guarded in their MLA quarter in the Dispur capital complex by a strong contingent of police and CRPF forces.

সোর্স:

Click This Link

০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:২৯

অর্ণব আর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ০১ লা জুলাই, ২০১২ রাত ১:৫৬

মেংগো পিপোল বলেছেন: ভাই যেভাবে মহিলাটিকে এবং তার দ্বতীয় স্বামিটিকে মারা হয়েছে, সেটা অবশ্যই আপত্যি কর। এবং আমি তার তিব্র নিন্দা জানই, যে কোন বিষয়েই সহিংষতা খারাপ। আর ভারতিয়রা যে বর্বর সেটা তো ভাই বলার অপেক্ষা রাখেনা, নাইলে কি আর মমতা আদের পানি দেয়ান!

যা হোক আমি অঃ টঃ কিছু কথা বলি, আমি মহিলাটি এবং তার দ্বতীয় স্বামীর মাইর খাওয়ার ব্যাপারে খুবই সহনসিল হয়েই লিখছি, আপনার কাছ থেকে ঘটনা টা জানার পর ব্যাপার টা নিয়ে একটু স্টাডি করলাম যা জানতে পারলাম তা হলো, মহিলাটি একজন এম এল এ হওয়া সত্বও ফেসবুকে এক মুসলোম ছেলের সাথে প্রেমে জড়িয়ে পরেন, এবং যার বয়স ওনার বয়সের থেকে কম, এবং তিনি তার পূর্বের স্বামিকে তালাক না দিয়ে, আবার আই মুসলিম ছেলেকে বিয়ে করেন, উনার পূর্বের ঘরে সন্তান ও আছে, ওনার মতন একজন দ্বয়িত্ব বান মহিলা যদি পরকিয়া আসক্ত হন তাহলে রষ্ট্র কোথায় যাবে বলেন, কালকে দেখলাম পরকীয়ায় আসক্ত বিবাহিতার পক্ষে সাফাই গাইছেন তারানা হালিম, এখন কথা হলো যদি আমরা মহিলা বা পুরুষ উভয়কেই পরকীয়ায়র দিকে ধাবিত করি তহলে সমাজে নানান বিসৃংখলা ঘটবেই এটা অভিসম্ভবি, ঘটার পরে আপনে আমি পোষ্ট দিবো পাবলিক সেন্টি মেন্ট মহিলার দিকেই যাবে কারন তিনি নির্জাতীতা, কিন্তু যে বিষয় টা আটকাতে পরলে এই নির্জাতন বন্ধ করা যেতো, কি এক সংকায় যেনো আমরা তা বলতে ভুলে যাই, আমার মতে কেবল নারী নির্জাতন কেই নয় পরকীয়াকেও না বলুন।


শিশুটির জন্য শুভ কামনা।

একটা কিংক দিলাম দেখেন কারো কোন কাজে লগে কি না?
View this link

০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:২৬

অর্ণব আর্ক বলেছেন: ধন্যবাদ।

১৬| ০১ লা জুলাই, ২০১২ দুপুর ২:৩২

মেজর জেনারেল বলেছেন: ভারত প্রগতিশীল দেশ, হাসতে হাসতে আমি শেষ।
হা হ হা হা হা হাহ আহাহ আ হহা

১৭| ০১ লা জুলাই, ২০১২ দুপুর ২:৫২

রহমান মাহমুদুর বলেছেন: উগ্রর ধর্মীয়নীতি ইসলাম গ্রহণ করেন না

১৮| ০১ লা জুলাই, ২০১২ বিকাল ৪:৩৯

আ.আ.আজাদ বলেছেন: ভাই, এ বিষয়ে আমি একটা পোষ্ট দিয়েছিলাম। সেখানে এক ভা দা কি বলছে একবার দেখে আসার অনুরোধ রইল।

Click This Link

১৯| ০১ লা জুলাই, ২০১২ বিকাল ৪:৫৭

আমি তুমি আমরা বলেছেন: শালার ভারত মাতা। বলে প্রগতিশীলতার কথা, অথচ নিজেরা এখনো ধর্মান্ধতার অন্ধকার যুগ থেকে বের হতে পারল না।

২০| ০১ লা জুলাই, ২০১২ বিকাল ৫:০৪

এস এইচ খান বলেছেন: উফ!! কি বিভৎস!!

