নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ_মাহমুদ

আরিফ_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মোট অফ ডাস্ট

০৪ ঠা জুন, ২০১৬ ভোর ৬:২৯

আরেকবার আপনার চক্ষু উম্মোচন করে
একটিবার ভালো করে দেখুন।
দেখুন বালকণার চেয়ে ক্ষু্দ্র এই ধূলোবিন্দুটিকে।
এই আমাদের বাসভূমি, আমার পূর্বপূরুষের, আমার উত্তর পূরুষের,আমার, আমাদের।
আমাদের ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, হিংসা, ঘৃণা, খুনোখুনি, ক্ষমতা,
রাশি রাশি আনন্দ আর বেদনার ঘর ঠিক এই বিন্দু।
অগণিত ধর্মবিশ্বাস, দর্শন, অর্থনৈতিক মুক্তির মতবাদ,
শিকারীর নিশানা, শিকারের আর্তনাদ,
বিপ্লবী হিরো, ভয়ার্ত কাপুরুষ, রাজাধিরাজ, বুভুক্ষু কৃষক,
সভ্যতা বিনাশকারি অথবা সভ্যতা ধবংসের খলনায়ক,
প্রতিটি ভালোবাসা,প্রতিহিংসার মানুষ,পিতা-মাতা, প্রত্যাশিত অনাগত সন্তান,
আবিষ্কারক, নীতিবান শিক্ষক, সমাজচ্যুত বেশ্যা,
দূর্নীতিবাজ রাজনীতিবিদ, সময়ের বিষাক্ত খলনায়ক, লোভী মুনাফাখোর,
প্রত্যেক মহানায়ক, দরবেশ, পাপী,
যুগযুগ ধরে প্রতিপালিত অথবা বিলুপ্ত প্রতিটি প্রজাতির নিবাস
এই অতি ক্ষুদ্র বালুকণাময় বিন্দুই ।
যখন সময় হবে- এই বিন্দুই একটা ফুৎকারে উড়ে যাবে।





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:২২

লক্ষ্মীছেলে বলেছেন: এই অতি ক্ষুদ্র বালুকণাময় বিন্দুই ।
যখন সময় হবে- এই বিন্দুই একটা ফুৎকারে উড়ে যাবে।
ভালো লাগা রেখে গেলুম...কবি।

২| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:২৬

মোঃ নেছার উদ্দিন বলেছেন: সাহিত্যে নোবেল পাওয়ার জোর দাবি রাখেন। নিঃসন্দেহে দারুন লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.