নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে স্বনামধন্য ছাগু আইডির লিঙ্ক চাই। সহৃদয় ব্লগাররা আউগায়া আসেন।
যুদ্ধাপরাধীর বিচার চান না যারা তাদের খোমাটা দেখি।
সাইদী রাজাকার না, কাদের মোল্লা শহীদ এমন মত পোষনকারীরাও আগায়া আসেন
পিছলা ছাগুরাও আসেন, বাদ যাবে না একটি ছাগু এই স্লোগানকে সামনে রেখে কাঠাল পাতা বিতরন করা হবে।
নয়া ব্লগারদের জন্য ছাগু সংক্রান্ত বেশ কিছু শিক্ষামূলক পোস্টের লিংক নিচে সংযুক্ত করা হল
বাংলাব্লগাবর্তে "ছাগু" শব্দের উৎপত্তি
বারো রকম ছাগু - একটি গবেষণা ধর্মী পোষ্ট।
ছাগু কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা কর। না করতে পারলে ফেইল!
ছাগু সনাক্তকরণে প্রস্তাবিত বেল্ট সিস্টেম
ছাগু সংক্রান্ত আরো পোস্টের লিঙ্ক থাকলে কমেন্টে দেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১
আরিফ রুবেল বলেছেন: ছাগু একটি আন্দোলনের নাম, ছাগু একটি চেতনার নাম
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১
কুঁড়ের_বাদশা বলেছেন: চাঁন্দে কি আবার সাইদীকে দেখা যাচ্ছে নাকি ? আমিও একটু দেখতাম চাই
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে একটু শাহবাগে গেছিলাম বলে; রাজাকারের বাচ্চারা আমগো ‘‘বিরিয়ানি খাওয়া মুক্তিযোদ্ধা কয়’’
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩
আরিফ রুবেল বলেছেন: ইলেকশনের আগে সাইদীকে আরো অনেক জায়গায় দেখা যাইতে পারে।
পরের লাইনের লিগা আপনে ওয়াচে ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১
উদাস মাঝি বলেছেন: একটা পাইছি,তয় ছাগু কিনা বুঝবার পারছিনা
ক্লিক ফর ছাগু
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩
আরিফ রুবেল বলেছেন: বুঝিবে বুঝিবে
যতক্ষনে বুঝিবে
আপনা থেকেই খুজিবে
আপনাকে অনুসরনের নিলাম। বেশ কিছু মজার পোস্ট দেখলাম সময় করে পড়তে হবে।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১
কাউয়ার জাত বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার না চাওয়ার কোন মহত্ব এখন আর অবশিষ্ট নাই।
তবে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ছাগু হিসেবে এস কে সিনহার জন্য কিছু কাঠাল পাতার ব্যবস্থা করতে পারেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫
আরিফ রুবেল বলেছেন: হ, পালের গোদারা যখন সবই হান্দায়া গ্যাছে তখন বিচার মাইনাও কি না মাইনাও কি।
সিনহা সাইবের স্কাইপ আইডি জানি কারা বাইর করছিল। ভারতের দালাল বানাইছিল কারা হেতারে
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩
কাউয়ার জাত বলেছেন: @ উদাস মাঝি,
আমি সাক্ষ্য দিতেছি ওইটা আসলেই পারফেক্ট একটা ছাগু।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭
আরিফ রুবেল বলেছেন: তাইলে এবার সাক্ষ্য দেন
সাইদী হইল রাজাকার, আর কাদের মোল্লা হইল কসাই কাদের। দেখি আপনে কত বড় সাক্ষ্য দেনেওয়ালা
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছবির ছাগল টা সুন্দর।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০
আরিফ রুবেল বলেছেন: ছাগু মাত্রই কিউট হয়। যেই ছাগু যত কচি তার কাচ্চি তত সুইট ! তবে জবাইয়ের দুই দাত উঠেছে কি না দেখে নেবেন।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১
এডওয়ার্ড মায়া বলেছেন: ছাগু মানে কি ???