২১| ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৫

সিস্টেম অ্যাডমিন বলেছেন: আপনার সঙ্গে একমত হলাম , কিন্তু? এই কিন্তু টাও থাকছে?
এবার কিন্তুর প্রসঙ্গে আসা যাক। প্রথমত আপনার সঙ্গে একমত হলাম যে বিষয়টিতে সেটি হল যে ভাবে মহিলাকে নির্যাতন করা হয়েছে সে বিষয়ে তীব্র নিন্দা করছি। একটি গনতান্ত্রিক দেশে যে কোন পুরুষ বা মহিলা তার পছন্দ অনুসারে যে কোন ধর্মের পাত্র বা পাত্রী নির্বাচন করতে পারেন । এটি তার মৌলিক অধিকার। যেটি ঘটেছে সেটি নির্মম এবং কখন সমর্থন যোগ্য নয়।
আর যে বিষয় টিতে আপনার সঙ্গে একমত হতে পারলাম না সেই বিষয় টিতে আসা যাক।
আপনি বলেছেন
"ভিডিওটি দেখলে মনে হয় ওরা বেজন্মা জাতি। "
আপনার এই উক্তিটির মাধ্যমে আপনি আপনার বেক্তিগত ভারত বিদ্বেষ এর ভাব প্রকাশ করেছেন এই বিষয়ে কোন সন্ধেহ নেই। কারন গোটা কয়েক লোকের জন্য আপনি সমগ্র ভারতবাসিকে অপমান করতে পারেন না। আর এই বিষয়ে আপনার কোন অধিকার আছে বলে আমার তো মনে হয় না।
দ্বিতীয়ত আমি একটা বিষয় লক্ষ করেছি যে আপনাদের মতো তথাকথিত কিছু ব্লগার আছেন যাঁদের কাজই হল নানা ছুততে ভারতের পজেটিভ দিকগুলিকে বাংলাদেশের সাধারন মানুষের সামনে তুলে ধরে
তাঁদের কে ভারত সম্পর্কে একটা বিদ্বেষ ও একই সঙ্গে তাঁদের মনে ভারত সম্পর্কে একটা নেগেটিভ দিক সৃষ্টি করা। বাংলাদেশ এর মতো একটা দেশে যদি ধর্মীয় মৌলবাদ আস্ফালন করতে পারে তাহলে ভারতের মতো একটি মিশ্র সংস্কৃতির দেশে এটা অস্বাভাবিক নয় কি ? মৌলবাদের আস্ফালনকে বন্ধ করতে হলে আগে মানুষ জন কে শিক্ষার প্রকৃত আলোতে আনতে হবে। এই রোগ টি এমন একটি রোগ যে এটাকে সম্পূর্ণ দমন করা না গেলেও নিয়ন্ত্রন করা যেতে পারে।
আপনাদের এই সকল পরিকল্পিত পোস্ট এর মাধ্যমে আপনারা এক দিকে যেমন আপনাদের বিদ্বেষএর প্রসার করছেন , অপর দিকে আপনার ধর্মীয় মৌলবাদ কে প্রশ্রয় দিছেন এই বিষয়ে কোন সন্ধেহ নেই ।
কি ভাবে পস্রয় দিছেন তার কিছু উদাহারন ঃ
" আমি তুমি আমরা বলেছেন: শালার ভারত মাতা। বলে প্রগতিশীলতার কথা, অথচ নিজেরা এখনো ধর্মান্ধতার অন্ধকার যুগ থেকে বের হতে পারল না।"
"রহমান মাহমুদুর বলেছেন: উগ্রর ধর্মীয়নীতি ইসলাম গ্রহণ করেন না "
স্বাধীকার বলেছেন: ভারতের ধর্মীয় জঙ্গিদের পশুত্বের কোনো তুলনা হয়না। এদের মতো উন্মাদ এশিয়ার কোনো দেশে আর আছে বলে মনে হয়না। অথচ গণতান্ত্রিক দেশ ভারতের কতো খায়েশ আঞ্চলিক শক্তি হওয়ার। এরকম পশুত্বনিয়ে চরমতম সাম্প্রদায়িক দেশকে কখনোই আঞ্চলিক শক্তির মালিক হওয়ার যোগ্যতা থাকতে পারেনা-যখন এই শক্তির প্রতিবেশীরা দৈনিক গুলিবিদ্ধ হয় রাষ্ট্রীয় সমর্থনে। ভারতের গণতন্ত্র কেবল নির্বাচনেই বিদ্যমান, এর বাইরে ভারত একটি হীন জঘণ্য নির্মম ও পশ্চাৎপদ পৃথিবীর একমাত্র বর্ণবাদী সমাজের দেশ-যা থেকে ভারত কখনোই বের হতে পারবেনা। এদের চরিত্রে ধর্মীয় উগ্রতা ও শ্রেণী বৈষম্য সব সময় জুতার মালা হয়ে থাকবেই। "
"বিডি আমিনুর বলেছেন: হিন্দু ধর্ম একটি বর্বর ধর্ম । "
..................চলবে
একটা বিষয় নিয়ে খুব দুঃখ হয় যে আপনাদের মতো সুশীল দের এক মিনিট ও ভারতের সামালোচনা না করে ভাত ই হজম হয় না । কিন্তু তাতে আমার মনে হয় না ভারতের কিছু যায় আসে। কিন্তু আপনারা আপনাদের দেশ এর জন্য কি করছেন সেই বিষয়ে খুব সন্ধেহ থাকছেই। কারন আপনাদের ভারত আর পাকিস্তান নিয়ে এতো ভাবনা যে নিজেরাই হয়ত নিজেদের দেশ কে ভুলতে বসেছেন। যদিও এই বিষয়ে আমার কোন মন্তব্য অপ্রয়জনিও। তাবুও দুঃখ থেকেই যায়।
ইতি
সিস্টেম অ্যাডমিন
একজন সাধারন ভারতীয়।

