![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোভিড -১৯ মহামারির এই সময়ে ছোট খাট কিছু সিজনাল লক্ষণ নিজের মধ্যে আমরা দেখলেই ভয় পেয়ে যাই। যদিও প্রতি বছর সিজনাল ফ্লুতে আমরা সবাই কম বেশি ভুগে থাকি। কখন আপনাকে আপনার লক্ষণ গুলো নিয়ে সিরিয়াস পদক্ষেপ নিতে হবে তা এই চার্ট টি দেখলেই বুঝবেন। পয়েন্ট দেখেই আপনি অনুমান করতে পারবেন আপনার বর্তমান অবস্থা।
চার্টের প্রশ্নগুলো:
১. আপনার কাশি আছে কিনা?
২. ঠান্ডা লেগেছে কিনা?
৩. ডায়রিয়া হচ্ছে কিনা?
৪. গলায় ক্ষত বা ঘা হয়েছে কিনা?
৫. পেশি বা শরীরে ব্যাথা আছে কিনা?
৬. মাথা ব্যাথা আছে কিনা?
৭. আপনার জ্বর ১০০ ডিগ্রী ফারেনহাইট বা তার উপরে কিনা?
৮. শ্বাস নিতে কষ্ট হয় কিনা?
৯. আপনার অবসাদ/ক্লান্তি লাগে কিনা?
১০. গত ১৪ দিনে কোথাও ভ্রমন করেছেন কিনা?
১১. করোনা আক্রান্ত এলাকায় ভ্রমন করেছেন কিনা?
১২. করোনা আক্রান্ত কোন ব্যাক্তির সংস্পর্শে গিয়েছেন কিনা?
প্রতিটি প্রশ্নের পাশেই পয়েন্টের মান দেওয়া আছে। আপনার মধ্যে যে যে লক্ষণ গুলো আছে সেগুলোর যোগফলই আপনার বর্তমান অবস্থা।
আপনার কোন লক্ষণ থাকুক বা না থাকুক, আপনাকে বাসায় এখন থাকতেই হবে। এটা আপনার জন্য প্লাস আপনার আশে পাশের মানুষদের জন্য।
আশা করি এই পয়েন্ট সিস্টেম অনেকেরই ভয় কমাতে ও আপনার বর্তমান অবস্থা জানতে হেল্প করবে। আর লক্ষণ গুলো https://www.who.int আলোকে দেওয়া হয়েছে।
বাসায় থাকুন, নিরাপদে থাকুন ।
(সংগৃহিত )
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৫
সোনালী ঈগল২৭৪ বলেছেন: হয়তো এটা আপনার ক্রনিক ঠান্ডা লাগা অথবা এলার্জি জনিত সমস্যা , তবে আপনি সাবধান থাকবেন
২| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছি
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৬
সোনালী ঈগল২৭৪ বলেছেন: আপনার সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করছি
৩| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: বাইবেলে সুন্দর একটি কথা আছে যে, He who liveth, he who beliveth, shall never die.