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
আরিফ রুবেল বলেছেন: এইটা একটা দার্শনিক প্রশ্ন করে ফেললেন ভাই। আবেগে আমার চোখে পানি চলে আসল।
উত্তর জানতে অপেক্ষা করুন
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পরের ছাগলটা কিউট বটে!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
আরিফ রুবেল বলেছেন: ছাগু দেখেছেন ছাগুর বাপ দেখেননি। এই লন আপনার জন্য দেশি ছাগুর পাকিস্তানি বাপ।
ইনি একজন আইএসআই কমান্ডার।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এরকম দাজ্জাল কমান্ডার!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
আরিফ রুবেল বলেছেন: তবে আর কি বললুম ! একেবারে সাক্ষাত দাজ্জাল !
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
কাউয়ার জাত বলেছেন: আমিতো বিচি ফালাইয়া স্বতু সাঁইর মুরীদ হইছি। ব্লগে এখন বাতেনি যুগ চলতেছে। ঐসব কেপি টেস্টের চিন্তা মাথা থেকে ফালাইয়া দিয়া গুরু ধরেন। কাঠাল পাতা বাদ দিয়ে গাঁজার কল্কে ধরেন। অন্যথায় জীবন বরবাদ।
আর যান আপনাকেও খুশি করে দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি জামায়াতে ইসলামি একটি আগাগোড়া রাজাকার সংগঠন। আওয়ামীলীগ একটি আগাগোড়া চেতনা ব্যবসায়ী ডাকাত সংগঠন। বিএনপি একটি আদর্শবিহীন বলদ সংগঠন যেটা সুবিধাবাদীদের মিলন মেলা। আর বাঙালি জাতি বিশ্বের নিকৃষ্ট একটা জাতি। এদেশের রাজনীতি চোর এবং চাটুকারদের দখলে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
আরিফ রুবেল বলেছেন: বুখে আয় বাভুল !!!
সবই বুঝলাম ! তয় আপনে বাঙালী তো, আপনি নিজে নিকৃষ্টের ভাগিদার হইলে পুরাটাই মাইনা নিলাম !
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কাউয়ার জাত, আপনি নাম পাল্টাইয়া সাঁইয়ের জাত রাখেন। আর আপনি বশ হইলেন কিভাবে সাঁইয়ের কাছে?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
আরিফ রুবেল বলেছেন: ব্লগে আসিয়াই কিঞ্চিত কানাঘুষা শুনিলাম এই সাইয়া ইয়াবা থুক্কু সাই বাবার ব্যপারে। কে উনি ? কি উনার পরিচয় !
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: @ কাউয়ার জাত,
আমিও স্বতু সাঁইর মুরীদ। গাঁজা হল হারবাল প্রোডাক্ট,বন্দুকের গুলি মিস হলেও গাঁজার পাতার গুণাগুণ মিস হবে না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২
আরিফ রুবেল বলেছেন: উত্তেজিত হবেন না জনাব। এই লন শান্ত হন
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: @মোহেবুল্লাহ অয়ন ,
আমার পীর সাহেব ‘‘স্বতু সাঁই এর বিরুদ্ধে উল্টা-পাল্টা কথা বলিবেন না’’। লাগলে গাঁজা খান ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২
আরিফ রুবেল বলেছেন: ভাই উনি কি অন্য কিছু খান্না ?
