নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

একা মানুষ ও তার উল্টোদিক

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫



২০১৭’র ফেব্রুয়ারি। ঢাকার কোথাও। ইচ্ছে মতো ছবি তুলেছিলাম। মনে পড়ছে, সেদিন আশেপাশের লোকজন ওখানে আমার ওভাবে ছবি তোলার ব্যাপারটা ঠিক ভালোভাবে নেয়নি। এমনভাবে ’উম হুম ওয়াও ওয়াও’ করেছি, যেন গ্রাম থেকে প্রথমবারের মতো ঢাকায় এসেছি! তাই একরাশ মুগ্ধতা নিয়ে ছবি তুলে বেড়াচ্ছি। ফটোগ্রাফি ক্রমেই কঠিন হয়ে পড়ছে এই অস্থির সময়ে। নানান রকম সন্দেহ করে মানুষ!



মধ্যরাত্রিতে বাস স্টপেজে বাসের জন্য অপেক্ষারত জনৈক যাত্রী। দু’কদম পিছনে দাঁড়িয়ে আমিও। পরবর্তীতে আবার একই বাসে দুজন গিয়েছিও যে যার মতো, যে যার গন্তব্যে। সাম্প্রতিক তোলা, স্থান ঢাকার কোনওখানে। লোকটা খুব ছটফটে স্বভাবের ছিল। ইচ্ছে করছিল বলেই ফেলি, ‘চুপচাপ দাঁড়িয়ে থাক। নইলে খাবি কিন্তু বিরাশী কিলো ওজনের... গাট্টা!’ হা হা হা।



এই জায়গার নাম আর কী করে গোপন রাখি! হ্যা হাতিরঝিল। আহ, মনে হচ্ছে যেন গতকালকেরই কথা! এই ভদ্রলোকের কাঁধে চড়ে ছবি তুলে আসলাম ইচ্ছে মতো! কিন্তু ক্যালেন্ডারের অনেক পাতাই বদলে গেছে ইত্যবসরে। সম্ভবত ২০১৬ নভেম্বর বা ডিসেম্বর মাসের কোনও এক দিন তুলেছিলাম... তার পরেরও হতে পারে! সে আমার মনে নাই মনে নাই। দুঃখিত, একমাত্র এই ছবিটাই খানিকটা সাইড হয়ে গেছে!


মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

সৈয়দ তাজুল বলেছেন: হাতির ঝিল আমার পছন্দের জায়গা ছিল অর্ক ভাই।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

অর্ক বলেছেন: ধন্যবাদ। ছিল! দেশের বাইরে আছেন নাকি। আমার তো এখনও প্রিয়।

২| ০৩ রা মে, ২০১৮ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: হাতির ঝিলে অনেক আগে গিয়েছি মডার্ন হওয়ার পরে যাওয়া হয়নি।

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:০২

অর্ক বলেছেন: আমার কোনও পোস্টে আরেকজনের মন্তব্যে আপনি বলেছিলেন "পোস্টের সাথে অমুকের মন্তব্যের কী সম্পর্ক বুঝলাম না!"

আপনাকে ধন্যবাদ।

৩| ০৩ রা মে, ২০১৮ রাত ৮:০৯

কানিজ রিনা বলেছেন: অর্ক নামের ছেলেটি সাদা কালো ছবির
মধ্যে কেন জানি আমি ব্যাক্তিত্বের মহানুভতা
খুজে পাই অর্ক এযুগের ছেলেরা সাদা কালো
ছবি তলে? তাইতো অর্কর ভিতরে আমি
ব্যাক্তিত্বতা দেখে মুগ্ধ হই সোনার ছেলে
আমাদের ব্লগ সুর্যের আলোক রশ্বি। ধন্যবাদ।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৫৭

অর্ক বলেছেন: প্রিয় আপা আবার ধন্যবাদ টন্যবাদ কেন! আপনি তো আমার বড় বোনই! অনেক অনেক ভালবাসা, শ্রদ্ধা ও শুভকামনা। ফল্গুধারায় ভরে থাক জীবন।

৪| ০৩ রা মে, ২০১৮ রাত ৮:১২

তারেক ফাহিম বলেছেন: ছবিগুলো দেখে ভাবলা উনবিংশ শতাব্দির :D পরে ২০১৭ সালে দেখে বুঝলাম এটি অর্ক ভাইয়ের কেরামিত।

মর্ডান হওয়ার পর আর যাওয়া হয়নি হাতিরঝিলে।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৫৮

অর্ক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:৩৭

অর্থনীতিবিদ বলেছেন: প্রথম ছবিটা নিয়ে ভাবার মতো অনেক কিছু আছে। তবে সুন্দর ছবি সবগুলোই।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৫৮

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ।

৬| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার কোন আই ডি থাকে সাথে? যদি ক্যামেরা দেখে পুলিশ ঝামেলা করে? আর অনুমতি ছাড়া ছবি তোলার ব্যপারে কোন নিয়মনীতি আছে নাকি?

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:০০

অর্ক বলেছেন: সেরকম পরিস্থিতি একবারই পড়েছি বাংলাদেশে! এরকম কিছু হলে বুঝিয়ে বলবো।

৭| ০৩ রা মে, ২০১৮ রাত ১১:৪১

মাআইপা বলেছেন: ৩টা ছবিই সুন্দর হয়েছে তবে ১ম টা আমার কাছে বেশী ভাল লেগেছে।
শুভ কামনা রইল।

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:০১

অর্ক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.