২২| ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩০

শরীফ মহিউদ্দীন বলেছেন: সমস্যাটা আসলে ধর্মের না। মৌলবাদের। আমি বিশ্বাস করিনা হিন্দু ধর্ম এত বিভৎস কাজের অনুমতি দেয়। যেমনি ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নাই তবুও কিছু লোক মুসলমানদের জঙ্গী বলে। ধর্মীয় !!! গোড়ামি যুগে যুগে মানুষকে আসল ধর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছে। আর কিছু মানুষকে স্থান করে দিয়েছে ধর্মের বিরুদ্ধে বলার জন্য। আল্লাহ সবার হেদায়াত করুক

২৩| ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১২

বীরেনদ্র বলেছেন: একজন মহিলা এম এল, এ, কিভাবে এ রকম পৈশাচিক নির্যাতনের শিকার হন বুঝতে পারি না। কোথায় ছিল প্রশাসন বা পুলিস?

ধর্মকে টেনে আনতে পারলেই হল, কেল্লা ফতে। হয়ত মহিলার আগের স্বামী আওয়াজ তুলল " দেখ হিন্দু মহিলাকে মুসলমানে নিয়ে যাচ্ছে, সাথেই হাজির হয়ে গেল সবাই হিন্দু ধর্মের মান বাঁচাতে" ধর্মীয় গোড়ামী এমনই এক খারাপ জিনিস।

মহিলা একজন এম এল, এ এবং সর্বোপরি একজন পূর্ন বয়স্ক নাগরিক। তার নিজস্ব মতামত থাকবেই তিনি মুসলমান কাউকে বিয়ে করবেন না খৃস্টান কাউকে বিয়ে করবেন তা তার ব্যাক্তিগত ব্যাপার।

তিনি কি করবেন বা না করবেন তা যদি বেআইনি হয় তার জন্য তো আদালত আছে। তার বিচারের ভার নিশ্চয়ই ঐ ২০০ জনের নয়।





২৪| ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৪

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ধিক্কার জানানোর ভাষাটাও হারাই ফেলছি...
এরাই নাকি প্রচুদিশীল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ...
এদের মুখে থু X(

০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৪:১৮

অর্ণব আর্ক বলেছেন: আরে দাদু আপনি । কইত্তাইক্যা আইলেন। আমি আসলে কয়টা মন্তব্যের জবাব দিমু ভাবতেছি। তাছাড়া সামুতে তো আমি ব্লগিংও নিয়মিত করি না। তাই কি আর কমু ।

২৫| ০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৫

তিতাকথা বলেছেন: শবে বরাত নিয়ে কিছু অপপ্রচারের জওয়াব

২৬| ০১ লা জুলাই, ২০১২ রাত ৮:৪১

রাজদরবার বলেছেন: হিন্দু ধর্মে ‘মা’ বলতে কাকে বুঝায়, মায়ের কষ্টে সন্তানদের কি করা উচিত তা ১৯০৮ সালের ৩০ মে কলিকাতার যুগান্তর পত্রিকায় লেখা হয়েছিল :