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার প্রশ্নের উত্তর মুরিদরা ভাল দিতে পারবে রুবেল ভাই।
@ফেরিওয়ালা, আপনি বশ মানলেন কিভাবে?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
আরিফ রুবেল বলেছেন: বুচ্ছি ওনার দরবারে সশরীরে না পদার্পন করলে নির্বান লাভ হইবেক লয়।
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: @মোহেবুল্লাহ অয়ন,
খালি কি আমি একা মুরীদ।আজকাল ব্লগে ওনার অনেক নারী-পুরুষ ব্লগার মুরীদ।আমার কথা বিশ্বাস না, হলে তার ব্লগে ঘুরে আসুন ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
আরিফ রুবেল বলেছেন: সাইয়ারা কি ওনার দরবারে যায়? মাল্টি নিকদের কথা কচ্ছিলাম আর কি।
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০
এডওয়ার্ড মায়া বলেছেন: গাঞ্জার উপ্রে ঔষধ নাই
গাঞ্জা ইজ রিয়াল
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
আরিফ রুবেল বলেছেন:
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @ফেরিওয়ালা, উনার ব্লগে আর কি ঘুরব! উনার কুরবানীর পোস্টে কথা চালাচালি করেছিলাম। দেখতে পারেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
আরিফ রুবেল বলেছেন: কমেন্টে লিঙ্কান, পড়ে পড়বানে।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৩
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: @এডওয়ার্ড মায়া,
এতোক্ষণ কই আছিলেন বস? আহেন বুকে আহেন ।
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮
কাউয়ার জাত বলেছেন:
@লেখক, ভুল বললেন। উনি শুধু গাঁজা খবেন কেন? আদতে উনি গাঁজা খাননা। সিদ্ধির প্রয়োজনে মাঝে মধ্যে গাঁজা সেবন করেন। কি বিশ্বাস হলোনা? আচ্ছা ওনার মুখেই তবে শুনুন-
এরপরেও যদি এই কামেল গুরুর কাছে ধরণা না দেই, অণ্ডকোষ কচলাইয়া না রাখি তবে দুনিয়ার তাবত কাউয়া আমাকে অভিশাপ দিবে। সহ্য করতে পারব?
বিদ্র: কেউ আমিন না লিখে যাবেন না। প্রচারেই প্রসার।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০২
আরিফ রুবেল বলেছেন: এরপরেও যদি এই কামেল গুরুর কাছে ধরণা না দেই, অণ্ডকোষ কচলাইয়া না রাখি তবে দুনিয়ার তাবত কাউয়া আমাকে অভিশাপ দিবে। সহ্য করতে পারব?
হাহালুখুগে - হাসতে হাসতে লুঙ্গি খুলে গেছে
২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
এডওয়ার্ড মায়া বলেছেন: @স্বপ্নের_ফেরিওয়ালা
কাউয়া জাতেরে বুকে নেন !!কামে দিব
২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
মানিজার বলেছেন: আমিন ।
২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: @এডওয়ার্ড মায়া,
এই পোষ্ট পড়ুনঃ
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
গড়াই নদীর তীরে বলেছেন: আসলেই কি ব্লগে বাতেনি যুগ শুরু হয়ে গেল?
ছাগু বিষয়ক পোস্টে ছাগু খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ফকিরের ছড়াছড়ি! তবে বলে রাখি ভজন সঙ্গিনী ছাড়া শুধু সাঁই বাবা দিয়ে কিন্তু সিদ্ধি লাভ হবেনা। ওহে হতচ্ছড়ার দল, অবিলম্বে সারিন্দা খুঁজে কাম জাগিয়ে বারিন্দায় বসে গান ধর- মিলন হবে কত দিনে..........................................
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৫
আরিফ রুবেল বলেছেন: ছাগুরা আছে আশেপাশে। গা ঢাকা দিয়ে, ক্যামোফ্লেজ নিছে। কেউ কেউ ব্লগ ছেড়ে অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকতা করে ইউরোপ আর মধ্যপ্রাচ্যে বসে।
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: @ কাউয়ার জাত,
এরপরেও যদি এই ভন্ডকে কোন ব্লগার সাপোট করেন। তখন তার বিরুদ্ধে যুদ্ধ চলবে আমাদের,কি বলেন ?
ব্লগে কোন প্রকার ভন্ডামীর স্থান নেই।
২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
তাতিয়ানা পোর্ট বলেছেন: Lol.
