নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেটে আমার জনপ্রিয় তিনটি স্ট্রিট ফটোগ্রাফি

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮



বেশ কয়েক বছর আগে ছবিটি তুলেছিলাম। ঈদের প্রাক্কালে রোজার মধ্যে, নিজের কার্ডের দোকানে বসে আছে সহাস্যমুখ কার্ড বিক্রেতা শিশু, ও পাশে সম্ভবত তার সহকারী। আবার রোজা আসছে... ওরা নির্ঘাত এখন অনেকটাই বড় হয়ে গেছে। বেশ ক’বছর চলে গেছে মাঝখানে! সমূহ পৃথিবীই অনেকটাই বদলে গেছে ইত্যবসরে।



ছবিতে একটি গল্প আছে। কীভাবে স্মার্ট ফোন আজ আমাদের নিত্যদিন যাপনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে, তা দৃশ্যমান। ছবিতে একজন মনোযোগ দিয়ে ফোনে গেমস খেলছে, আরেকজন কথা বলায় ব্যস্ত। ছবিটি যেভাবে তোলা হয়েছে, সেভাবেই আছে। কোনওরকমের এডিট করা হয়নি।



কলেজ স্ট্রিট, কোলকাতা। প্রচণ্ড গরমে সড়কের পাশে কোনও এক বিল্ডিংয়ের অব্যবহৃত দরজার সিঁড়িতে শুয়ে দুদণ্ড বিশ্রাম নিচ্ছে ভদ্রলোকটি। না, সে গৃহহীন নয় সম্ভবত! ক্লান্তিতে দুপুরবেলায় ওখানে আরও অনেককেই শুয়ে বিশ্রাম নিতে দেখেছি আমি। পাবলিক পার্কের মতো আরকি।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ছবি তো!! সাদাকালো কেন ভাই!
আসলেই খুব সুন্দর লাগছে ছবিগুলো, সেই গ্রামের ফেলে আসা কৈশোর মনে পড়ে গেলো আমার

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

অর্ক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। মন ছুঁয়ে গেল মন্তব্য। স্ট্রিট ফটোগ্রাফি মূলত সাদকালোই হয়। বড় বড় ফটোগ্রাফাররাও সাদাকালো রাখেন তাঁদের ছবি, ব্যতিক্রমও আছে।

শুভকামনা অন্তহীন।

২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ইমরান আল হাদী বলেছেন: সুন্দর,একটি ছবি অনেক কথা বলে।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

অর্ক বলেছেন: ধন্যবাদ। নিঃসন্দেহে তাই। ইউরোপ আমেরিকায় স্ট্রিট ফটোগ্রাফি দারুণ জনপ্রিয়।
শুভকামনা।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম ছবিটি ভালো লেগেছে।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই প্রোপিকের ছবিটা কি আপনার?

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

অর্ক বলেছেন: জি। এটা জেনে কী হবে!!!

৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: কেন জানি মনে হয় এটা কোন হিন্দি সিনেমার নায়কের -_-

৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ইমরান হাসমি!!!

৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কলেজ স্ট্রীটের কোন এক গৃহের বারান্দায়
চপ্পল জোড়া কারো হাওলা করে ক্লান্তিতে ঘুম,
হলে এটা ঢাকায় ................
নির্ঘাৎ চপ্পল হয়ে যেতো গুম!!

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

অর্ক বলেছেন: আপনিই চুরি করতেন! হা হা হা... একটু ফান করলাম নূরু ভাই! বিরক্ত হবেন না প্লিজ। আপনার নূরানি চেহারা দেখলেই বোঝা যায়, এ ফেরেশতা’র মতো ভালো মানুষ।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভ্রাতা। অনেক শুভকামনা।

ইয়ে... এক বিশেষ ব্লগারের সাথে আপনার বিবাদ কি মিটে গেছে?

৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর ছবি

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯

অর্ক বলেছেন: ধন্যবাদ

৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা মোবাইল ব্যবহার করছিল, তারা কোন আপত্তি করেনি?

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬

অর্ক বলেছেন: হা হা হা... টের পায়নি! এই অংশটাই শিল্প স্ট্রিট ফটোগ্রাফি’র। বাকি সব প্রযুক্তিগত। অনেক ধন্যবাদ।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:০০

জাহিদ অনিক বলেছেন:


বাহ !!! নানা রকম জীবনের ছবি। নানা রকম পথ ও পথিকের ছবি

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩

অর্ক বলেছেন: এই জন্যেই স্ট্রিট ফটোগ্রাফি সবার শ্রেষ্ঠ। আমার আন্তরিক ধন্যবাদ।

১১| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৩১

গরল বলেছেন: চমৎকার ছবি, অভিনন্দন। ভাই আপনার পরামর্শমত ফুজি এক্স টি-২ কিনতে পারি নি, ইতিমদ্ধে X-H1 এসে গেছে। এছাড়াও সনি ফুল ফ্রেমের A7 III টাও বেশ ভালো লেগেছে। তাই সিদ্ধান্ত নিতে না পেরে আমার Olympus Air A01 দিয়েই প্রাক্টিস চালিয়ে যাচ্ছি। একটু শিখে নিয়ে ভালো ক্যামেরা কিনব সিদ্ধান্ত নিয়েছি।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৩২

অর্ক বলেছেন: ধন্যবাদ। সামর্থ্য থাকলে অবশ্যই কিনে ফেলুন ওগুলোরই কোনও একটি। স্ট্রিট ফটোগ্রাফিতেও দেখেছি এক মাঠ মানুষকে নিখুঁতভাবে এক ফ্রেমেই তোলা যায় এ সময়ের আধুনিক মিররলেস ও ডি এস এল আর ক্যামেরা দিয়ে। ওই ধরণের ছবি সাধারণ ক্যামেরাতে সম্ভব নয়।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.