“মা জননী পিপাসার্ত হয়ে নিজ সন্তানদেরকে জিজ্ঞেস করছে, একমাত্র কোন বস্তু তার পিপাসা নিবারণ করতে পারে? মানুষের রক্ত এবং ছিন্ন-বিচ্ছিন্ন মস্তক ব্যতীত অন্য কিছুই তাকে শান্ত করতে পারে না। অতএব, জননীর সন্তানদের উচিত মায়ের পূজা করা এবং তার ইপ্সিত বস্তু দিয়ে সন্তুষ্টি বিধান করা। এসব হাসিল করতে যদি নিজের প্রাণ উৎসর্গ করতে হয়, তবুও পশ্চাৎপদ হওয়া উচিত হবে না। যেদিন গ্রামে গ্রামে এমনিভাবে মায়ের পূজা করা হবে, সেদিনই ভারতবাসী স্বর্গীয় শক্তি ও আশীর্বাদে অভিষিক্ত হবে” (ইবনে রায়হান : বঙ্গভঙ্গের ইতিহাস, পৃষ্ঠা ৬-৭)।

কট্টর মুসলিম বিদ্বেষী বঙ্কিমের ‘বন্দে মাতরম’-এর খন্ডিত ‘মা’কে অখ- করার জন্য প্রাণ, অর্থ, বিদ্যা, মন, সংসারকে পণ করে যে সন্ত্রাসবাদী আন্দোলন শুরু হয়, তার সাথেও রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল। (বাংলার বিপ্লববাদ, শ্রী নলিনী কিশোর গুহ, পৃষ্ঠা ৭৭-৭৮)।

উপরোক্ত উদ্ধৃতিতে হিন্দু ঐতিহ্যের ‘মা’ কিন্তু ভক্তের রক্ত ও ছিন্ন-বিচ্ছিন্ন মস্তকে খুশি নয়। সে ভক্তদেরকে মানুষ (মুসলমান নয় কি?) হত্যা করে উক্ত মানুষের রক্ত ও মস্তকের বিনিময়ে স্বর্গীয় শক্তি ও আশীর্বাদের ওয়াদা করেছে।

২৭| ০১ লা জুলাই, ২০১২ রাত ৯:১৭

ভাবসাধক বলেছেন: ভারতের ধর্মীয় জঙ্গিদের পশুত্বের কোনো তুলনা হয়না। এদের মতো উন্মাদ এশিয়ার কোনো দেশে আর আছে বলে মনে হয়না।

২৮| ০১ লা জুলাই, ২০১২ রাত ৯:৪৬

উদাসী স্বপ্ন বলেছেন: ভারত যে একটা সভ্য দেশ, এইটা কে বললো?

২৯| ০১ লা জুলাই, ২০১২ রাত ১০:১৭

রাতুলবিডি বলেছেন: আমদের কাজ করতে হবে সত্য ও ভালবাসার পথে, দেখুন :

১.গুজরাটের দাঙ্গায় মুসলমানদেরকে পুড়িয়ে মারার নায়ক এর বিস্ময়কর ভাবে ইসলাম গ্রহণ
Click This Link

২.শুধু ইসলাম কবুল করার অপরাধে ‘হেরা’কে জীবন্ত আগুনে পুড়িয়ে এবং তারপর .
Click This Link

৩.একদিন যে হাত বাবরী মসজিদ ভাঙতে কোদাল তুলে নিয়েছিল... সেই হাত গ্রহণ করে ইসলাম!
Click This Link

৪.ভারতীয় ধর্মগুরু স্বামী নিত্যানন্দজী এবং অনিল রাও শাস্ত্রীর ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী
Click This Link

৫.ভারতীয় গোয়েন্দা কর্ম কর্তার ইসলাম গ্রহণ :ডক্টর মুহাম্মদ হুযাইফা (রাজকুমার)এর সঙ্গে একটি সাক্ষাৎকার
Click This Link

৬. যদি তুমি খাঁটি হিন্দু হও, আর আমি যদি ইসলামের চিতাশালে পুঁড়ি তাহলে তোমাকেও আমার সাথে সতীদাহ হওয়া উচিত:
Click This Link

৭. স্ত্রীর বিপক্ষে মুকাদ্দমার রায় পেতে মুসলিম সার্টিফিকেট সংগ্রহ, তারপর ...
Click This Link

৮.আবদুল্লাহ কটকী (সঞ্জীব পট্টনায়েক)-এর সঙ্গে একটি সাক্ষাৎকার
Click This Link

৯.ভারতে নওমুসলিমা খাদিজা (সীমা গুপ্তা)র সাক্ষাৎকার
Click This Link

১০. ২৫ বছর পর মদ্যপ স্বামীর ইসলাম গ্রহণ এবং সংসরে ফিরে আসা ..
Click This Link

১১. পঞ্চাশের অধিক সদস্যবিশিষ্ট একটি পরিবারের হেদায়াতের মাধ্যম কেবল এক প্রতিশ্রতি : Click This Link