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৯
আরিফ রুবেল বলেছেন: লুল পুরুষদের নিয়ে একখানা পোস্ট দিবো ভাবছিলাম। কিন্তু বাট সমসাময়িক লুল ভাইয়াদের এবং ছাইয়া নিকগুলো তো চিনি না এই যা সমস্যা !
২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আশা করি ২২ নং কমেন্টে তার ব্লগ পেয়ে গেছেন। আশা করি আপনিও মুরিদ হইয়ে যাবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮
আরিফ রুবেল বলেছেন: অকা ব্রো
২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
তাতিয়ানা পোর্ট বলেছেন: Chagol.
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
আরিফ রুবেল বলেছেন: কে আপনি ?
২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৭
দূরের যাত্রী বলেছেন: যারা স্বতু সাঁইয়ের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। আপনারা মূলত স্বতু সাঁইকেই প্রচারিত করে দিচ্ছেন।
এ জাতীয় পাগল ছাগল ইতিপূর্বেও ব্লগে এসেছে। আপনারা এড়িয়ে যান। দেখবেন ঐ গাঞ্জাখোরের পোস্ট গড়ে ৬০ বার পঠিত হবে। এক পোস্টে দু'চারটার বেশি কমেন্ট পড়বে না।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
আরিফ রুবেল বলেছেন: পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।
পাঠকই সিদ্ধান্ত নেবে সে ছাগল হয়ে পাগলে বক্তব্য খাবে কি না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কমেন্ট করি না। তবে বিনোদন বেশ ভালই হচ্ছে তাকে নিয়ে এখানে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
আরিফ রুবেল বলেছেন: দিলাম ছাগল নিয়া পোস্ট, আপনারা আছেন পাঠা নিয়া
৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০১
কাউয়ার জাত বলেছেন: অতীব দুঃখের বিষয় যে, সতর্ক করে দেয়ার পরও এই পোস্টে মানিজার ব্যতীত কেউ আমিন লিখে নি। এই ইচ্ছাকৃত বেয়াদবিতে আমার গুরু সাঁই মহাশয় অত্যন্ত গোস্বা হইয়াছেন।
তিনি ধ্যানের মাধ্যমে আমাকে জানাইয়াছেন, "ঘোষণা করিয়া দাও, এখন থেকে যারা আমিন বলবেনা, আগামী ৭২ ঘন্টার মধ্যে অবশ্যই তাদের নাভির নিম্নদেশ হইতে আধখানা কেশ খসিয়া পড়িবে এবং মৃত্যুকালে তাদের গাঞ্জা নসীব হইবেনা।"
অতএব
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
আরিফ রুবেল বলেছেন: ডরাইছি
৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি নিজেকে বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করি, বাঙালি নিকৃষ্ট জাতি নাকি বীরের জাতি সেটা সারা বিশ্ব টের পাইছে কুত্তা জাতি পাকিস্তানিদের সাথে সাথে।
কেউ বাঙালি জাতিকে নিকৃষ্ট বললে.... থাক, ব্লগের আবার নিয়ম কানুন আছে।
ভবিষ্যৎ বাংলাদেশে কাঁঠাল পাতার চরম সঙ্কট দেখা দিবে তা বলাই যায়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫
আরিফ রুবেল বলেছেন: সব জাতির মধ্যেই ভালো খারাপ আছে। বাঙালী বীরের জাতি বলে যে তার মধ্যে কাপুরুষ নাই, বেঈমান নাই সেটা কিন্তু আপনি বলতে পারেন না। ব্লগার কাউয়ার জাত কোন প্রেক্ষাপটে বাঙালী জাতিকে নিকৃষ্ট বলেছেন সেটা উনিই বলবেন আশা করি। তবে আমি ব্যক্তিগতভাবে আত্মসমালোচনায় বিশ্বাস করি। জাতি হিসেবে আমরা যখন সম্মিলিতভাবে আত্মসমালোচনা করতে শিখব তখন আমাদের জাতিগত সমস্যা আরো কমে আসবে।
আরেকটা বিষয় জাত্যাভিমান খুবই খারাপ জিনিস। আমরাই সেরা, আমরাই শ্রেষ্ঠ এই ধারণা থেকে ফ্যাসিজমের তৈরি হয়। এই সমস্যা ধর্মীয় জাতীয়তাবাদ কিংবা ভাষাভিত্তিক বা আঞ্চলিক জাতীয়তাবাদের মূল সমস্যা।
৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
টারজান০০০০৭ বলেছেন: পুন্দানোর চোটে ছাগুরা সব খোঁয়াড়ে ! এখন পাঁঠাদের রাজত্ব !
