![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের নায়ক কিংবা মহানায়ক যে নামেই ডাকা হোক না কেন , সালমান শাহ আজ অবধি লাখোকোটি বাঙালি দর্শক শ্রোতার মনে সেভাবেই স্থান করে আছেন যেমনটি ছিলেন জীবিত অবস্থায় , অথবা বলা যেতে পারে মৃত্যুর পর তার জনপ্রিয়তা আরো বেড়েছে , সালমান শাহ এর দুঃখজনক প্রয়ানের পঁচিশ বছর পেরিয়ে গেছে , পঁচিশ বছরে অসংখ্য নায়ক নায়িকা এসেছেন আবার কালের গর্ভে হারিয়েও গেছে কিন্তু সালমানের জায়গা কেউ নিতে পারেনি , মৃত্যুই যেন তাকে অমরত্ত্ব দিয়েছে ,
ওই পারে ভালো থেকো সালমান .........
"তোমার কাছে সবাই জিরো
তাই তো তুমি সুপার হিরো "
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি ওনাকে।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ পোস্ট শেয়ার করায়।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১২
সোহানী বলেছেন: খুব আধুনিক স্মার্ট একজন নায়ক ছিল। আমার ছোট মামার সাথে খুব মিল ছিল চেহারার।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম সেরা নায়ক সালমান শাহ।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতেই পারি। ভাল লাগার ভালবাসার নায়ক থাকতেই পারে। কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে সালমান শাহকে মহানায়ক বলা কতোটা যুক্তিযুক্ত? মরে গেছে বলে আবেগে এই হিরোর কাছে অন্য সবাইকে জিরো বানানো, জীবিত অন্যদের সম্মানকে খাটো করে দেখা নয় কি?
মহানায়কের মানদণ্ড সম্পর্কে জেনে বুঝেই একজনকে এই বিশেষণ দেওয়া উচিত।