১২. ভারতে বি জে পি নেতার ভাই এর ইসলাম গ্রহন:
Click This Link

১৩. ব্রিটেন নিবাসী ভারতীয় মহিলা ডা. ইরামের সাক্ষাৎকার ও ইসলাম গ্রহণের ঘটনা: Click This Link

৩০| ০১ লা জুলাই, ২০১২ রাত ১১:৫১

মাইদেশ বলেছেন: ভারতের সভ্য হতে আরও শ বছর লাগবে.....এটাই বাস্তবতা

৩১| ০২ রা জুলাই, ২০১২ রাত ৩:২৪

মিলন পাঠান বলেছেন: যেকোন ধরনের উগ্রতা নিপাত যাক। এই কামনাই করি।

৩২| ০২ রা জুলাই, ২০১২ দুপুর ১২:৫৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: কি ভয়াবহ অবস্থা !!

৩৩| ০২ রা জুলাই, ২০১২ দুপুর ২:৪৬

ডিগবাজি বলেছেন: বীরেনদ্র বলেছেন: একজন মহিলা এম এল, এ, কিভাবে এ রকম পৈশাচিক নির্যাতনের শিকার হন বুঝতে পারি না। কোথায় ছিল প্রশাসন বা পুলিস?

ধর্মকে টেনে আনতে পারলেই হল, কেল্লা ফতে। হয়ত মহিলার আগের স্বামী আওয়াজ তুলল " দেখ হিন্দু মহিলাকে মুসলমানে নিয়ে যাচ্ছে, সাথেই হাজির হয়ে গেল সবাই হিন্দু ধর্মের মান বাঁচাতে" ধর্মীয় গোড়ামী এমনই এক খারাপ জিনিস।

মহিলা একজন এম এল, এ এবং সর্বোপরি একজন পূর্ন বয়স্ক নাগরিক। তার নিজস্ব মতামত থাকবেই তিনি মুসলমান কাউকে বিয়ে করবেন না খৃস্টান কাউকে বিয়ে করবেন তা তার ব্যাক্তিগত ব্যাপার।

তিনি কি করবেন বা না করবেন তা যদি বেআইনি হয় তার জন্য তো আদালত আছে। তার বিচারের ভার নিশ্চয়ই ঐ ২০০ জনের নয়।

ভাই বিরেন্দ্র ঠিক কথা বলেছে, কিন্তু এই একই কথা মিয়ানমারের মুসলিমদের বেলায় বলা হলে অনেকে তা মানেনি তখন ছিল মুসলমানদের ধর্ষনের কারনে খুন দাংগা ঠিক ই ছিল।

০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৪:০৬

অর্ণব আর্ক বলেছেন: এটা আপনি বুঝলেও ঐ হারামিরা বুঝে না।

০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৪:১৬

অর্ণব আর্ক বলেছেন: এই অমানুষদে সম্পর্কে কিছু বলার নেই।

৩৪| ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৫:৫৫

কানাফরিদ বলেছেন: শেয়ার করা যাবে অন্য কোন খানে?

০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৪:০৪

অর্ণব আর্ক বলেছেন: যেখানে যতোবার খুশি শেয়ার করুন। বর্বরতার চিত্র দেখুক সারাবিশ্ব।

৩৫| ০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৪:৪১

জুল ভার্ন বলেছেন: মানুষ, মানবিকতা, মানবিক মূল্যবোধ-এগুলো ভারতের লোক দেখানো শ্লোগান। ভারত এখনও বিশ্বের এক নম্বর নারী নির্যাতনকারী দেশ, এখনও অন্যতম মানবাধিকার লংঘঙ্কারী দেশ এবং নিঃসন্দেহে সাম্প্রদায়ীক দেশ।


শেয়ার করার জন্য ধন্যবাদ ও প্লাস।

৩৬| ০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৫:১৪

মোঃ আবদুল হাই বলেছেন: ধর্মীয় গোড়ামীর এমন নিষ্ঠুর বর্বরতার অবশান হোক।

৩৭| ০৪ ঠা জুলাই, ২০১২ রাত ৯:১৯

নাসরিন ফারুক বলেছেন: Shame!

৩৮| ০৭ ই জুলাই, ২০১২ রাত ৮:১৮

রাহী আবদুল্লাহ বলেছেন: ষ্টুপিড ব্লগার পাঠকদের মন্তব্যের জবাব দেয়না। গদাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.