ছাতু ছাইয়ের কথা আর কি বলিব ! যে হারে তাহার নারী ভক্তের সংখ্যা বাড়িতেছে, সেকি লালন হইবে নাকি রাম-রহিম হইবে বুঝিতেছিনা ! আমাদের নারীকুল আবার পূর্ন পুরুষের চাইতে অর্ধ পুরুষ বাউল/সাঁইদেরই পছন্দ করে দেহা যায় ! একারণে ভিক্ষাটাও নারীজাতি হইতেই বেশি পায় ! নারীজাতি একথা ভাবে না যে , সংসার করার মুরোদ নাই জন্যই বেটা বাউল হইয়াছে ! ওই কৌতুকের কথা মনে পড়িল ! এক লোক সন্যাসীর কাছে গিয়া জিগাইলো , 'বাবা সংসারের যন্ত্রনা থেইকা বাঁচি কেমনে ? বাবা কহিল , ত্রিশ বছর আগে এই প্রশ্নের উত্তর না পাইয়াইতো সংসার হইতে ভাগিয়া সন্যাসী হইয়াছি !'
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৬
আরিফ রুবেল বলেছেন: ছদ্মবেশী সন্যাসি হইতে সাবধান
৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টারজান০০০০৭ বলেছেন: আমাদের নারীকুল আবার পূর্ন পুরুষের চাইতে অর্ধ পুরুষ বাউল/সাঁইদেরই পছন্দ করে দেহা যায় ! একারণে ভিক্ষাটাও নারীজাতি হইতেই বেশি পায় ! নারীজাতি একথা ভাবে না যে , সংসার করার মুরোদ নাই জন্যই বেটা বাউল হইয়াছে !
কমেন্টতো না হে ভায়া
দিলে যেনো বাণী;
আবেগে এ পুড়োচোখে
চলে এলো পানি।
৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ভাইটামিন যুক্ত মন্তব্যগুলো পড়ে হা হা প গে
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭
আরিফ রুবেল বলেছেন: লুঙ্গি সামলে হাসেন জনাব, যেভাবে পড়ে যাচ্ছেন তাতে না আবার সব সদরঘাট হয়ে যায়
৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সামু ব্লগে ছাগু এবং পাঠার বিচিওয়ালাদের জয়জয়কার।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯
আরিফ রুবেল বলেছেন: জনাব পাঠার বিচি না বিচির পাঠা ? মানে আমি বলতে চাচ্ছিলাম পাঠার বিচিওয়ালা নাকি বিচিওয়ালা পাঠার জয়জয়কার
৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮
তাতিয়ানা পোর্ট বলেছেন: Main nick banned.
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩
আরিফ রুবেল বলেছেন: আপচুষ! মেইন নিক কুন্টা আছিল ?
৩৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০
জাহিদ হাসান বলেছেন: ছাগুপাল আছে কিন্তু এই পোস্টে এসে ধরা দেবে না।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
আরিফ রুবেল বলেছেন: সত্য কথা !
