নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

জান্নাতকে নিয়ে একগুচ্ছ

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫



তিন.

জান্নাত,
এই কবিতা তুমি কোনওদিন প’ড়বে না জানি
আর তার কোনও অপেক্ষাও নেই আমার-
এভাবে আরও কতো লেখা হয়েছে দশকে দশকে
কতো বিদগ্ধ, গুণী কবির কলমে!
আমি তাদের মতো কেউ নই জান্নাত,
তবুও লিখছি তোমাকে চিঠির মতো ক’রে আরেকটি কবিতা
তেমনিই অকৃত্রিম যত্নে, অকৃত্রিম ভালবাসায়...
কিন্ত যেমন পড়েনি সেগুলো, সেইসব ভগ্ন হৃদয় দুঃখী রমণীরা-
এই কবিতাও তুমি কোনওদিনও পড়বে না জানি!
তবুও লিখছি...

আকাশের আজ দারুণ মন খারাপ ক’রেছিল
কী ভীষণ ঝর বৃষ্টিই যে গেল সারাদিন আমাদের শহরে, জান্নাত!
থমথমে ঘনঘোর কালো মেঘে ঢেকে গিয়েছিল সারা আকাশ
দুরন্ত দমকা ঝ’ড়ো হাওয়া থেকে থেকে
অনেক পরে বৃষ্টি নেমেছিল...

জান্নাত,
ঝুল বারান্দায় দাঁড়িয়ে তোমার কি আজও মনে পড়েছিল আমাকে?
যেভাবে সব ঝর বৃষ্টি শেষে এখন প্রাণোচ্ছল রৌদ্রজ্জ্বল এই অপরাহ্ণ...
তোমার কি মনে হয়েছিল- এভাবেই কেউ একজন যদি ফিরে আসতো-
সমস্ত নষ্ট কালাকাল পেরিয়ে... ঘোড়া ছুটিয়ে দুরন্ত সেই অশ্বারোহী
রূপকথার মতো তোমাকে নিয়ে যেতো স্বপ্নের কোহেকাফ নগরীতে!
যদিও প্রতিশ্রুতি ছিল না তার ফিরে আসবার
তবুও...

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সৈয়দ তাজুল বলেছেন:
নায়িকা চরিত্রে থাকা জান্নাতের জন্য শুভকামনা
কবির মনের বাসনা পূর্ণ হোক এটাও করি কামনা।

কবাতায় ভাল লাগা প্লাসগুলো
++++...

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সৈয়দ তাজুল! ইশ, সত্যি যদি জীবন চলচিত্র বা নাটক হতো আর আমরা নায়ক নায়িকা হতাম! তবে আমার বাসনা দেশ পত্রিকায় আমার প্রিয় কবি জয় গোস্বামী, শ্বেতা চক্রবর্তী’র মতো নিয়মিত কবিতা লেখা।

আপনার ভালো লাগা, প্লসাগুলো সানন্দে গ্রহণ করলাম।

নিঃসীম শুভকামনা।

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

মুচি বলেছেন: কবিতা না পৌঁছাক, ভালোবাসাটা ঠিকই পৌঁছে যায়। জান্নাতরা শুধু টের পায় না।

কবিতা অসাধারণ। ভালো লাগা রইলো।

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২০

অর্ক বলেছেন: একদম খাটি কথা বলেছেন। ঠিক এরকমই পরিস্থিতি আমাদের। জান্নাতের জন্য শুভকামনা। ভালো লাগায় যারপরনাই প্রীত হলাম। অজস্র ধন্যবাদ।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মৌরি হক দোলা বলেছেন: সুন্দর কবিতা :)

ভালোলাগল..........

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

কবি হাফেজ আহমেদ বলেছেন: আকাশের মত কবির হৃদয় আজ বড়ই বিষণ্ণ। কিন্তু অপরাহ্নে আকাশের বুক ভেদে সূর্য জেগেছে। কিন্তু কবির বুকে এখনো অন্ধকার আর বিষণ্ণতায় ঘেরা।
ভালো লাগলো। ভালো থাকুন, শুভকামনা সতত!

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

অর্ক বলেছেন: আপনার মন্তব্য দিব্য। একজন খাটি কবিই বলেছেন। মঙ্গল হোক আপনার। অজস্র ধন্যবাদ।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

সনেট কবি বলেছেন: অসাধারণ কবিতা

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

অর্ক বলেছেন: হৃদয় নিন শ্রদ্ধেয় কবি! দারুণ প্রেরিত করলেন। শুভকামনা নিরন্তর।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

একরাশ ভাললাগা রইল :)

+++++++

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ ও শুভকামনা ভৃগু ভাই।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ ও শুভকামনা।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: কেন পড়বে না এই কবিতা?
এতটা অবিশ্বাসের আশঙ্কা নিয়ে লেখাটি শুরু করেছেন অর্ক।
বড়ো সুখপাঠ্য। ধন্যবাদ।

০১ লা মে, ২০১৮ রাত ১২:১৪

অর্ক বলেছেন: কবিতাপাঠ ও চমৎকার মন্তব্য রেখে যাওয়ায় ভরপুর ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অফুরন্ত শুভকামনা।

৯| ০২ রা মে, ২০১৮ রাত ১২:১৬

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

০২ রা মে, ২০১৮ রাত ১২:২১

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.