অর্থাৎ যে বিশ্বাস করে সে-ই বেঁচে থাকে। এই বিশ্বাস এবং কাজের মধ্যে যে ডুবে যেতে পেরেছে তাকে কোন দুঃখ, মালিন্য স্পর্শ করতে পারে না। কাজের নিজস্ব আনন্দ রয়েছে। কাজের মধ্যে ডুবে যেতে হলে স্বপ্নের প্রয়োজন।
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৮
সোনালী ঈগল২৭৪ বলেছেন: কিন্তু ভাই করোনার বিষাক্ত ছোবল মানুষের সপ্নকে কেড়ে নিয়েছে
৪| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১৯
নেওয়াজ আলি বলেছেন: এইসব কোন কিছুই নাই। তবে মনে যেন গলা ব্যথা করে। আর ভয় লাগে কারণ আমার ডায়াবেটিস আছে।
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪০
সোনালী ঈগল২৭৪ বলেছেন: আপনার গলাব্যাথা নরমাল ঋতু পরিবর্তনের কারণে হচ্ছে, তবে যেহেতু আপনার ডায়াবেটিস আছে আপনি খুব সাবধানে থাকবেন
৫| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৭
মলাসইলমুইনা বলেছেন: এ স্কেলের ১২ নাম্বার পয়েন্টটাতো ইনভ্যালিড । কিভাবে কেউ জানবে যে সে করোনা আক্রান্ত কারো সাথে সাক্ষাৎ করেছে কি না ? প্রথম দিকেতো এটার কোনো সিম্পটমই বোঝা যায় না । এখানে আমেরিকায় কিছু সিনেট আর কংগ্রেস মেম্বারের করোনা পজিটিভ হয়েছে কিন্তু তাদের কাছে কোনো করোনা পজিটিভ মানুষ যায় নি -মানে এক্সপোজড না এমন কারো থেকে তারা সেটা পেয়েছে । যারা এই স্কেল বানিয়েছে তাদের স্কেলের এই ত্রুটির কথা বলুন ।
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৮
সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য , এটা সত্য যে প্রাথমিক অবস্থায় আমরা কেউই আন্দাজ করতে পারিনা কে করোনা পজিটিভ কিংবা কে করোনা পজিটিভ নয় , কারণ প্রাথমিক অবস্থায় এর কোনো উপসর্গ থাকে না , তাই এটা বোঝা খুব দুরূহ , কিন্তু এই সময়ে আমাদেরকে একটু এটি সাবধানী হতে হবে , যেমন কে করোনা পজিটিভ আর কে নয় তা হয়তো জানা সম্ভব নয় কিন্তু আপনি সহজেই কারো মধ্যে এই রোগের প্রাথমিক কিছু লক্ষণ বুঝতে পারবেন , যেমন কারো জ্বর থাকলে কিংবা হাঁচি কাশিজনিত সমস্যা থাকলে , যদিও সব হাঁচি কাশি ই করোনার কারণে হয়না , তারপরেও আপনার উচিত হবে জনসমাগম কিংবা বাহির থেকে ফিরেই ভালোমত নিজেকে পরিষ্কার করা সাবান ও পানি দিয়ে এবং খুব ভালো হয় শাওয়ার নিলে !!!
৬| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৫
পদ্মপুকুর বলেছেন: গতকাল প্রথম আলোতে দেখলাম, আক্রান্তরা স্বাদ ও গন্ধহীন হবে'-কে লক্ষণ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওগুলোও তো দেখছি না।
২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০৪
সোনালী ঈগল২৭৪ বলেছেন: এটা করোনার কোনো সাধারণ উপসর্গের মধ্যে পড়ে না , দেখা গেলো যে রোগীর অন্য কোনো সমস্যা আছে তার করোনা হলো ,তখন তার লক্ষণ করোনার সাধারণ উপসর্গের থেকে কিছুটা ভিন্ন হবে , আর যেকোনো ঠান্ডা জ্বর একটানা বেশকিছুদিন থাকলে মানুষের রুচিহীনতা দেখা যায় এবং তার স্বাদ গন্ধের ভারসাম্যে সমস্যা দেখা যায়
৭| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই ,১২ বছর থেকে ঠান্ডা পিছু ছাড়ে না এখন সাথে আরো একটা ভয় করি কি?
২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৬
সোনালী ঈগল২৭৪ বলেছেন: আপনি সাবধানে থাকবেন , ঠাণ্ডার রোগীদের বিশেষ করে কিন্তু ব্যাপক ঝুঁকি আছে , আর একটা বিষয় করোনা কিন্তু কোনো ফ্লু নয় , এটা একটা মারাত্মক পর্যায়ের ক্রনিক নিউমোনিয়া যার একটা পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বর দেখা যায় , তাই নিউমোনিয়া এর কথা মাথায় রেখেই করোনার ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে , আর যাদের ঠান্ডা ও শ্বাসকোর্টের সমস্যা আছে তাদের হাতের কাছে সবসময় ইনহেলার এবং নেবুলাইজার রাখতে হবে
৮| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১১:২৮
ফয়সাল রকি বলেছেন: লক্ষণগুলো শোনার পর থেকে কেবলি মনে হচ্ছে সবই কমবেশি আমার মধ্যে আছে!
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৬
শায়মা বলেছেন: আমার কিছুই নেই তবে প্রায়ই গলা বসে যাওয়া আমার আজীবনের অভ্যাস। সেই নিয়েই ভয়ে আছি ভাইয়ামনি!![:(](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_15.gif)