৩৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শাব্দিক তারতম্য ঘটেছে। যুতসই আপনারটা হবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
আরিফ রুবেল বলেছেন:
৩৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭
আরিফ রুবেল বলেছেন: নতুন ব্লগার যারা ছাগু শব্দটির মানে জানেন না তাদের জন্য কয়েকটি পোস্টের লিঙ্ক সংযুক্ত করা হল।
কারো কোন সাজেশন থাকলে মন্তব্য করতে পারেন।
৪০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
উদাস মাঝি বলেছেন: ছাগুর এত ঘটনা ?
আমি তো কিছুই জানতাম নাহ
ধুর বাল, এখনও আপডেট হবার পারলাম নাহ
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
আরিফ রুবেল বলেছেন: কচু গাছে ফাসী নেন অথবা গলায় কলস বেধে হাটু পানিতে ডুবে মরে যান
৪১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৪
অন্তরন্তর বলেছেন: ছাগুপালে গিজ গিজ করছে প্রিয় সামু। ছাগুরাতো কখনোই তাদের পরিচয় দিত না কিন্তু পরিচয় বেড়িয়ে পড়ত। এখনও তাই চলছে তবে কিছু সাহসী ছাগু তাদের পরিচয় প্রকাশ করেই ব্লগিং করছে।
আপনার এই ছাগু খুঁজার পোস্টটিকে কি সুন্দর ভাবে পরিবর্তন করে অন্য দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনি তা বুঝতে পারলেন না দেখে বিস্মিত হলাম। কিছু পোস্ট দেখুন আর বিশেষ করে রোহিঙ্গা নিয়ে যত পোস্ট এসেছে সেগুলু দেখুন তাহলে আপনি কিছু ছাগু পেয়ে যাবেন। আপনার পোস্টে পুরানো দিনের কথা মনে পরে গেল।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮
আরিফ রুবেল বলেছেন: সবই পর্যবেক্ষনে আছে ভাই। অনেক দিন পর ব্লগে সক্রিয় হলাম। উপরের কয়েকজনই আছে সন্দেহের তালিকায়।
রোহিঙ্গা সংক্রান্ত পোস্টগুলোও ফলো করছি। দেখা যাক ক'জন পাওয়া যায়। এখন অনেক ছুপা ছাগু মুখ লুকিয়ে থাকলেও খুব শীঘ্রই এরা স্বরূপে মাঠে নামবে বলেই আমার বিশ্বাস।
জামায়াত শিবির রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়
৪২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আচ্ছা, আপনার সাথের ব্লগাররা কি এখনো আছে?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
আরিফ রুবেল বলেছেন: কেউ কেউ আছেন, তবে বেশির ভাগই নিস্ক্রিয়।
৪৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কারণ কি হতে পারে? আগ্রহ নেই?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪
আরিফ রুবেল বলেছেন: কারণ অনেক কিছুই হতে পারে। যেমন আমার ক্ষেত্রে কারণ ছিল আগ্রহ হারিয়ে ফেলা। আমার ব্লগিং শুরু ব্লগের একেবারে পিক সময়ে ২০১০। কিন্তু ২০১৩ আসতে আসতে অনেক কিছুই বদলে গেছে। ব্লগটা শুধু ফুল ফল লতা পাতা আর কাগজের বাঘেদের থাকেনি। কাগজের বাঘ বাস্তবে এসে হুংকার দিতে শুরু করে। এরা সরকারকে চোখ রাঙায় এটা করা যাবে না, এটা করতে হবে। জনমত তৈরিতে এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার সংবাদপত্রের একচ্ছত্র আধিপত্যে হানা দেয় ব্লগ সিটিজেন জার্নালিজম দিয়ে। মানুষ একটা খবর পেলে আগে ব্লগে আসত সেটার পেছনের খবর জানতে। ব্লগাররাও ডেডিকেটেড ছিল, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে। সুশীল সমাজের ওরাও বেশ দৌড়ের উপর থাকত ইঁচড়ে পাকা ব্লগারদের যন্ত্রনায়।
