নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

জান্নাতকে নিয়ে একগুচ্ছ

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩



দুই.

জান্নাত,
এখানে আজ আর প্রেম নেই কোথাও
প্রেমহীন এই পৃথিবী তোমার আমার
এখানে মনের কানাকড়িও মূল্য পাবে না তুমি
কাড়াকাড়ি হতে পারে তোমার সুডৌল তরুণী শরীরের।
এখানকার বাজারগুলোতে বাঘের দুধ চড়া দামে বিক্রি হয়
আর অতিথি পাখির মসলা দেয়া ঝলসানো কাবাব শীতকালে;
সাইবেরিয়ায় নিজ গৃহে আর ফেরাই হয়ে ওঠে না তাদের।
মানুষের বর্জ্যের সাথে শহরের নয়ানজুলীগুলো পেরিয়ে
কোথাও যে হারিয়ে যায়, সেই অবুঝ অমল পাখিরা!
আমি জানি না জান্নাত, এ প্রশ্ন ক’রো না আমাকে।


পূর্বের কবিতাটি

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাড়াকাড়ি হতে পারে তোমার সুডৌল তরুণী শরীরের- ভালো লাগলো।

বাঘের দুধ তো এমনিই চড়া, এখানে বাঘের মূল্যে চড়া দামে বিক্রির তাৎপর্য বুঝলাম নাহ :(

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ। আপনি খুব ভালো একটি ত্রুটি ধরেছেন। বাক্যটি সত্যিই ভুল। দেখি, আর কীভাবে সংশোধন করতে পারি। কবিতাটি বোর্ডেই লেখা, তেমন সময় দেয়া হয়নি বা স্বতঃস্ফূর্তভাবেও আসেনি। খুবই সুখী হলাম, ব্যাপারটা মন্তব্যে জানানোয়। এটাই আমার কাজে লাগবে।

আবারও আমার আন্তরিক ধন্যবাদ। শুভকামনা।

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: লেখার সাথে ছবি তো কোনো মিল পেলাম না। লেখাটি ভালো লেগেছে


আমার ব্লগে নিমন্ত্রণ। ভালো থাকবেন। ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩

অর্ক বলেছেন: এই ছবিটাই দেখলাম, আগে কোনও পোস্টে দেইনি। হুট করে দিলাম। ভালো লাগাতেই লেখার সার্থকতা। নিশ্চয়ই আমন্ত্রণ রক্ষা করবো।

অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ইমরান আল হাদী বলেছেন: শরীর কাড়াকাড়ির বিষয় নয়।

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

অর্ক বলেছেন: তা নয়। কিন্তু হয় কিন্তু। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.