এরপর এল ২০১৩। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে ব্লগকে কেন্দ্র করে আন্দোলন দানা বাধল। সরকার দেখল সুযোগ। প্রথমে মাথায় হাত বুলিয়ে আন্দোলন পকেটে পুড়ল। আমার দেশ গং এবং সোনা ব্লগের অনুসারী ছাগুরা ছড়ালো সব ব্লগার নাস্তিক। যুদ্ধাপরাধী ফাসি চাইয়ের বিরুদ্ধে দাড়ালো নাস্তিকের ফাসি চাই। ব্লগারদের তালিকা বের হল। তালিকা ধরে শুরু হল ব্লগার হত্যা। গ্রেফতার হলেন কয়েকজন ব্লগার। জান বাচাতে ব্লগাররা পালিয়ে থাকতে শুরু করল। স্বাভাবিক জীবন থেকে ব্লগ থেকে তো বটেই।
আর সবশেষে এল কুখ্যাত আইসিটি আইনের সাতান্ন ধারা। কয়েকজন ব্লগার মাজল মি নট প্রোফাইলে লাগিয়ে অনলাইন প্রতিবাদ করেছিলেন কিন্তু বেশির ভাগই জান বাঁচাতে সেলফ সেন্সরশিপে ঢুকে গেল। ব্লগের উপর নেমে এল খড়্গ। মৌলবাদীদের আস্ফালন তো ছিলই তার উপর এল সরকারী ডান্ডা। আর যায় কোথায়।
এখন উপরের কোনটা যে আসলে আমার সহব্লগারদের প্রস্থানের কারণ সেটা তারাই বলতে পারবেন। তবে আমি মোটা দাগে এক্টিভিস্ট ব্লগারদের প্রস্থানের কারণ হিসেবে এটাকেই দেখি।
এর বাইরে সিন্ডিকেট ব্লগিং, ব্লগের ব্যাপারে অফলাইনে নিয়ে যাওয়া এগুলো ব্যাপারও আছে।
৪৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
তাতিয়ানা পোর্ট বলেছেন: @অন্তরন্তর, ki khobor?
৪৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগার মানেই যে নাস্তিক সেটা এখনো বেশিরভাগ মানুষ বিশ্বাস করে। আমিও আসলে জানতে চাচ্ছিলাম ব্লগের সেই আগের অবস্থা নেই কেন। কাকে জিজ্ঞেস করব বুঝছিলাম না। আপনার এক পোস্টে অনেক দিন পর ফিরে এসেছেন এই কথাটা উল্লেখ করায় ভাবলাম আপনি হয়ত বলতে পারবেন। ধন্যবাদ বিস্তারিত বলার জন্য। আপনার কি মনে হয় ব্লগিং আবার সেই আগের মত হবে? যদিও কোন কিছু একবার চূড়ায় উঠলে তার পতন ঘটে এবং পরে সেটা আর উঠতে পারেনা। ব্যক্তিগত মতামত।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১
আরিফ রুবেল বলেছেন: ব্লগার মানেই নাস্তিক এই ধারণাটা খুবই কৌশলে জনমনে ঢুকিয়ে দেয়া হয়েছে। এমনকি নাস্তিক ব্লগারদের কুপিয়ে হত্যা করা সমর্থন করা নাগরিকের সংখ্যাও কম না। একটা ব্যাপার কি ব্লগাররা কোন রাজনৈতিক দল না। বরং এরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারী। কাজেই এরা বিভক্ত। কিন্তু ব্লগারদের মধ্যে একটা ব্যাপার ছিল জাতীয় ইস্যুতে মোটা দাগে একমত হওয়া। দেশের স্বার্থে জাতীয় স্বার্থে এরা এক সাথে প্রতিক্রিয়া জানাতো। ব্লগ সম্পর্কে মানুষের ভুল ধারণা কাটানোটা জরুরী। আবার মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকা উচিত তেমনি স্বাধীনতার মাত্রাটাও নিজের মধ্যে থাকা উচিত। সরকারের চাপিয়ে দেয়া দিক নির্দেশনা না, স্ব-আরোপিত বিচার বিবেচনা বিবেক দিয়ে বক্তব্য রাখা। উগ্রপন্থা আমি ব্যাক্তিগতভাবে কখনও সমর্থন করতাম না। সেটা ধর্মীয় হোক কিংবা সেক্যুলারিজম হোক। উগ্র নাস্তিক উগ্র মৌলবাদীর চাইতেও কখনও কখনও ভয়ংকর।
বাইরের দেশে ব্লগ কি রকম সেটা জানি না, তবে বাংলা ব্লগ ব্যাপক ক্যাচালপূর্ণ একটা জায়গা। কাজেই, কাদা ছোড়াছুড়িতে কন্টেন্টের বাইরে গিয়ে ব্যাক্তি আক্রমনের মধ্যে দিয়ে যারা গেছেন তারা আর ফেরত আসবেন কি না সেটা সন্দেহের বিষয়।
আর আমি মনে করি না, ব্লগ তার চূড়ায় উঠেছে। হয়ত সেই সময়ের জন্যে সেটাই ছিল সর্বোচ্চ। কিন্তু খেয়াল রাখবেন সেই সর্বোচ্চ সময়টা সেই সময়ের ব্লগাররা ব্যর্থতার দায় নিয়েই শেষ করেছেন। কিন্তু ব্লগিংটাকে যদি সামগ্রিকভাবে দেখেন তাহলে এখন পর্যন্ত স্বাধীনভাবে (!!!) আপনার মত প্রকাশের জায়গা হিসেবে এখনও ব্লগই টিকে আছে। আগের মত হবে না, হয়ত আগের থেকেও ছাড়িয়ে যাবে। তবে মিথস্ক্রিয়াটা বাড়াতে হবে। সেটা কিভাবে হবে সেটা ব্লগাররাই ঠিক করবে।
৪৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২
তাতিয়ানা পোর্ট বলেছেন: Amar mone hoy shadharon bloggerder blog charar karon holo: blog boring.
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২
আরিফ রুবেল বলেছেন: আপনার এই মুরাদ টাকলা বাংলা দেখে আমার এখন বোরিং লাগা শুরু করছে।
ব্লগ ছাড়তে বাধ্য করবেন না পিলিজ
৪৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩
তাতিয়ানা পোর্ট বলেছেন:
৪৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি আর ব্লগ থেকে চলে যেয়েন না।আমদের সাথেই থাকুন। সামু এখনো যথেষ্ট ভাল আছে। তাছাড়া ২০১০-১৩ পর্যন্ত ব্লগিং সময়কালকে আদর্শ স্কেল হিসেবে ধরে নিজেদের জাজ করার কোন দরকার নেই। আমরা কিভাবে ব্লগিং করছি সেটার দিকেই নজর দিলেই হবে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
আরিফ রুবেল বলেছেন: দেখা যাক
৪৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অবশ্য আপনাকে থাকতে বলে কি লাভ। কে কখন চলে যায় বলা যায় না। আমিও তো চলে যেতে পারি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
আরিফ রুবেল বলেছেন: সেটাই ! কবি বলেছেন
যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না
মন ছুটলে তাকে আর ফেরানো যায় না
তুমি যদি যেতে চাও তবে বন্ধু
তোমাকে জানাই বিদায় !
৫০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
অন্তরন্তর বলেছেন: @তাতিয়ানা পোর্ট , আমার খবর বেশ ভাল। তোমার পড়াশুনা কি শেষ? কি করছ এখন?
৫১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯
তাতিয়ানা পোর্ট বলেছেন: @অন্তরন্তর, ekta porashona shesh kichudin age, arekta shuru hobe. Ekhon job. Apni post draft korechen keno. Post on koren. Onner post a golpo korle uni boka diben.
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেও কি আর স্বীকার করবে?